শিক্ষা ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং হামলার প্রতিবাদে ডাকা বিশ্বব্যাপী ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টির মেইন গেইট সংলগ্ন শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল) এ কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা শাখার সিনিয়র সহকারী পরিচালক মো. শফিউর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ প্রতিবাদের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সকল শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
বুয়েট প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকেও ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ প্রতি সংহতি জানানো হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যায় আমরা নীরব থাকতে পারি না। আমরা ৭ এপ্রিল পুরো বিশ্বের সাথে একাত্মতা পোষণ করে গ্লোবাল স্ট্রাইক ফর গাজায় অংশ নিচ্ছি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুয়েট প্রশাসন শিক্ষার্থীদের বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং কর্তৃপক্ষের নির্দেশক্রমে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ শীর্ষক কর্মসূচির সঙ্গে সংহতি জানাচ্ছে।
এর কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হয় এবং আগামীকাল বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।
বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু রোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে বোমাবর্ষণ, অনাহারে রাখা ও নিশ্চিহ্ন করার সময় আমরা নীরব থাকতে পারি না। এর প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং হামলার প্রতিবাদে ডাকা বিশ্বব্যাপী ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টির মেইন গেইট সংলগ্ন শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল) এ কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা শাখার সিনিয়র সহকারী পরিচালক মো. শফিউর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ প্রতিবাদের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সকল শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
বুয়েট প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকেও ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ প্রতি সংহতি জানানো হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যায় আমরা নীরব থাকতে পারি না। আমরা ৭ এপ্রিল পুরো বিশ্বের সাথে একাত্মতা পোষণ করে গ্লোবাল স্ট্রাইক ফর গাজায় অংশ নিচ্ছি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুয়েট প্রশাসন শিক্ষার্থীদের বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং কর্তৃপক্ষের নির্দেশক্রমে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ শীর্ষক কর্মসূচির সঙ্গে সংহতি জানাচ্ছে।
এর কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হয় এবং আগামীকাল বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।
বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু রোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে বোমাবর্ষণ, অনাহারে রাখা ও নিশ্চিহ্ন করার সময় আমরা নীরব থাকতে পারি না। এর প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব।
সন্ধ্যার পর বাতি নিভিয়ে খোলা বারান্দায় পাটি বিছিয়ে বা টুল নিয়ে বসতে খারাপ লাগে না। একটু বড় জায়গা থাকলে বারান্দা বাগান তো বটেই, স্থায়ী বসার জায়গাও তৈরি করেন নেন অনেকে। আবার বাড়িতে অতিথি এলে হয়তো বারান্দাতেই জমে ওঠে দীর্ঘ আড্ডা। বারান্দাকে নতুন করে সাজিয়ে তোলার মৌসুম কিন্তু চলে এসেছে।
৪ ঘণ্টা আগেপিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
২১ ঘণ্টা আগেসময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
২ দিন আগেশিশুর বয়স ছয় মাস হওয়া পর্যন্ত তেমন ভাবনা নেই। নরম সুতির ফিতে দেওয়া নিমা পরেই দিন পার হয় ছেলে কিংবা মেয়েশিশুর। কিন্তু সে যখন বসে বসে খেলতে শেখে বা একটু হেঁটে বেড়ায়, যখন পুরো ঘরই তার জন্য এক বিস্ময়ের জগৎ। সারা বাড়ি ঘুরে দেখা, এটা-ওটা ধরে খেলা করতে গিয়ে ঘাম হয়...
২ দিন আগে