র্যাঙ্কিং রাউন্ডে ক্যারিয়ার সেরা স্কোরের কাছাকাছি যেতে পারেননি আর্চার সাগর ইসলাম। ব্যক্তিগত রিকার্ভে র্যাঙ্কিং রাউন্ডে তাঁর ৬৭০+ স্কোর থাকলেও প্যারিস অলিম্পিকে করেছিলেন ৬৫২। ৬৪ জনের মধ্যে হয়েছিলেন ৪৫তম। আর তাতে প্রথম রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন ইতালির মাউরো নেসপলিকে। প্রতিপক্ষ হিসেবে তাঁকে পাওয়ার দিনই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল—আহামরি কোনো পারফরম্যান্স না করলে প্রথম রাউন্ডেই বাদ পড়বেন সাগর। হলেও তাই।
প্যারিসের ইনভেলিডসের আর্চারি মাঠে প্রথম রাউন্ডেই আটকে গেলেন বাংলাদেশের সাগর। নেসপলির কাছে ৬-০ পয়েন্টে হেরেছেন সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পাওয়া সাগর। ৩০-২৭, ২৭-২৬ ও ২৮-২৫ ব্যবধানে সাগরকে হারিয়েছেন ২০২০ টোকিও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে রুপা জেতা ইতালিয়ান নেসপলি।
রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে পাঁচ সেটের লড়াই থাকলেও পাঁচ সেটে খেলাটিকে নিতে নিতে ব্যর্থ সাগর। প্রথম তিন সেটেই ফল চলে আসায় বাকি দুই সেট আর খেলার দরকার হয়নি।
প্রথম সেটের তিন শটে যথাক্রমে ৮, ৯, ১০ মিলিয়ে ২৭ স্কোর করেন সাগর। নেসপলি করেন ৩০। দ্বিতীয় সেটে নেসপলি খারাপ করলেও জেতেন ২৭-২৬-এ। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে আরও খারাপ করেন সাগর। আর তাতেই শেষ হয় তাঁর অলিম্পিক অভিযান।