Ajker Patrika

কনটেন্ট তৈরিতে সহায়তা নিন এই ১০ এআই টুলের

মোস্তাফিজ মিঠু, ঢাকা
কনটেন্ট তৈরিতে সহায়তা নিন এই ১০ এআই টুলের

ঈদের ছুটি এবার টানা ৯ দিনের। এই লম্বা ছুটিতে সময় কাটানোর ভালো উপায় সামাজিক মাধ্যমের জন্য বিভিন্ন কনটেন্ট তৈরি করা। আর এখন প্রায় সব সামাজিক মাধ্যম থেকে আয়-রোজগারেরও সুযোগ রয়েছে। অনেকে মনে করেন, ভিডিও, অডিও কিংবা ডিজাইন কনটেন্ট তৈরি করা বেশ কঠিন কাজ। সেটা একসময় ছিল বটে; কিন্তু এখন অনেক ধরনের এআই টুলস থাকায় বিষয়গুলো খুব সহজ। সে রকম ১০ এআই টুলস নিয়ে লিখেছেন মোস্তাফিজ মিঠু

অওলি রাইটার

হুটস্যুট নামের একটি প্রতিষ্ঠানের ১৪ বছরের গবেষণার ভিত্তিতে তৈরি হয়েছে অওলি রাইটার। এই এআই টুল কনটেন্ট ক্রিয়েটরদের স্ক্রিপ্টের কাজ সহজ এবং আরও সৃজনশীল করে তুলবে। টুলটি ব্যবহারকারীদের ব্লগ পোস্ট, সোশ্যাল মিডিয়া কনটেন্ট, ই-মেইল, নিউজ লেটার এবং আরও নানা ধরনের লেখার জন্য বেশ কাজে দেয়। এর মূল বৈশিষ্ট্য, এতে বিভিন্ন ভাষার ব্যবহার রয়েছে। ফলে আন্তর্জাতিক কনটেন্ট তৈরি করার জন্য এটি বিশেষভাবে উপযোগী।

ক্যানভা

অত্যন্ত জনপ্রিয় ডিজাইন টুল ক্যানভা। এটি ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়ার পোস্ট, প্রেজেন্টেশন, ডকুমেন্ট ডিজাইন এবং আরও অনেক কিছু তৈরিতে সহায়তা করে। ক্যানভার ম্যাজিক ডিজাইন ফিচারের মাধ্যমে সহজে এবং দ্রুত ডিজাইন টেমপ্লেট তৈরি করা যায়। এ ছাড়া পুরোনো কনটেন্টকে নতুন আঙ্গিকে উপস্থাপনে সাহায্য করে এটি।

চ্যাটজিপিটি

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য চ্যাটজিপিটি বর্তমান সময়ের অন্যতম এআই টুল। এই চ্যাটবট এআই অনেকটা মানুষের মতো কনটেন্ট তৈরি করতে পারে। এটি দ্রুত নতুন আইডিয়া তৈরি করার মধ্য দিয়ে লেখাকে আরও ভালোভাবে সাজাতে সাহায্য করে। কনটেন্টের জন্য গুরুত্বপূর্ণ এসইও ঠিক করে দেয়। এতে ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো সম্ভব হয়। এ ছাড়া লেখা কিংবা ভাষার ধরন ও ভঙ্গি পরিবর্তন করতে পারে। এই চ্যাটবট এখন আরও উন্নত হওয়ায় বিভিন্ন ছবিও তৈরি করা যাচ্ছে।

ইনভিডিও

ভিডিও তৈরি করতে চাইলে ইনভিডিও হতে পারে দারুণ এক এআই টুল। বিভিন্ন নির্দেশনার মাধ্যমে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি করে দিতে পারে। যারা ছোট পরিসরে কনটেন্ট তৈরি করে, তাদের জন্য বেশ উপকারী এই এআই টুল। ইনভিডিও দিয়ে তৈরি করা ভিডিওতে পরবর্তী সময়ে লেখা, ছবি, অডিও ইত্যাদি যোগ করা যায়। এর মাধ্যমে ভিডিওটি আরও বেশি আকর্ষণীয় এবং ব্র্যান্ডিংয়ের উপযোগী হয়ে ওঠে।

ক্লড

এনথ্রোপিক প্রতিষ্ঠানের তৈরি ক্লড এআই টুল কোডিং তৈরিতে দক্ষ। তাই এটি ওয়েব ডেভেলপারদের কাছে বেশ জনপ্রিয়। নতুন কনটেন্ট আইডিয়া তৈরি করা ছাড়াও ক্লড ভিডিও এবং পডকাস্টের অডিও থেকে টেক্সট তৈরি করে দিতে পারে। সে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি খুবই সময় সাশ্রয়ী এবং সুবিধাজনক টুল। এ ছাড়া যেকোনো জটিল বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারে ক্লড এআই।

মিডজার্নি

এটি গ্রাফিকস জেনারেশন অ্যাপ। ফলে মোবাইল থেকেও খুব সহজে এটি ব্যবহার করা যায়। ব্যবহারকারীদের পছন্দমতো আর্টওয়ার্ক এটি তৈরি করতে পারে। এই টুল ব্যবহার করে সহজে সোশ্যাল মিডিয়ার পোস্ট, ব্যানার বা ক্যাম্পেইন গ্রাফিকস তৈরি করা যায়। ফলে কনটেন্ট ক্রিয়েটরদের পেজ কিংবা প্রোফাইল আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এটি দিয়ে প্রফেশনাল লোগো ডিজাইন করা যায়।

জ্যাসপার

বেশ কয়েকটি জনপ্রিয় টেক্সট জেনারেটর এআই টুল থাকলেও অনেক কনটেন্ট ক্রিয়েটরের পছন্দ জ্যাসপার। বিশেষ করে যাঁরা শুধু স্ক্রিপ্টের দিকে নজর দিতে চান। কারণ, এই টুল বিশেষভাবে স্ক্রিপ্টের জন্যই তৈরি। ব্লগ আর্টিকেল, সোশ্যাল মিডিয়া পোস্ট, স্ক্রিপ্ট এবং আরও অনেক ধরনের কনটেন্ট তৈরি করতে সক্ষম জ্যাসপার। এ ছাড়া বিজ্ঞাপন কিংবা ক্যাম্পেইনের জন্য ইমেজ তৈরির পাশাপাশি স্ক্রিপ্ট বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারে এটি।

কপি এআই

যাঁরা ব্যবসায়িক উদ্দেশ্যে কনটেন্ট তৈরি করেন, তাঁদের জন্য বেশ উপকারী কপি এআই। ব্যবসায়িক কনটেন্ট, সেলস ও মার্কেটিং কনটেন্ট দ্রুত গুছিয়ে তৈরি করতে সাহায্য করে। সেলস পিচ, বিজ্ঞাপন, ই-মেইল ক্যাম্পেইন এবং অন্যান্য মার্কেটিং কনটেন্ট তৈরি করতে কপি এআই বেশ জনপ্রিয়।

বিউটিফুল এআই

যাঁদের নিয়মিত অফিস অথবা ব্যবসার জন্য প্রেজেন্টেশন তৈরি করতে হয়, তাঁদের সুবিধার জন্য তৈরি হয়েছে বিউটিফুল এআই। প্রেজেন্টেশনের জন্য এটি স্লাইড তৈরির কাজ সহজ করে। এ ছাড়া বিউটিফুল এআই বিভিন্ন পরিসংখ্যান রিপোর্ট তৈরি করতে পারে, যার মধ্য দিয়ে বিভিন্ন ব্যবসার অগ্রগতি এবং কার্যক্রম বোঝানো হয়।

ডেসক্রিপ্ট

এই এআই টুল অডিও এবং ভিডিও সম্পাদনা করতে সাহায্য করে। ডেসক্রিপ্টের মাধ্যমে একসঙ্গে একাধিক মিডিয়া ফাইল সম্পাদনা করা যায়। এ ছাড়া ট্রান্সক্রিপশন তৈরি, ক্যাপশন যুক্ত করা এবং অডিও বা ভিডিওর কোনো অংশ পরিবর্তন করা যায়। ফলে কনটেন্ট ক্রিয়েটরদের কাছে এটি বেশ জনপ্রিয় এআই টুল।

এআই কনটেন্ট ক্রিয়েশন টুলস ব্যবহার করে আপনার ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশনকে আরও সহজ ও দ্রুত করতে পারেন। এতে সময় বাঁচিয়ে, সৃজনশীল কাজে আরও সময় দেওয়া যায়।

সূত্র: হুটস্যুট ব্লগ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিয়াবাড়ীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জিএমের রক্তাক্ত মরদেহ

ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়: জারাকে সারজিসের জবাব

কিছুদিন আগে মানিব্যাগও ছিল না, এখন বিশাল শোডাউন কীভাবে—সারজিসকে ডা. তাসনিম

‘সারজিস নাগরিক পার্টি করতে পারলে আমরা কেন ছাত্রদল করতে পারব না’

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত