Ajker Patrika
হোম > প্রযুক্তি > নো হাউ

ফেসবুক বন্ধুদের আনফ্রেন্ড বা ব্লক করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

ফেসবুক বন্ধুদের আনফ্রেন্ড বা ব্লক করবেন যেভাবে
আপনার ফোনে ফেসবুক চালু করুন। ছবি: হাও টু গিক

বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এসব সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ফেসবুক। তবে, অনেক সময় কিছু অস্বস্তিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যেখানে কাউকে আনফ্রেন্ড বা ব্লক করার প্রয়োজন হয়।

কাউকে আনফ্রেন্ড করলে আপনি ওই ব্যক্তির পোস্ট বা আপডেট দেখতে পারবেন না এবং তাকে আপনার বন্ধু তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে। সেই ব্যক্তিও আপনার পোস্ট দেখতে পারবে না। তবে আপনার পাবলিক করা পোস্টগুলো ওই ব্যক্তি দেখতে পারবে।

এদিকে কাউকে ব্লক করলে, সেই ব্যক্তি আপনার প্রোফাইলও দেখতে পারবে না এবং আপনিও তার পোস্টগুলোও দেখতে পাবেন না। এ ক্ষেত্রে দুজনের প্রোফাইল থাকলেও কেউ কারও পোস্ট দেখতে পারে না।

ফেসবুকে কাউকে আনফ্রেন্ড ও বল্ক করার প্রক্রিয়াটি খুবই সহজ একটি প্রক্রিয়া। খুব অল্প সময়েই এগুলো করা যায়।

ফেসবুকে কাউকে আনফ্রেন্ড করবেন যেভাবে

১. আপনার ফোনে ফেসবুক চালু করুন।

২. এরপর ওপরের দিকে থাকা ‘ফ্রেন্ডস’ (মানুষের মতো আইকোনে) আইকোনে ট্যাপ করুন।

৩. এবার ‘ইউওর ফ্রেন্ডস’ অপশনে ট্যাপ করুন।

৪. এখন স্ক্রিনে সবগুলো ফেসবুক বন্ধুর তালিকা দেখাবে। যাকে ব্লক করতে চান তালিকাটি স্ক্রল করে তাকে খুঁজে বের করুন। তবে বন্ধু তালিকা বড় হলে ওপরের দিকে সার্চ বাটনে ট্যাপ করুন এবং কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখুন।

৫. কাঙ্ক্ষিত বন্ধুকে খুঁজে পাওয়া পর তার নামের পাশে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।

৬. মেনু থেকে ‘আনফ্রেন্ড’ অপশনে ট্যাপ করুন।

৭. এরপর পপ আপ নোটিফিকেশন থেকে ‘কনফার্ম’ অপশনে ট্যাপ করুন।

ফেসবুকে কাউকে ব্লক করবেন যেভাবে

১. আপনার ফোনে ফেসবুক চালু করুন।

২. এরপর ওপরের দিকে থাকা ‘ফ্রেন্ডস’ (মানুষের মতো আইকোনে) আইকোনে ট্যাপ করুন।

৩. এবার ‘ইউওর ফ্রেন্ডস’ অপশনে ট্যাপ করুন।

৪. এখন স্ক্রিনে সবগুলো ফেসবুক বন্ধুর তালিকা দেখাবে। যাকে ব্লক করতে চান তালিকাটি স্ক্রল করে তাকে খুঁজে বের করুন। তবে বন্ধু তালিকা বড় হলে ওপরের দিকে সার্চ বাটনে ট্যাপ করুন এবং কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখুন।

৫. কাঙ্ক্ষিত বন্ধুকে খুঁজে পাওয়া পর তার নামের পাশে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।

৬. মেনু থেকে ‘ব্লক’ অপশনে ট্যাপ করুন।

৭. এরপর পপ আপ নোটিফিকেশন থেকে ‘কনফার্ম’ অপশনে ট্যাপ করুন।

এভাবে সহজেই কাউকে বল্ক করা যাবে। ব্লক করলে সে ব্যক্তি আপনাকে মেসেজও পাঠাতে পারবে না। তবে শুধু আনফ্রেন্ড করলেও ওই ব্যক্তি আপনাকে মেসেজ পাঠাতে পারবে।

ডেভেলপার সম্মেলনের তারিখ ঘোষণা করল অ্যাপল, এবার কী থাকছে

সিলিকনের যুগ শেষ, কাগজের মতো পাতলা বিসমাথ ট্রানজিস্টর আনছে চীন

সিগন্যাল অ্যাপ কী, এটি কতটা নিরাপদ

ফেসবুক স্টোরি তৈরি করবেন যেভাবে

ইলন মাস্কের টেসলাকে ছাড়িয়ে গেল প্রতিদ্বন্দ্বী চীনা কোম্পানি

৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ

আরও ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠছে চ্যাটজিপিটি

যে কারণে এয়ারফোন ও স্মার্টওয়াচে ক্যামেরা যুক্ত করতে চায় অ্যাপল

সাবমেরিন কেব্‌ল কাটার যন্ত্র বানিয়েছে চীন, উদ্দেশ্য কী

কনটেন্ট তৈরিতে সহায়তা নিন এই ১০ এআই টুলের