Ajker Patrika

ডেভেলপার সম্মেলনের তারিখ ঘোষণা করল অ্যাপল, এবার কী থাকছে

অনলাইন ডেস্ক
সব ডেভেলপাররা এই সম্মেলনে বিনা মূল্যে অংশগ্রহণ করতে পারবে । ছবি: অ্যাপল
সব ডেভেলপাররা এই সম্মেলনে বিনা মূল্যে অংশগ্রহণ করতে পারবে । ছবি: অ্যাপল

আগামী ৯ জুন শুরু হচ্ছে অ্যাপলের ডেভেলপার সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৫। গত রাতে কোম্পানিটি ঘোষণা করেছে, এই ইভেন্ট ৯ জুন থেকে শুরু হবে এবং ১৩ জুন পর্যন্ত চলবে। ধারণা করা হচ্ছে, এই সম্মেলনে আইওএস ১৯, নতুন অ্যাপল ইন্টেলিজেন্স এবং অন্যান্য সফটওয়্যার আপডেট উন্মোচন করবে অ্যাপল। অ্যাপল তাদের নতুন ডিভাইস আইফোন ১৭ এয়ারের এক ঝলক দেখাতে পারে।

অ্যাপল জানিয়েছে, সব ডেভেলপাররা এই সম্মেলনে বিনা মূল্যে অংশগ্রহণ করতে পারবে এবং তাদের অ্যাপল বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ দেবে। এখানে অ্যাপলের সফটওয়্যারের সর্বশেষ অগ্রগতি তুলে ধরবে। পাশাপাশি নতুন টুলস, ফ্রেমওয়ার্ক ও ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবে।’

অ্যাপল ডেভেলপার অ্যাপ, অ্যাপল ডেভেলপার ওয়েবসাইট এবং অ্যাপল ডেভেলপার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আগ্রহী ব্যবহারকারীরা এবং ডেভেলপাররা ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এ সরাসরি যোগ দিতে পারবেন।

এ ছাড়া অ্যাপল জানায়, ‘এ বছর কনফারেন্সে ভিডিও সেশন থাকবে এবং অ্যাপল ইঞ্জিনিয়ার ও ডিজাইনারদের সঙ্গে অনলাইন ল্যাবে যোগাযোগ করার সুযোগ থাকবে।’

আইওএস ১৯: এই সংস্করণে বেশ কিছু বড় পরিবর্তন আসার কথা শোনা যাচ্ছে। এখন যখন অ্যাপল ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এর তারিখ ঘোষণা করেছে, তখন গুজবগুলো সত্যি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইওএস ১৯-এ যেসব ফিচার থাকতে পারে—

রিফ্রেশড ইন্টারফেস: অ্যাপলের ইকোসিস্টেমের মধ্যে (আইফোন, আইপ্যাড ও ম্যাক) একটি একক এবং সংগতিপূর্ণ ডিজাইন আনতে চলেছে। নতুন ইন্টারফেসে কাস্টমাইজেশন অপশন বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। বিশেষ করে ফোকাস মোডকে আরও গভীরভাবে কন্ট্রোল সেন্টারে যুক্ত করা হবে।

উন্নত উইজেট ও স্মার্ট সাজেশনস: উইজেটগুলো আরও বিস্তৃত হবে এবং ব্যবহারকারীর প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী ফরম্যাট স্বয়ক্রিয়ভাবে পরিবর্তিত হবে।

ক্যামেরা অ্যাপের ডিজাইন পরিবর্তন: আইওএস ১৯-এ ক্যামেরা অ্যাপের রিডিজাইনে বড় পরিবর্তন দেখা যেতে পারে। ছবি থেকে ভিডিও অপশন আরও দ্রুত নির্বাচন করা যাবে। সেই সঙ্গে রেজল্যুশন, ফ্রেম রেট ও এক্সপোজার সেটিংসে দ্রুত অ্যাকসেস পাওয়ার সুযোগ পাওয়া যাবে।

ভিউফাইন্ডারের আপডেট: ক্যামেরা অ্যাপের ভিউফাইন্ডারটি আরও উন্নত হবে। এখানে আলাদা একটি বাটন থাকবে, যার মাধ্যমে দ্রুত ফটো লাইব্রেরিতে অ্যাকসেস পাওয়া যাবে।

অ্যাপল ইন্টেলিজেন্স: যদিও অ্যাপল গত বছরের ডেভেলপার সম্মেলনে অ্যাপেল ইন্টিলেজেন্সের ফিচারগুলো নিয়ে আলোচনা করেছিল, সেগুলো এখনো রিলিজ হয়নি। তবে ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এ এটি এক অন্যতম প্রধান আলোচনার বিষয় হতে পারে। অ্যাপল এআই-ভিত্তিক ফিচারগুলোর রোলআউট নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই এবার হয়তো একটু ধীরগতিতে আগাবে কোম্পানিটি।

এআই ফিচারগুলো চালু করতে অ্যাপল কেন দেরি করছে তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, তারা সিরির উন্নত ফিচারগুলোর রিলিজে সমস্যার সম্মুখীন হয়েছে। এই ফিচারগুলো আরও মানবিক এবং ব্যক্তিসম্পন্ন করতে ডিজাইন করা হয়েছিল। তবে, এখন সিরির এই সংস্করণটি রিলিজে দেরি হচ্ছে। এর জন্য একটি মামলাও মোকাবিলা করছে অ্যাপল।

সফটওয়্যার আপডেট: আইফোন এবং আইপ্যাডের ইন্টারফেস আপডেটগুলো ম্যাকওএস ১৬-এর মাধ্যমে ম্যাকেও আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ওয়াচওএস ১২তে বড় ইন্টারফেস পরিবর্তন না হলেও এতে নতুন স্বাস্থ্য ট্র্যাকিং ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদন বলছে, নতুন অ্যাপল ওয়াচ ১১তে রক্তচাপ এবং রক্তের শর্করা মনিটরিংয়ের মতো ফিচার থাকতে পারে এবং এই নতুন আপডেটটি সেই ফিচারগুলো সমর্থন করবে।

টিভিওএস এবং ভিশনওএসেরও আপডেট আসতে পারে। এর ফলে অ্যাপলের পুরো ইকোসিস্টেমের সফটওয়্যার আরও পরিশীলিত হবে।

হার্ডওয়্যার: অ্যাপলের ডেভেলপার সম্মেলনে সাধারণত সফটওয়্যারের ওপর বেশি ফোকাস করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই ইভেন্টে নতুন হার্ডওয়্যারও উন্মোচন করেছে অ্যাপল। উদাহরণস্বরূপ, ডব্লিউডব্লিউডিসি ২০২৩ এ, অ্যাপল ভিশন প্রো হেডসেট উন্মোচন করার পাশাপাশি ম্যাকবুক এয়ার, ম্যাক স্টুডিও এবং ম্যাক প্রোর আপডেটও ঘোষণা করেছিল।

২০২৫ সালের শুরুতেই ইতিমধ্যে বেশ কিছু নতুন ডিভাইস উন্মোচন করেছে অ্যাপল। যেমন: ম্যাকুবক এয়ার এম ৪, আপডেটেড ম্যাক স্টুডিও, আইপ্যাড এয়ার এম ৩ এবং আইফোন ১৬ ই। তাই এবারের সম্মেলনে বড় কোনো হার্ডওয়্যারের ঘোষণার সম্ভাবনা কম।

তবে, ম্যাক প্রোর একটি নতুন সংস্করণ নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় যে কারণে চীনের সঙ্গে পেরে উঠছে না ভারত

মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢাকা: এনসিপি নেতা-কর্মীদের গলা ধাক্কা

মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

অতিরিক্ত ভাড়া আদায়, রাজশাহীতে গ্রামীণ ট্রাভেলসকে জরিমানা

নেপালে রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের দাবিতে বিক্ষোভের পেছনে কারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত