Ajker Patrika
হোম > খেলা > অন্য খেলা

সবার শেষে শুরু করেও সোনা জিতলেন তিনি!

ক্রীড়া ডেস্ক

সবার শেষে শুরু করেও সোনা জিতলেন তিনি!

ছেলেদের মাউন্টেইন বাইক ক্রস কান্ট্রি সাইক্লিংয়ে ব্রিটিশদের হয়ে তৃতীয় সোনা জিতেছেন টিম পিডকক। সুইজারল্যান্ডের ফ্লুকিগারকে হারিয়ে টোকিও অলিম্পিকে সোনা জেতার গৌরব অর্জন করেছেন ব্রিটিশ সাইক্লিস্ট পিডকক। সোনা জিতে দারুণ খুশি পিডকক। নিজের ওপর বিশ্বাস থাকার কারণে এই সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

দুই মাস আগে অনুশীলনে চোটে পড়েছিলেন তিনি। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে সোনা জিতলেন পিডকক। সার্জারির ষষ্ঠ দিনে সাইকেলে উঠে ঘোষণা দিয়েছিলেন এবারের টোকিও অলিম্পিকে সোনা জিতবেন তিনি। সোনা জিতেই নিজের কথা রাখলেন পিডকক। রেস অবশ্য শুরু করেছিলেন একেবারে পেছনের দিক থেকে। পরে সার্কিটে নামার আগেই ২৬ ধাপ এগিয়ে যান। এরপর পুরো পথে আর কোনো ভুলই করেননি টিম পিডকক। শেষ ১.৫ কিলোমিটারের সময়ই দুইয়ে থাকা ম্যাথিয়াস ফ্লুকিগারের সঙ্গে তাঁর সময়ের ব্যবধান ছিল ২১ সেকেন্ড।

এই ইভেন্টে রুপা জিতেছেন সুইজারল্যান্ডের ফ্লুকিগার। ব্রোঞ্জ স্পেনের দাভিদ ভালেরোর। সোনা জয়ের পর উচ্ছ্বাস লুকাতে পারেননি পিডকক। বলেছেন, ‘নিজের ওপর নিয়ন্ত্রণ থাকলে আমি সব সময় ভালো করি। আমি নিজের মতো করে শুরু করেছি, যেটাতে আমি অভ্যস্ত। দেশের জন্য কিছু জিততে পারার চেয়ে আনন্দের আর কিছু নেই। এটা দারুণ অভিজ্ঞতা।’

৮৮ বছর বয়সে জীবনের কোর্টকে বিদায় জানালেন কিংবদন্তি দাবাড়ু

পাকিস্তানের তিন শহরে এসএ গেমস

৫১ বছর পর টেস্ট সিরিজের শুরুটা জয়ে রাঙাল বাংলাদেশ

সেরা অ্যাথলেট নাজমুল-বর্ষা, ৩২ বছরের রেকর্ড ভাঙল নৌবাহিনী

জাতীয় অ্যাথলেটিকসের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে গেল

বাংলাদেশ হকিতে জিমির বিকল্প অনেকেই আছে

৯ বছর পর জাতীয় হকি দলের কোচ মামুন

‘সাইবার ফোর্স সনাতনী’র দখলে ক্রীড়া পরিষদের ওয়েবসাইট

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলের পাশে বিসিবি