অনলাইন ডেস্ক
ভূরাজনৈতিক ইস্যুতে ভারত ও পাকিস্তান নাম দুটি প্রায়শই একসঙ্গে উচ্চারিত হয়। তবে সহিংস ও বিশৃঙ্খল প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে উচ্চারিত হওয়ার বিষয়ে পশ্চিমা কুশিলবদের কাছে বারবার আপত্তি জানিয়ে আসছে ভারত। বর্তমানে একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে এবং চীনের বিরুদ্ধে একটি ঢাল হিসেবে ভারতের আত্মপ্রকাশ—পাকিস্তানের পাশাপাশি উচ্চারিত না হওয়ার দাবিটিকে আরও জোরদার করেছে।
তবে এমন অবস্থানের পরও সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর দেশে খালিস্তান বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হরদীপ সিং হত্যার জন্য ভারতকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ওই কানাডীয় নাগরিককে ভ্যাঙ্কুভারে হত্যার ঘটনায় ভারতীয় গোয়েন্দারা জড়িত ছিলেন।
ভারতের বিরুদ্ধে জঙ্গি ও ভিন্নমতাবলম্বীদের বিচারবহির্ভুত হত্যার অভিযোগ অনেক আগে থেকেই আছে। তবে এসব হত্যার সবই নিজ ভূখণ্ডের ভেতরে। বন্ধুত্বপূর্ণ পশ্চিমা কোনো দেশে কোনো হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ এর আগে কখনো ওঠেনি।
জানা যায়, হরদীপ সিং নিজ্জারকে সন্ত্রাসী অভিহিত করেছিল ভারত সরকার এবং তাঁকে গ্রেপ্তারের জন্য তথ্য দিলে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। তবে বিচ্ছিন্নতাবাদী সহিংসতার সঙ্গে যুক্ত থাকার ভারতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন হরদীপ সিং।
ভারত হরদীপকে হত্যার অভিযোগ অস্বীকার করলেও জানা গেছে, ‘ফাইভ আইজ’ চুক্তিতে থাকা মিত্রদের সঙ্গে এই হত্যাকাণ্ডের বিষয়ে গোয়েন্দা তথ্য শেয়ার করেছে কানাডা। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই কোনো প্রশ্ন তুলেছে বলে শোনা যায়নি।
পার্লামেন্টে জাস্টিন ট্রুডো ভারতকে অভিযুক্ত করার পরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সতর্কতার সঙ্গে কানাডার প্রতি সমর্থনসূচক বিবৃতি দিয়েছে এবং কানাডীয় তদন্তে সহযোগিতা করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।
হত্যাকাণ্ডে অভিযুক্ত করার জের ধরে এরই মধ্যে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে দুই দেশ। এই বিরোধ আরও বড় হতে পারে।
বর্তমানে হত্যাকাণ্ডে ভারত জড়িত থাকার প্রমাণ প্রকাশে অভ্যন্তরীণ চাপে আছেন ট্রুডো। এ ঘটনায় একটি ফৌজদারি তদন্ত চলছে। আমেরিকা ও তার মিত্ররা আশা করছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমেই বিষয়টির সুরাহা হবে। এ ক্ষেত্রে হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সম্পৃক্ততা প্রমাণিত হলে মোদি সরকারের বিষয়ে সতর্ক অবস্থান নিতে পারে তারা।
মোদি সরকারের বিরুদ্ধে নিজ দেশে সংবাদমাধ্যমকে স্তব্ধ করা, আদালতকে ভয় দেখানো এবং সংখ্যালঘু নির্যাতনের অসংখ্য অভিযোগ রয়েছে। ভারতের পশ্চিমা বন্ধুরা অবশ্য মোদির বাড়াবাড়ির সরাসরি নিন্দা করতে অনিচ্ছুক। তারা একটি কল্পকাহিনীর ওপর বিশ্বাস রেখেছে যে, ভারতের সঙ্গে তাদের অংশীদারত্ব গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে, স্বার্থের ওপর ভিত্তি করে নয়।
এ অবস্থায় হত্যাকাণ্ডটির তদন্তে যদি ভারতের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়, তাহলে পাশ্চাত্যে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারে মোদি সরকার। কৌশলগত অংশীদারেরা কখনোই একে অপরের নোংরা বিষয়গুলো প্রকাশ করে না এবং তারা একে অপরের নাগরিকদেরও হত্যা করে না। হরদীপ হত্যায় ভারতের সম্পৃক্ততা পাওয়া গেলে কানাডার মিত্ররা অবশ্যই মোদিকে তা স্পষ্ট করে দেবে।
দ্য ইকোনমিস্ট অবলম্বনে
ভূরাজনৈতিক ইস্যুতে ভারত ও পাকিস্তান নাম দুটি প্রায়শই একসঙ্গে উচ্চারিত হয়। তবে সহিংস ও বিশৃঙ্খল প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে উচ্চারিত হওয়ার বিষয়ে পশ্চিমা কুশিলবদের কাছে বারবার আপত্তি জানিয়ে আসছে ভারত। বর্তমানে একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে এবং চীনের বিরুদ্ধে একটি ঢাল হিসেবে ভারতের আত্মপ্রকাশ—পাকিস্তানের পাশাপাশি উচ্চারিত না হওয়ার দাবিটিকে আরও জোরদার করেছে।
তবে এমন অবস্থানের পরও সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর দেশে খালিস্তান বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হরদীপ সিং হত্যার জন্য ভারতকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ওই কানাডীয় নাগরিককে ভ্যাঙ্কুভারে হত্যার ঘটনায় ভারতীয় গোয়েন্দারা জড়িত ছিলেন।
ভারতের বিরুদ্ধে জঙ্গি ও ভিন্নমতাবলম্বীদের বিচারবহির্ভুত হত্যার অভিযোগ অনেক আগে থেকেই আছে। তবে এসব হত্যার সবই নিজ ভূখণ্ডের ভেতরে। বন্ধুত্বপূর্ণ পশ্চিমা কোনো দেশে কোনো হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ এর আগে কখনো ওঠেনি।
জানা যায়, হরদীপ সিং নিজ্জারকে সন্ত্রাসী অভিহিত করেছিল ভারত সরকার এবং তাঁকে গ্রেপ্তারের জন্য তথ্য দিলে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। তবে বিচ্ছিন্নতাবাদী সহিংসতার সঙ্গে যুক্ত থাকার ভারতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন হরদীপ সিং।
ভারত হরদীপকে হত্যার অভিযোগ অস্বীকার করলেও জানা গেছে, ‘ফাইভ আইজ’ চুক্তিতে থাকা মিত্রদের সঙ্গে এই হত্যাকাণ্ডের বিষয়ে গোয়েন্দা তথ্য শেয়ার করেছে কানাডা। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই কোনো প্রশ্ন তুলেছে বলে শোনা যায়নি।
পার্লামেন্টে জাস্টিন ট্রুডো ভারতকে অভিযুক্ত করার পরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সতর্কতার সঙ্গে কানাডার প্রতি সমর্থনসূচক বিবৃতি দিয়েছে এবং কানাডীয় তদন্তে সহযোগিতা করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।
হত্যাকাণ্ডে অভিযুক্ত করার জের ধরে এরই মধ্যে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে দুই দেশ। এই বিরোধ আরও বড় হতে পারে।
বর্তমানে হত্যাকাণ্ডে ভারত জড়িত থাকার প্রমাণ প্রকাশে অভ্যন্তরীণ চাপে আছেন ট্রুডো। এ ঘটনায় একটি ফৌজদারি তদন্ত চলছে। আমেরিকা ও তার মিত্ররা আশা করছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমেই বিষয়টির সুরাহা হবে। এ ক্ষেত্রে হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সম্পৃক্ততা প্রমাণিত হলে মোদি সরকারের বিষয়ে সতর্ক অবস্থান নিতে পারে তারা।
মোদি সরকারের বিরুদ্ধে নিজ দেশে সংবাদমাধ্যমকে স্তব্ধ করা, আদালতকে ভয় দেখানো এবং সংখ্যালঘু নির্যাতনের অসংখ্য অভিযোগ রয়েছে। ভারতের পশ্চিমা বন্ধুরা অবশ্য মোদির বাড়াবাড়ির সরাসরি নিন্দা করতে অনিচ্ছুক। তারা একটি কল্পকাহিনীর ওপর বিশ্বাস রেখেছে যে, ভারতের সঙ্গে তাদের অংশীদারত্ব গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে, স্বার্থের ওপর ভিত্তি করে নয়।
এ অবস্থায় হত্যাকাণ্ডটির তদন্তে যদি ভারতের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়, তাহলে পাশ্চাত্যে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারে মোদি সরকার। কৌশলগত অংশীদারেরা কখনোই একে অপরের নোংরা বিষয়গুলো প্রকাশ করে না এবং তারা একে অপরের নাগরিকদেরও হত্যা করে না। হরদীপ হত্যায় ভারতের সম্পৃক্ততা পাওয়া গেলে কানাডার মিত্ররা অবশ্যই মোদিকে তা স্পষ্ট করে দেবে।
দ্য ইকোনমিস্ট অবলম্বনে
একটা সময় ইসরায়েলের ছোট ও সুসংহত সমাজকে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে প্রায় অপ্রতিরোধ্য বলে বিবেচনা করা হতো। কিন্তু এখন বিষয়টি কার্যত বদলে গেছে। বর্তমান সংঘাত, ইসরায়েলে উগ্র ডানপন্থার উত্থান এবং নেতানিয়াহুর নেতৃত্বে ২০২৩ সালের বিচার বিভাগ সংস্কারের মতো বিষয়গুলো দেশটির সমাজে বিদ্যমান সূক্ষ্ম বিভাজনগুলো
৫ ঘণ্টা আগেট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন সাম্রাজ্যবাদের রূপ এবং যুদ্ধ ও বাণিজ্য সম্পর্কের পরিবর্তন নিয়ে বিশ্লেষণ। চীন, রাশিয়া ও ইউরোপের সাথে নতুন কৌশল এবং মার্কিন আধিপত্যের ভবিষ্যৎ।
২ দিন আগেকোভিড-১৯ মহামারির পর সোশ্যাল মিডিয়া ফাস্ট ফ্যাশন শিল্পকে ভঙ্গুর করে তুলেছে। জায়গা করে নিচ্ছে ভয়াবহ মানবাধিকার সংকট সৃস্টিকারী ‘আলট্রা-ফাস্ট ফ্যাশন’। সেই শিল্পে তৈরি মানুষেরই ‘রক্তে’ রঞ্জিত পোশাক সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে কিনছে অনবরত। আর রক্তের বেসাতি থেকে মালিক শ্রেণি মুনাফা কামিয়েই যাচ্ছে।
৪ দিন আগেনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ডিপার্টমেন্ট অব গর্ভমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি কার্যকারী বিভাগ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো ও বিভিন্ন সরকারি সংস্থা পুনর্গ
৮ দিন আগে