Ajker Patrika

যে কারণে এয়ারফোন ও স্মার্টওয়াচে ক্যামেরা যুক্ত করতে চায় অ্যাপল

অনলাইন ডেস্ক
২০২৭ সালের আগে অ্যাপল ওয়াচে এয়ারপডসে ক্যামেরাযুক্ত হবে না। ছবি: অ্যাপল
২০২৭ সালের আগে অ্যাপল ওয়াচে এয়ারপডসে ক্যামেরাযুক্ত হবে না। ছবি: অ্যাপল

নিজেদের এয়ারফোনে ও স্মার্টওয়াচে ক্যামেরা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। তবে এগুলো ভিডিও বা ছবি তোলার জন্য যুক্ত করা হবে না। বরং স্মার্টওয়াচের ক্যামেরাটি ভিজুয়াল ইনটেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর দৈনন্দিন কাজগুলো সহজ করতে সাহায্য করবে। আর এয়ারফোনের ক্যামেরাগুলো অ্যাপলের বিভিন্ন এআই ফিচারকে সমর্থন দেবে।

সম্প্রতি এক নিউজলেটারে ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান জানিয়েছেন, অ্যাপল ভবিষ্যতে তাদের ওয়াচকে ‘এআই ডিভাইস ও ক্যামেরা’ হিসেবে রূপান্তরের পরিকল্পনা করছে। কোম্পানিটি নতুন অ্যাপল ওয়াচ মডেল তৈরি করছে, যার মধ্যে বিল্ট-ইন ক্যামেরা থাকবে।

এই ক্যামেরা ডিভাইসটিকে ‘বাইরের পৃথিবী দেখতে’ সাহায্য করবে এবং আইফোন ১৬ সিরিজের মতো অ্যাপলের ‘ভিজুয়াল ইনটেলিজেন্স’ প্রযুক্তি ব্যবহার করতে পারবে। এর ফলে ঘড়ির মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবে ব্যবহারকারীরা। উদাহরণস্বরূপ, ব্যবহারকারী কোনো ট্রেন স্টেশনের সামনে দিয়ে হাঁটলে ক্যামেরাটি তখন স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের সময়সূচি দেখে তা জানিয়ে দেবে। এর মানে হলো, আপনার চলাফেরার ভিত্তিতে তথ্য সংগ্রহ করে ঘড়িটি প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে, যা আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।

অ্যাপল ওয়াচ ও অ্যাপল ওয়াচ আলট্রা উভয় মডেলেই ক্যামেরা থাকবে, তবে ভিন্ন ভিন্ন স্থানে। এ ছাড়া এটি এখনো স্পষ্ট নয় যে, বেসিক ওয়াচে অ্যাপল আন্ডার-ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করবে, নাকি ডিসপ্লেতেই একটি আলাদা ক্যামেরা কাটআউট থাকবে।

আর আলট্রাতে এটি ঘড়ির ওপরের দিকে বা সাইড বাটনের পাশে স্থাপন করা হবে।

তবে গুরম্যান জানিয়েছে, অ্যাপলের পরিকল্পনায় ‘ফেসটাইম’ বা অন্য কোনো সাধারণ ক্যামেরা ব্যবহারকারী ফিচার অন্তর্ভুক্ত নেই।

চলতি মাসের শুরুতেই তাদের এয়ারপডে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে অ্যাপল, যা এআই ফিচারগুলোকে সমর্থন করবে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করবে। তবে এটি এয়ারপড ম্যাক্সের মতো বড় মডেলে দেখা যাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ক্যামেরা সংযোজনের মাধ্যমে অ্যাপল আরও উন্নত এআই ফিচারগুলো শক্তিশালী করার চেষ্টা করবে।

তবে, এসব পরিকল্পনা বাস্তবায়িত হতে এখনো বেশ কিছু বছর সময় লাগবে। গুরম্যান জানিয়েছেন, ২০২৭ সালের আগে অ্যাপল ওয়াচে এই ক্যামেরা আসবে না এবং একই সময়ের মধ্যে ক্যামেরাযুক্ত এয়ারপডসও আসবে না।

গত বছরে এয়ারপডে হিয়ারিং এইড ফিচার যোগ করে অ্যাপল। এটি একটি যুগান্তকারী ফিচার। এখন, এয়ারপড শুধু সাধারণ কোনো অডিও ডিভাইস নয়, বরং স্বাস্থ্য ট্র্যাকিং এবং এআই প্রযুক্তির ক্ষেত্রে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠছে। ২০২৩ সালে এয়ারপড বিক্রি করে ১৮ বিলিয়ন ডলার আয় করে অ্যাপল। ইতিমধ্যে পণ্যটিতে নতুন স্বাস্থ্যসম্পর্কিত ফিচার যোগ করার পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি। ব্যবহারকারীর তাপমাত্রা মাপা, হৃৎস্পন্দন পর্যবেক্ষণ ও অন্যান্য বায়োমেট্রিক ডেটা সংগ্রহের মতো নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে নতুন এয়ারপডে।

এভাবে আইফোনের বাইরেও বিভিন্ন পরিধানযোগ্য ডিভাইস উন্নত করে অ্যাপল তার ব্যবসার প্রসার ঘটাতে চাইছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত