হোম > জীবনধারা > ক্যাম্পাস

গবেষণায় অনন্য শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগার

সিদ্ধার্থ চক্রবর্তী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড় থেকে কেন্দ্রীয় মন্দিরসংলগ্ন সড়ক ধরে একটু এগিয়ে গেলে মৎস্য জাদুঘর। তার পাশেই এই শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগার। ৩ দশমিক ৭৫ একর জায়গাজুড়ে বিস্তৃত এই গবেষণাগার। এর ২ দশমিক ৬০ একর আবাদি জমিতে বিভিন্ন জাতের ঘাস চাষ হয় বছরজুড়ে। অবশিষ্ট ১ দশমিক ১৫ একরে রয়েছে গবাদিপশু পালন ঘর, পোলট্রি শেড, খরগোশ শেড, ফিড মিল, খাদ্য প্রস্তুতি ঘর, ফডার জার্মপ্লাজম সেন্টার, ফরেজ হার্ব সেন্টার ও সাইলো পিট।

দুধ, ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ। প্রাণিসম্পদ উৎপাদনের যাবতীয় খরচের প্রায় ৭০ শতাংশ ব্যয় হয় পশুখাদ্যে। যেকোনো গবাদিপশু যখন সর্বোচ্চ উৎপাদন করতে পারে, সেসব পশুর খাদ্যনিরাপত্তা থাকে সুনিশ্চিত। বাংলাদেশে পশুখাদ্য নিয়ে গবেষণার কথায় গুরুত্বপূর্ণ নাম পশুপালন অনুষদের পশু পুষ্টি বিভাগের অন্তর্গত শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগার। ১৯৬১ সালে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের পশুপুষ্টি ও পশুখাদ্য নিয়ে পুঁথিগত পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন ও পশুপুষ্টি নিয়ে বৃহত্তর গবেষণার জন্যই এটি তৈরি করা হয়েছিল। অতীতে বাংলাদেশে গরুর প্রধান খাদ্য হিসেবে শুধু খড় ব্যবহার করা হতো। ২০০০ সালের দিকে পশুখাদ্য হিসেবে বাংলাদেশে চাষ করা ঘাসের জনপ্রিয়তা বাড়ে। সে সময় শাহজালাল পশু পুষ্টি গবেষণাগারে পরীক্ষামূলকভাবে ৩২ জাতের ঘাস উৎপাদন করা হয় এবং উৎপাদিত ঘাস পশুখাদ্য হিসেবে ব্যবহার শুরু হয়।

এই গবেষণাগারে আরও রয়েছে ক্যানুলেটেড গরু। গরুর পাকস্থলীর অন্তর্গত রুমেনের রস সংগ্রহ করে বিভিন্ন খাবারের মান যাচাই করার এই অনন্য প্রক্রিয়া সম্পন্ন করা হয় শাহজালাল পশু পুষ্টি গবেষণাগারে। এর ফডার জার্মপ্লাজম সেন্টারে প্রায় ১০ প্রজাতির উদ্ভিদ জিন সংরক্ষিত রয়েছে। কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে, প্রাকৃতিক খাদ্য সংযোজনের মাধ্যমে পশুপুষ্টি নিশ্চিতকরণের বিভিন্ন সাফল্য অর্জন করেছে শাহজালাল পশু পুষ্টি গবেষণাগার।

দেশের জনসাধারণের মাঝে ঘাসের ঔষধি গুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ গবেষণাগার মুখ্য ভূমিকা রেখে চলেছে। পশু উৎপাদনের ক্ষেত্রে ভেষজ উদ্ভিদের ব্যবহারের মতো অন্যান্য গবেষণা হয় এখানে। এ ছাড়া মাছ ও চিংড়ির বর্জ্যকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে মুরগির খাদ্যে পরিণত করার একটি গবেষণাও বর্তমানে চলমান রয়েছে।

শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগারে অধিকাংশ গবেষণাই খাদ্য সংযোজন, কম ব্যয়ে রেশন প্রণয়ন, খড়ের পুষ্টিগুণ বাড়ানোর জন্য খড় প্রক্রিয়াজাত করা, ইউরিয়া এবং ইউরিয়া গুড় দ্বারা খাদ্য উৎপাদন প্রভৃতি বিষয়ে গবেষণা করা হয়। বর্তমানে শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগারের অফিস ইনচার্জ হিসেবে দায়িত্বে রয়েছেন সহকারী অধ্যাপক জামিয়া ইসমিতা।

শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগারে কেঁচোর সাহায্যে রান্নাঘরের বর্জ্যকে প্রক্রিয়াজাতের মধ্য দিয়ে উৎপাদন করা হয় মিশ্র সার ভার্মি কম্পোস্ট। শস্য উৎপাদনে রাসায়নিক সারের বদলে ভার্মি কম্পোস্ট প্রয়োগে মুখ্য অবদান রয়েছে শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগারের।

বাংলাদেশের প্রত্যেক নাগরিকের আমিষের চাহিদা পূরণে পশু উৎপাদন এবং পশুপুষ্টি নিয়ে গবেষণা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আর এই গবেষণায় বাংলাদেশকে বরাবরই সফলতা এনে দিয়েছে পশুপালন অনুষদের পশু পুষ্টি মাঠ গবেষণাগার।

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

সেকশন