হোম > খেলা > ক্রিকেট

মাথায় আঘাত নিয়ে হাসপাতালে যুব ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। এই দলে থাকার কথা ছিল সদস্য উইকেটরক্ষক তৌহিদুল ইসলাম ফেরদৌসের। কিন্তু ক্যাম্পে যোগ দেওয়ার আগে আচমকা এক দুর্ঘটনায় ক্রিকেট মাঠ থেকে ছিটকে গেছেন সিলেটের এই তরুণ ক্রিকেটার। ব্যক্তিগত অনুশীলনের সময় বাউন্সার খেলতে গিয়ে বল কপালে লাগলে গুরুতর আঘাত পান তিনি। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আগের চেয়ে কিছুটা ভালো আছেন ফেরদৌস। 

গত এপ্রিলে পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত দলে ছিলেন ফেরদৌস। যদিও করোনায় সেই সিরিজ আর হয়নি। এবার আফগানিস্তান সিরিজ সামনে রেখে আগেভাগেই নিজ জেলা সিলেটে গিয়ে অনুশীলন শুরু করেন তিনি। ক্যাম্প শুরুর আগে ব্যক্তিগত অনুশীলনের সময় আঘাত পান। তাই আর ক্যাম্পে যোগ দেওয়া হয়নি তাঁর। পরে অবস্থার অবনতি হলে সার্জারি করতে হয় তাঁর মাথায়। 

চোটে পড়ার পর ফেরদৌসের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিসিবি। তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। মেডিকেল বিভাগের সূত্র জানিয়েছে, অপারেশনের পর ডাক্তারের পর্যবেক্ষণে আছেন তিনি। গত রোববার তাঁর অপারেশন করা হয়। এখন তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। 

ভারতীয় বোর্ডের এমন নিয়মের কারণে হতাশ কোহলি

‘লিটনের থেকে অনেক কিছু শিখছে তামিম’

নিজের দলের ভরাডুবি হলেও তামিমের খেলা চমৎকার লেগেছে শাকিবের

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

সোহান-সাদমানের সেঞ্চুরির দিনে তামিমদের দুর্দান্ত জয়

শাকিব যদি প্রস্তাব দেন তাসকিন কি সিনেমা করবেন

আইপিএলকে টেক্কা দিতে সৌদির ৬ হাজার কোটি টাকা লিগের পরিকল্পনা

আবারও দিল্লির কপাল পুড়ল

এমবাপ্পের জোড়ায় বার্সাকে সরিয়ে শীর্ষে রিয়াল

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড