Ajker Patrika

আবারও দিল্লির কপাল পুড়ল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৮: ০৮
ফাইনালে টানা তৃতীয়বার হারল দিল্লি, দ্বিতীয়বার চ্যাম্পিয়ন মুম্বাই। ছবি: বিসিসিআই
ফাইনালে টানা তৃতীয়বার হারল দিল্লি, দ্বিতীয়বার চ্যাম্পিয়ন মুম্বাই। ছবি: বিসিসিআই

উইমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) দিল্লি ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল মুম্বাই ইন্ডিয়ানস। অধিনায়ক হরমনপ্রীত করের ঝোড়ো ফিফটি ও ন্যাট স্কিভার-ব্রান্টের অলরাউন্ড পারফরম্যান্স মুম্বাইকে জয়ের পথ গড়ে দেয়। উইমেনস প্রিমিয়ার লিগের তিন ফাইনালই খেলেছে দিল্লি। আগের দুবারের মতো আবারও কপাল পুড়ল তাদের।

মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ফাইনালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। অধিনায়ক হরমনপ্রীতের ৪৪ বলে ৬৬ ও ন্যাট স্কাইভার ব্রান্টের ২৮ বলে ৩০ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান তোলে মুম্বাই। ২টি করে উইকেট নিয়েছেন দিল্লির মারিজান ক্যাপ, অ্যানাবেল সাদারল্যান্ড ও শ্রী চরনি।

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দিল্লি। ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানে থেমে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ২৬ বলে ৪০ রান করেছেন মারিজান। ২৩ বলে ২৫ রানে অপরাজিত থাকেন নিকি প্রসাদ। দিল্লির হয়ে স্কিভার ৩টি ও আমেলিয়া কের ২টি উইকেট নিয়েছেন।

ম্যাচ শেষে হতাশায় কেঁদে ফেলেন দিল্লির অলরাউন্ডার মারিজানে ক্যাপসহ দলের বেশ কয়েকজন ক্রিকেটার। দলের ব্যর্থতায় হতাশ দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং ম্যাচশেষে বলেন, ‘আমরা ফাইনালে আমাদের সেরা পারফরম্যান্সটা দিতে পারিনি, যা খুবই হতাশার। তবে এটাই ক্রিকেট। আমাদের জন্য কিছুই ঠিকঠাক হচ্ছিল না। আমরা খুব হতাশ। নিজেদের ভালো অবস্থানে রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারিনি।’

টুর্নামেন্টে সর্বোচ্চ ১৮টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন কের। সর্বোচ্চ ৫২৩ রান সংগ্রাহ করে অরেঞ্জ ক্যাপ জয়ী ন্যাট স্কিভার-ব্রান্ট বলেন, ‘ডব্লিউপিএলে আমার জন্য এটি দুর্দান্ত একটি বছর। এত ক্রিকেট খেলার পর এই অবস্থানে আসতে পারা দারুণ অনুভূতি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত