নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করেছেন। তাঁদের কর্মকাণ্ডে প্রতীয়মান তাঁরা গণহত্যার সমর্থক। এ কারণে একটি গণ আদালত গঠন করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই নেতাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছে উদীচী।
আজ শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এর আগে দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ৩১টি সামাজিক–সাংস্কৃতিক সংগঠন মিলে ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’ নামে একটি মোর্চা গঠনের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের পরিচিতি তুলে ধরেন নতুন এই মোর্চার সদস্যরা। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু।
৩১টি সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের অনেকে এখনো সাংস্কৃতিক দলগুলোর বড় সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য হিসেবে রয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরে জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক সংস্কৃতিকর্মী। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সংবাদ সম্মেলনেও সে প্রসঙ্গ উঠে আসে।
মফিজুর রহমান লাল্টু অভিযোগ করেন, রাজনৈতিক পালাবদলে এই জোটের নেতারা প্রগতিশীল অবস্থান পরিত্যাগ করে ন্যক্কারজনক ভূমিকায় অবতীর্ণ হন এবং ক্ষমতাসীনদের নানা ফ্যাসিবাদী কার্যকলাপের সহযোগী ভূমিকা পালন করেন।
প্রশ্ন ওঠে উদীচী, বিবর্তনসহ অন্যান্য প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যপদ ত্যাগ করবে কিনা? এ প্রসঙ্গে সম্মেলনে উপস্থিত উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘জোটের যেসব কর্মকাণ্ড যৌক্তিক বলে মনে হয়েছে, আমরা সেসব কর্মকাণ্ডে সংহতি জানিয়েছি। আবার এমনও হয়েছে জোটের বাইরে এসে গণমুখী নানা ইস্যুতে আমরা সোচ্চার হয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনে জোট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করেছে। তাদের কর্মকাণ্ডে এটাই প্রতীয়মান হয় যে তারা গণহত্যার সমর্থক। আমরা চাই, একটি গণ আদালত গঠন করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালে ‘প্রতিবাদী সামাজিক–সাংস্কৃতিক সংগঠনসমূহ’–এর ব্যানারে সংগঠনগুলো একসঙ্গে কাজ করে আসছিল। এবার তাঁরা ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’ ব্যানারে কাজ করবেন। গণমানুষের কণ্ঠস্বর হতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা। এ উপলক্ষে তাঁরা ১১ দফার একটি প্রস্তাবও দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— উদীচীর সহসভাপতি জামশেদ আনোয়ার তপন, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাম নেতা ও মাওলানা ভাসানী পরিষদের হারুনুর রশিদ, সমাজচিন্তা ফোরামের কামাল হোসেন প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করেছেন। তাঁদের কর্মকাণ্ডে প্রতীয়মান তাঁরা গণহত্যার সমর্থক। এ কারণে একটি গণ আদালত গঠন করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই নেতাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছে উদীচী।
আজ শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এর আগে দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ৩১টি সামাজিক–সাংস্কৃতিক সংগঠন মিলে ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’ নামে একটি মোর্চা গঠনের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের পরিচিতি তুলে ধরেন নতুন এই মোর্চার সদস্যরা। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু।
৩১টি সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের অনেকে এখনো সাংস্কৃতিক দলগুলোর বড় সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য হিসেবে রয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরে জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক সংস্কৃতিকর্মী। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সংবাদ সম্মেলনেও সে প্রসঙ্গ উঠে আসে।
মফিজুর রহমান লাল্টু অভিযোগ করেন, রাজনৈতিক পালাবদলে এই জোটের নেতারা প্রগতিশীল অবস্থান পরিত্যাগ করে ন্যক্কারজনক ভূমিকায় অবতীর্ণ হন এবং ক্ষমতাসীনদের নানা ফ্যাসিবাদী কার্যকলাপের সহযোগী ভূমিকা পালন করেন।
প্রশ্ন ওঠে উদীচী, বিবর্তনসহ অন্যান্য প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যপদ ত্যাগ করবে কিনা? এ প্রসঙ্গে সম্মেলনে উপস্থিত উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘জোটের যেসব কর্মকাণ্ড যৌক্তিক বলে মনে হয়েছে, আমরা সেসব কর্মকাণ্ডে সংহতি জানিয়েছি। আবার এমনও হয়েছে জোটের বাইরে এসে গণমুখী নানা ইস্যুতে আমরা সোচ্চার হয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনে জোট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করেছে। তাদের কর্মকাণ্ডে এটাই প্রতীয়মান হয় যে তারা গণহত্যার সমর্থক। আমরা চাই, একটি গণ আদালত গঠন করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালে ‘প্রতিবাদী সামাজিক–সাংস্কৃতিক সংগঠনসমূহ’–এর ব্যানারে সংগঠনগুলো একসঙ্গে কাজ করে আসছিল। এবার তাঁরা ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’ ব্যানারে কাজ করবেন। গণমানুষের কণ্ঠস্বর হতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা। এ উপলক্ষে তাঁরা ১১ দফার একটি প্রস্তাবও দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— উদীচীর সহসভাপতি জামশেদ আনোয়ার তপন, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাম নেতা ও মাওলানা ভাসানী পরিষদের হারুনুর রশিদ, সমাজচিন্তা ফোরামের কামাল হোসেন প্রমুখ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত হয়েছে ইউনেস্কো বই প্রদর্শনী-২০২৫। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই প্রদর্শনী হয়।
৪ দিন আগেএহ্সান জন্ম ঢাকার নবাবগঞ্জ উপজেলার করপাড়ায়, বেড়ে ওঠা বারুয়াখালীতে। পড়েছেন মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে, পরে ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। ক্যাম্পাসে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনে। পেশা শুরু এনজিওতে অনুবাদক হিসেবে, বর্তমানে একটি জাতীয় দৈনিকে কর্মরত। অবসরের চর্চার বিষয় জাপানি
১১ দিন আগেঅমর একুশে বইমেলা-২০২৫-এ মোড়ক উন্মোচন হলো সরোজ মেহেদীর প্রথম গল্পগ্রন্থ ‘মায়াজাল’-এর। কবি, কথাসাহিত্যিক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সুমন রহমান বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি লেখককে শুভেচ্ছা জানিয়ে ‘মায়াজাল’ বইটি পাঠকের...
১৫ দিন আগেরহস্য-রোমাঞ্চ এবং অরণ্যপ্রেমীদের জন্য ইশতিয়াক হাসানের নতুন পাঁচটি বই প্রকাশ পেয়েছে এবার অমর একুশে বইমেলায়। তিনটির প্রকাশক ঐতিহ্য (প্যাভিলিয়ন ২৮), দুটির কথাপ্রকাশ (প্যাভিলিয়ন ২৫)।
১৫ দিন আগে