ক্রীড়া ডেস্ক
উইমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) দিল্লি ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল মুম্বাই ইন্ডিয়ানস। অধিনায়ক হরমনপ্রীত করের ঝোড়ো ফিফটি ও ন্যাট স্কিভার-ব্রান্টের অলরাউন্ড পারফরম্যান্স মুম্বাইকে জয়ের পথ গড়ে দেয়। উইমেনস প্রিমিয়ার লিগের তিন ফাইনালই খেলেছে দিল্লি। আগের দুবারের মতো আবারও কপাল পুড়ল তাদের।
মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ফাইনালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। অধিনায়ক হরমনপ্রীতের ৪৪ বলে ৬৬ ও ন্যাট স্কাইভার ব্রান্টের ২৮ বলে ৩০ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান তোলে মুম্বাই। ২টি করে উইকেট নিয়েছেন দিল্লির মারিজান ক্যাপ, অ্যানাবেল সাদারল্যান্ড ও শ্রী চরনি।
১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দিল্লি। ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানে থেমে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ২৬ বলে ৪০ রান করেছেন মারিজান। ২৩ বলে ২৫ রানে অপরাজিত থাকেন নিকি প্রসাদ। দিল্লির হয়ে স্কিভার ৩টি ও আমেলিয়া কের ২টি উইকেট নিয়েছেন।
ম্যাচ শেষে হতাশায় কেঁদে ফেলেন দিল্লির অলরাউন্ডার মারিজানে ক্যাপসহ দলের বেশ কয়েকজন ক্রিকেটার। দলের ব্যর্থতায় হতাশ দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং ম্যাচশেষে বলেন, ‘আমরা ফাইনালে আমাদের সেরা পারফরম্যান্সটা দিতে পারিনি, যা খুবই হতাশার। তবে এটাই ক্রিকেট। আমাদের জন্য কিছুই ঠিকঠাক হচ্ছিল না। আমরা খুব হতাশ। নিজেদের ভালো অবস্থানে রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারিনি।’
টুর্নামেন্টে সর্বোচ্চ ১৮টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন কের। সর্বোচ্চ ৫২৩ রান সংগ্রাহ করে অরেঞ্জ ক্যাপ জয়ী ন্যাট স্কিভার-ব্রান্ট বলেন, ‘ডব্লিউপিএলে আমার জন্য এটি দুর্দান্ত একটি বছর। এত ক্রিকেট খেলার পর এই অবস্থানে আসতে পারা দারুণ অনুভূতি।’
উইমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) দিল্লি ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল মুম্বাই ইন্ডিয়ানস। অধিনায়ক হরমনপ্রীত করের ঝোড়ো ফিফটি ও ন্যাট স্কিভার-ব্রান্টের অলরাউন্ড পারফরম্যান্স মুম্বাইকে জয়ের পথ গড়ে দেয়। উইমেনস প্রিমিয়ার লিগের তিন ফাইনালই খেলেছে দিল্লি। আগের দুবারের মতো আবারও কপাল পুড়ল তাদের।
মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ফাইনালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। অধিনায়ক হরমনপ্রীতের ৪৪ বলে ৬৬ ও ন্যাট স্কাইভার ব্রান্টের ২৮ বলে ৩০ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান তোলে মুম্বাই। ২টি করে উইকেট নিয়েছেন দিল্লির মারিজান ক্যাপ, অ্যানাবেল সাদারল্যান্ড ও শ্রী চরনি।
১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দিল্লি। ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানে থেমে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ২৬ বলে ৪০ রান করেছেন মারিজান। ২৩ বলে ২৫ রানে অপরাজিত থাকেন নিকি প্রসাদ। দিল্লির হয়ে স্কিভার ৩টি ও আমেলিয়া কের ২টি উইকেট নিয়েছেন।
ম্যাচ শেষে হতাশায় কেঁদে ফেলেন দিল্লির অলরাউন্ডার মারিজানে ক্যাপসহ দলের বেশ কয়েকজন ক্রিকেটার। দলের ব্যর্থতায় হতাশ দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং ম্যাচশেষে বলেন, ‘আমরা ফাইনালে আমাদের সেরা পারফরম্যান্সটা দিতে পারিনি, যা খুবই হতাশার। তবে এটাই ক্রিকেট। আমাদের জন্য কিছুই ঠিকঠাক হচ্ছিল না। আমরা খুব হতাশ। নিজেদের ভালো অবস্থানে রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারিনি।’
টুর্নামেন্টে সর্বোচ্চ ১৮টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন কের। সর্বোচ্চ ৫২৩ রান সংগ্রাহ করে অরেঞ্জ ক্যাপ জয়ী ন্যাট স্কিভার-ব্রান্ট বলেন, ‘ডব্লিউপিএলে আমার জন্য এটি দুর্দান্ত একটি বছর। এত ক্রিকেট খেলার পর এই অবস্থানে আসতে পারা দারুণ অনুভূতি।’
আর কিছুক্ষণ পরই বাংলাদেশে পা রাখবেন হামজা চৌধুরী। তাঁকে বরণ করে নিতে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে যাচ্ছেন ভক্তরা। শুধু ঢাকা, সিলেট আর হবিগঞ্জই নয়, গিয়েছেন আরও অনেক জেলা থেকেই।
১ ঘণ্টা আগেকেউ আমাকে সহজে খেলবে, মানতে পারি না বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা তানজিম হাসান সাকিব। আক্রমণাত্মক বোলিং ও মনোভাব দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন তানজিম। তবে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি তাঁর ভালো যায়নি, ছিলেন উইকেটশূন্য।
১ ঘণ্টা আগেডার্বি মানেই উত্তাপ। প্রতিপক্ষের মাঠে প্রায় ৩৫ হাজার দর্শকের সামনে পারফর্ম করা চাট্টিখানি কথা নয়। কাল এমন একটি ম্যাচের চাপ সামলে আজ বাংলাদেশে পা রাখছেন হামজা চৌধুরী। আসছেন স্বপ্নকে সত্যিতে রূপ দিতে। এমন মুহূর্তের জন্য হামজা তো বটেই, অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন দেশের ফুটবলপ্রেমীরা...
১ ঘণ্টা আগেবোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবির পর হার্ডলাইনে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার মধ্যে পরিবার-পরিজন নিয়ে বিদেশ সফরের ব্যাপারে কঠোর বিধিনিষেধের ব্যাপার রয়েছে। একই নিয়মকানুন আরোপ করা হয় আইপিএলের জন্যও। এমন নিয়মের কারণে...
১৩ ঘণ্টা আগে