Ajker Patrika

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে গেল

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৫৮
‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’ নাম আবার ঢাকা স্টেডিয়াম হয়ে যাচ্ছে। ফাইল ছবি
‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’ নাম আবার ঢাকা স্টেডিয়াম হয়ে যাচ্ছে। ফাইল ছবি

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনে স্থাপনার নাম পরিবর্তন নতুন কিছু নয়। এবারও পরিবর্তন হচ্ছে অনেক স্টেডিয়ামের নাম। আজ জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, রাজধানীর পল্টনে অবস্থিত ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে’র নাম বদলে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ করা হয়েছে।

১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়ামের বয়স এখন ৭১ বছর। দীর্ঘ সময়ে স্টেডিয়ামটির নাম ‘ঢাকা স্টেডিয়াম’ থাকলেও ১৯৯৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন স্টেডিয়াম নাম বদলে ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’ করা হয়। এত দিন সেটিই ছিল। এখন নাম ‘জাতীয় স্টেডিয়াম’ হয়ে যাচ্ছে।

পাকিস্তান আমলে মূলত ক্রিকেটকে ভাবনায় রেখে স্টেডিয়ামটি নির্মিত হলেও স্বাধীন বাংলাদেশে সব ধরনের খেলাই হয়েছে এই স্টেডিয়ামে। দেশের ক্রিকেট-ফুটবলের ঐতিহাসিক সব ম্যাচের সাক্ষী যেমন হয়েছে, তেমনি ক্রিকেট বিশ্বকাপ, সাফের মতো বড় বড় ইভেন্টও হয়েছে এই স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে পা পড়েছে বিশ্বের কত বড় বড় স্বনামধন্য ক্রীড়াবিদের। ২০০৫ সাল থেকে ক্রিকেট চলে যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর ফুটবল, অ্যাথলেটিকসের জন্য নিবেদিত হলেও গত চার বছর স্টেডিয়ামটি খেলাশূন্য সংস্কার কাজের জন্য।

শুধু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামই নয়, গত এক সপ্তাহে দেশের ১৫০টি স্টেডিয়ামের নাম বদল করা হয়েছে। এর আগে উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। তবে জাতীয় ক্রীড়া পরিষদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি স্টেডিয়ামের নাম সংশ্লিষ্ট উপজেলার নামে করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত