হোম > অর্থনীতি > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বেসিস সদস্যদের জামানতবিহীন ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

বিজ্ঞপ্তি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্যদের জামানতবিহীন ঋণ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংক ও বেসিসের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশের আইসিটি খাতের জন্য অত্যন্ত সহায়ক পদক্ষেপ, কারণ এখন বেসিসের ২ হাজার ৫০০ বেশি সদস্য ব্র্যাক ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ এবং ওয়ান-স্টপ সেবা পাবেন।

এই কৌশলী জোট বেসিস সদস্যদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত একটি অর্থায়নবিষয়ক সমাধান দেবে। এটি সহজে অর্থায়নের মাধ্যমে তাদের উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে পৌঁছাতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে বিশেষভাবে সহায়তা করবে।

এই জামানতবিহীন ঋণসেবা ব্র্যাক ব্যাংকের উদ্ভাবনী প্রচেষ্টা এবং ব্যবসা সম্প্রসারণের জন্য সহজ ঋণসুবিধা দেবে, যা আইসিটি খাতের স্থিতিশীল উন্নয়নে সহায়তা করার প্রতিশ্রুতিকে তুলে ধরে।

গত ৩১ অক্টোবর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন এবং বেসিসের ভাইস প্রেসিডেন্ট অব ফাইন্যান্স এম আসিফ রহমান।

অনুষ্ঠানে সৈয়দ আবদুল মোমেন বলেন, বেসিসের সঙ্গে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা আইসিটি উদ্যোক্তাদের জন্য নতুনভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে অত্যন্ত আনন্দিত। জামানতবিহীন ঋণসুবিধা দিয়ে আমরা বেসিস সদস্যদের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে এবং বাংলাদেশের ডিজিটাল উন্নয়নে অবদান রাখতে সহায়তা করছি। এই সহজ ঋণ সুবিধা উদ্যোক্তাদের কর্ম সম্পাদন এবং রপ্তানির পরিমাণ বাড়াতে সাহায্য করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের প্রেসিডেন্ট এম রাশিদুল হাসান, ডিরেক্টর বিপ্লব ঘোষ এবং ডিরেক্টর মীর শাহরুখ ইসলাম, ব্র্যাক ব্যাংকের হেড অব ইমার্জিং করপোরেট ইন্দ্রজিৎ সুর এবং হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) আলমগীর হোসেন।

এসএমই ব্যাংকিংয়ের পথপ্রদর্শক হিসেবে, ব্র্যাক ব্যাংক সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহজ ঋণ প্রদান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আইসিটি খাতের মতো ভিন্ন ধারার খাতে বিনিয়োগ বাড়িয়ে রপ্তানি খাতে বৈচিত্র্য এবং আয়ে প্রবৃদ্ধি আনতে সহায়ক হবে।

প্রশ্নের মুখে ডিজিটাল ব্যাংকের ভবিষ্যৎ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নিতে চুক্তি করল ডাবর বাংলাদেশ

আইএফসির সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা প্রদর্শনীর উদ্বোধন

পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি সই এশিউর গ্রুপের

ইবিএলকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে আইএফসি

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’