হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সাড়ে ৯ কোটি পেরোল নগদের গ্রাহকসংখ্যা

বিজ্ঞপ্তি  

সাড়ে ৯ কোটি পেরোল নগদের গ্রাহকসংখ্যা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদের সেবায় প্রতিদিন প্রায় ২০ হাজার করে নতুন গ্রাহক যুক্ত হচ্ছেন। বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস জগৎকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এই প্রতিষ্ঠানটির গত ২৭ নভেম্বর পর্যন্ত মোট গ্রাহকসংখ্যা সাড়ে নয় কোটি পার হয়েছে বলে জানিয়েছে নগদ।

মাত্র পাঁচ বছরের যাত্রায় বাংলাদেশের অন্যতম বৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নগদ। বাংলাদেশের অর্থনৈতিক খাতে নতুন যাত্রা শুরু করার পর প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছে আরও জনপ্রিয় হচ্ছে বিভিন্ন ধরনের সেবা ও নিত্যনতুন উদ্ভাবনের মাধ্যমে। এখন নগদের অত্যাধুনিক অ্যাপ থেকে আর্থিক সকল সেবা পাওয়া যাচ্ছে। এ কারণে এখন অ্যাপের মাধ্যমে গ্রাহক যুক্ত হওয়ার শতকরা হার অনেক বেড়েছে।

গত বৃহস্পতিবার নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহ্মদ বলেন, আর্থিক সব উদ্ভাবনী সেবা এবং গ্রাহকবান্ধব চার্জের কারণে নগদ গ্রাহকের আস্থা অর্জন করেছে। যার অংশ হিসেবে একচেটিয়া বাজার ভেঙে মাত্র ৫ বছরে বাজারের শক্তিশালী দ্বিতীয় অপারেটর হিসেবে জায়গা করে নিয়েছে নগদ। বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউয়ের সব নিয়ম প্রতিপালন করে দৈনিক গড়ে ২০ হাজারের বেশি গ্রাহক নগদের সেবার জন্য অ্যাকাউন্ট খুলছে। গ্রাহকের আস্থা, গ্রাহকবান্ধব সেবা এবং সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ও খুব সহজে ব্যবহারযোগ্য অ্যাপের কারণে নগদ ৯ কোটি ৫১ লাখ গ্রাহকের পরিবারে পরিণত হয়েছে।

নগদ গ্রাহককে নিয়মিত লেনদেন, পেমেন্ট ছাড়াও অনেক ধরনের ডিজিটাল অর্থনৈতিক সেবা প্রদান করে। একজন মানুষের দৈনন্দিন প্রায় সব অর্থনৈতিক কর্মকাণ্ডের চাহিদাই এই সেবাটি দিয়ে থাকে।

এই ঈর্ষণীয় লেনদেনের কথা জানিয়ে নগদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিহাব উদ্দীন চৌধুরী বলেন, নগদ অর্থনীতির ডিজিটালাইজেশনে শুরু থেকে কাজ করে আসছে। এখন গ্রাহকেরা গড়ে প্রতিদিন নগদের মাধ্যমে হাজার কোটি টাকা লেনদেন করছেন। এটা বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখার একটা জায়গা। প্রান্তিক মানুষকে এভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পেরে প্রতিষ্ঠান হিসেবে নগদ গর্বিত।

প্রশ্নের মুখে ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে চুক্তি করল ডাবর বাংলাদেশ

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি সই এশিউর গ্রুপের

ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’