হুমায়ুন কবির, ঢাকা
ইসলামিক রিপাবলিক অব ইরানের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ কট্টরপন্থী ধর্মীয় নেতা ইব্রাহিম রাইসি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্কোন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক সম্প্রতি চাঙা করার পর বেইজিংয়ে গত সপ্তাহে সৌদি আরবের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হওয়ার বিষয়টি রাইসির প্রতিশ্রুতি বাস্তবায়নের অন্যতম প্রমাণ বলেই সবাই মনে করছেন।
প্রকৃত প্রস্তাবে নিজের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন না করেই ইরান যে আঞ্চলিক বিচ্ছিন্নতা কিছুটা হলেও শিথিল করতে পেরেছে, সেটিই হলো বড় সফলতা বলে দেখছেন সবাই। এমনকি ইরানকে চাপে রাখা কিংবা বিচ্ছিন্ন রাখতে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টাও যে ক্রমশ দুর্বল হচ্ছে তা স্পষ্ট হয়ে আসছে। ফলে বিষয়টিকে ইরান বাড়তি পাওনা হিসেবে দেখতে পারে।
নিউ লাইনস ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসির সিনিয়র বিশ্লেষক ক্যারোলিন রোজ আল জাজিরাকে বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করার জন্য ইরান এখনো ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জর্জরিত এবং ইউরোপের অনেকটা অংশ থেকে বিচ্ছিন্ন। কাজেই আঞ্চলিক নিরাপত্তাকাঠামো সংহত করতে রিয়াদ ও তেহরানের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপন একটি সঠিক পদক্ষেপ। কারণ, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ওই অঞ্চল থেকে নিজেকে গুটিয়ে ফেলতে চায়।
এদিকে সৌদি আরব দেশটির আন্তসীমান্ত হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আর সমর্থন না জোগানোর মতো কিছু নিশ্চয়তা ইরানের কাছ থেকে পেয়েছে। তা সত্ত্বেও সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো আঞ্চলিক দেশগুলো ইরানকে এখনো হুমকি মনে করতে পারে।
তিউনিসিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত গর্ডন গ্রে গণমাধ্যমকে বলেন, ‘লেবাননে হিজবুল্লাহ কিংবা সিরিয়ায় বাশার আল-আসাদকে ইরান সমর্থন করা বন্ধ করবে—এটা কল্পনা করা কঠিন। শুধু তা-ই নয়, দেশটি সব সময় একটি নমনীয় ইরাক চাইবে।’
রোজ আরও বলেন, আরব রাষ্ট্রগুলোয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনের ইস্যুটি তাৎক্ষণিকভাবে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। আবার রিয়াদও হঠাৎ করেই ইরানের সঙ্গে নিজের সম্পর্ককে গোলাপি চশমার মধ্য দিয়ে দেখতে শুরু করেছে, তা নয়। বরং ইরানের আঞ্চলিক ভঙ্গি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের যেমনটা উদ্বেগ রয়েছে, তেমনটা সৌদি আরবেরও আছে।
সৌদি আরব ও ইরানের সাম্প্রতিক সম্পর্কোন্নয়নের আলোকে কিছু বিশ্লেষক অবশ্য ইয়েমেনে অবস্থার উন্নতি হচ্ছে বলে আশা করছেন। তবে এটা ধরে নেওয়া উচিত নয় যে, রিয়াদ-তেহরান সম্পর্কের উষ্ণতা ইয়েমেনে সংঘাতের দ্রুত অবসান ঘটাবে। এখানে অন্য কারণগুলোও বিবেচনার দাবি রাখে।
এসব কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তেহরান নিশ্চয়ই এককভাবে হুতিদের নিয়ন্ত্রণ করতে পারবে না, যা সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগকে প্রশমিত করবে।
এ প্রসঙ্গে গ্রে যথার্থই বলেছেন, ‘কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ইয়েমেনের যুদ্ধ থেকে সৌদি আরবকে বের করে আনতে সাহায্য করতে পারে, তবে হুতিদেরও নিজস্ব কিছু অ্যাজেন্ডা রয়েছে। কাজেই সেটিও বিবেচনায় রাখতে হবে।
সব মিলিয়ে রিয়াদ-তেহরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংহতি সুদৃঢ় হওয়া এবং ইরানের বিচ্ছিন্নতা ঘুচবে কি না, তা নিয়ে সংশয় ব্যক্ত করছেন বিশ্লেষকেরা।
(আল জাজিরা অনলাইন অবলন্বনে)
ইসলামিক রিপাবলিক অব ইরানের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ কট্টরপন্থী ধর্মীয় নেতা ইব্রাহিম রাইসি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্কোন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক সম্প্রতি চাঙা করার পর বেইজিংয়ে গত সপ্তাহে সৌদি আরবের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হওয়ার বিষয়টি রাইসির প্রতিশ্রুতি বাস্তবায়নের অন্যতম প্রমাণ বলেই সবাই মনে করছেন।
প্রকৃত প্রস্তাবে নিজের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন না করেই ইরান যে আঞ্চলিক বিচ্ছিন্নতা কিছুটা হলেও শিথিল করতে পেরেছে, সেটিই হলো বড় সফলতা বলে দেখছেন সবাই। এমনকি ইরানকে চাপে রাখা কিংবা বিচ্ছিন্ন রাখতে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টাও যে ক্রমশ দুর্বল হচ্ছে তা স্পষ্ট হয়ে আসছে। ফলে বিষয়টিকে ইরান বাড়তি পাওনা হিসেবে দেখতে পারে।
নিউ লাইনস ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসির সিনিয়র বিশ্লেষক ক্যারোলিন রোজ আল জাজিরাকে বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করার জন্য ইরান এখনো ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জর্জরিত এবং ইউরোপের অনেকটা অংশ থেকে বিচ্ছিন্ন। কাজেই আঞ্চলিক নিরাপত্তাকাঠামো সংহত করতে রিয়াদ ও তেহরানের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপন একটি সঠিক পদক্ষেপ। কারণ, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ওই অঞ্চল থেকে নিজেকে গুটিয়ে ফেলতে চায়।
এদিকে সৌদি আরব দেশটির আন্তসীমান্ত হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আর সমর্থন না জোগানোর মতো কিছু নিশ্চয়তা ইরানের কাছ থেকে পেয়েছে। তা সত্ত্বেও সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো আঞ্চলিক দেশগুলো ইরানকে এখনো হুমকি মনে করতে পারে।
তিউনিসিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত গর্ডন গ্রে গণমাধ্যমকে বলেন, ‘লেবাননে হিজবুল্লাহ কিংবা সিরিয়ায় বাশার আল-আসাদকে ইরান সমর্থন করা বন্ধ করবে—এটা কল্পনা করা কঠিন। শুধু তা-ই নয়, দেশটি সব সময় একটি নমনীয় ইরাক চাইবে।’
রোজ আরও বলেন, আরব রাষ্ট্রগুলোয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনের ইস্যুটি তাৎক্ষণিকভাবে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। আবার রিয়াদও হঠাৎ করেই ইরানের সঙ্গে নিজের সম্পর্ককে গোলাপি চশমার মধ্য দিয়ে দেখতে শুরু করেছে, তা নয়। বরং ইরানের আঞ্চলিক ভঙ্গি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের যেমনটা উদ্বেগ রয়েছে, তেমনটা সৌদি আরবেরও আছে।
সৌদি আরব ও ইরানের সাম্প্রতিক সম্পর্কোন্নয়নের আলোকে কিছু বিশ্লেষক অবশ্য ইয়েমেনে অবস্থার উন্নতি হচ্ছে বলে আশা করছেন। তবে এটা ধরে নেওয়া উচিত নয় যে, রিয়াদ-তেহরান সম্পর্কের উষ্ণতা ইয়েমেনে সংঘাতের দ্রুত অবসান ঘটাবে। এখানে অন্য কারণগুলোও বিবেচনার দাবি রাখে।
এসব কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তেহরান নিশ্চয়ই এককভাবে হুতিদের নিয়ন্ত্রণ করতে পারবে না, যা সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগকে প্রশমিত করবে।
এ প্রসঙ্গে গ্রে যথার্থই বলেছেন, ‘কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ইয়েমেনের যুদ্ধ থেকে সৌদি আরবকে বের করে আনতে সাহায্য করতে পারে, তবে হুতিদেরও নিজস্ব কিছু অ্যাজেন্ডা রয়েছে। কাজেই সেটিও বিবেচনায় রাখতে হবে।
সব মিলিয়ে রিয়াদ-তেহরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংহতি সুদৃঢ় হওয়া এবং ইরানের বিচ্ছিন্নতা ঘুচবে কি না, তা নিয়ে সংশয় ব্যক্ত করছেন বিশ্লেষকেরা।
(আল জাজিরা অনলাইন অবলন্বনে)
সম্প্রতি বিশ্ব কি আরও বিপজ্জনক হয়ে উঠেছে? যদি এমনটা মনে হয়, তবে আপনার ধারণা ভুল নয়। বাস্তবিকই বিশ্বে সংঘাতের সংখ্যা বাড়ছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে ইসরায়েল-গাজা ও সুদান। এসব সংঘাতের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো, এগুলো পুরুষেরাই চালাচ্ছে। অন্যদিকে, বিশ্বের অন্যান্য প্রান্তেও ক্ষমতাধর পুরুষদের
১১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন এই পরিবর্তনকে ত্বরান্বিত করতে পারে এবং এই বিষয়টি ‘প্যাক্স আমেরিকানা’ তথা জলে–স্থলে–অন্তরিক্ষে আমেরিকার একক প্রভাবের সমাপ্তির ইঙ্গিত দেয়।
২১ ঘণ্টা আগেবিশৃঙ্খলার মধ্য দিয়ে শাসন—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে আবার ফিরে এসেছে এই প্রক্রিয়া। আগের দিন কানাডা-মেক্সিকোর ওপর কঠোর শুল্ক চাপিয়ে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুললেন ট্রাম্প। পরদিনই স্বীকার করলেন, এই শুল্ক আমেরিকার গুরুত্বপূর্ণ শিল্পকে ধ্বংস করতে পারে। পরে, সেই শঙ্কা থেকে অটোমোবাইল
৩ দিন আগেভারতের মূল লক্ষ্য দেশীয় স্টেলথ যুদ্ধবিমান তৈরি করা, যেখানে এরই মধ্যেই এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, কেবল জরুরি হুমকি দেখা দিলেই বিদেশি স্টেলথ জেট কেনার চিন্তা করা হবে। অতএব, স্বল্পমেয়াদে জরুরি ক্রয় হলেও দীর্ঘ মেয়াদে ভারতের লক্ষ্য পরিষ্কার—নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান...
৪ দিন আগে