Ajker Patrika
হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

মেটলাইফের করপোরেট গ্রাহকেরা পাবেন ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবা

বিজ্ঞপ্তি  

মেটলাইফের করপোরেট গ্রাহকেরা পাবেন ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবা

করপোরেট গ্রাহকদের জন্য ক্যাশ লেশ অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। নতুন এ সেবার মাধ্যমে মেটলাইফের করপোরেট বিমাসেবার আওতাভুক্ত প্রতিষ্ঠানের কর্মীরা জরুরি পরিস্থিতিতে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন এবং এ জন্য তাদের তাৎক্ষণিক কোনো অর্থ পরিশোধ করতে হবে না।

রাজধানীর ইউনাইটেড হাসপাতাল, স্কয়ার হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে এ ক্যাশ লেশ অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। এ উদ্যোগের ফলে সহজে এবং দুশ্চিন্তামুক্তভাবে অ্যাম্বুলেন্স পাওয়া এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেওয়া যাবে। এ সেবা নিতে গ্রাহকদের শুধু হাসপাতালের দেওয়া নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করতে হবে।

নতুন এ সেবা নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বিশ্বমানের বিমা কাভারেজ ও উদ্ভাবনী সেবার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো যেন তাদের কর্মীদের পাশে থাকতে পারে সে জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এ ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবার উন্মোচন করপোরেট ক্লায়েন্ট ও তাদের কর্মীদের জরুরি চিকিৎসা আরও সহজলভ্য এবং ঝামেলাহীন করার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।’

বর্তমানে বাংলাদেশের ৯০০ বেশি প্রতিষ্ঠান মেটলাইফের বিমাসেবা গ্রহণ করে বিভিন্ন সুবিধা উপভোগ করছে। এসব সুবিধার মধ্যে রয়েছে: কাস্টমাইজেবল বিমা প্ল্যান, ক্যাশলেস আউটপেশেন্ট সেবা, ডেডিকেটেড ড্যাশবোর্ড, বিষয়ক কর্মশালা ও ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবা।

প্রশ্নের মুখে ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে চুক্তি করল ডাবর বাংলাদেশ

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি সই এশিউর গ্রুপের

ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’