বিজ্ঞপ্তি
সূক্ষ্মচিন্তার খসড়াকে ধারণ করে শিল্প-সাহিত্য ভিত্তিক ছোটকাগজ ‘বামিহাল’। বগুড়ার সবুজ শ্যামল মায়াময় ‘বামিহাল’ গ্রামের নাম থেকেই এর নাম। ‘বামিহাল’ বিশ্বাস করে বাংলার আবহমান জীবন, মানুষ-প্রকৃতি কিংবা সুচিন্তার বিশ্বমুখী সূক্ষ্ম ভাবনার প্রকাশই আগামীর সবুজ-শ্যামল মানববসতি বিনির্মাণ করতে পারে। তাই বামিহালের ভাবনায়, ভাষায় ও প্রকাশে বুদ্ধিভিত্তিক জীবনমুখী বৈচিত্র্য শিল্প মাধুর্যে তৎপর।
২০২২ খ্রিষ্টাব্দে বামিহাল যুগ বর্ষ উদ্যাপন উপলক্ষে ‘বামিহাল সাহিত্য পুরস্কার’ প্রবর্তন ও প্রদান করা হয়। উদ্দেশ্য সত্যিকার সাহিত্যসাধককে সম্মান জানানো। শিল্প-সাধনা ও গৌরবের এই সময়ে এসে গতবারের ন্যায় বামিহাল এবারেও বামিহাল সাহিত্য উৎসব ও পুরস্কার প্রদান অনুষ্ঠান উদ্যাপন অব্যাহত রাখতে বাংলা শিল্প-সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য দুই বিভাগে ৫ ক্যাটাগরিতে ৭ জন সাহিত্যিকের নামে ‘বামিহাল সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করে।
‘বামিহাল সাহিত্য পুরস্কার ২০২৪’ প্রাপ্তরা হলেন কবিতায় খলিল মজিদ, ছোটকাগজ সম্পাদনায় দূরের সাইকেল সম্পাদক হোসেন দেলওয়ার, শিশু সাহিতে শেলী সেনগুপ্তা, গবেষণা-প্রবন্ধে মিজান রহমান ও কথাসাহিত্যে মনি হায়দার। এ ছাড়া প্রতিশ্রুতিশীল দুই তরুণ সাহিত্যিককে বামিহাল তরুণ সাহিত্য পুরস্কারে জন্য মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন কবিতায় রকিব লিখন এবং কথাসাহিত্যে সাগরিকা নাসরিন।
বামিহাল সম্পাদক রনি বর্মণ জানান, আগামী ২৭ ডিসেম্বর দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসবের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানের আয়োজন করা হবে বগুড়ার শেরপুর থানাধীন বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
সূক্ষ্মচিন্তার খসড়াকে ধারণ করে শিল্প-সাহিত্য ভিত্তিক ছোটকাগজ ‘বামিহাল’। বগুড়ার সবুজ শ্যামল মায়াময় ‘বামিহাল’ গ্রামের নাম থেকেই এর নাম। ‘বামিহাল’ বিশ্বাস করে বাংলার আবহমান জীবন, মানুষ-প্রকৃতি কিংবা সুচিন্তার বিশ্বমুখী সূক্ষ্ম ভাবনার প্রকাশই আগামীর সবুজ-শ্যামল মানববসতি বিনির্মাণ করতে পারে। তাই বামিহালের ভাবনায়, ভাষায় ও প্রকাশে বুদ্ধিভিত্তিক জীবনমুখী বৈচিত্র্য শিল্প মাধুর্যে তৎপর।
২০২২ খ্রিষ্টাব্দে বামিহাল যুগ বর্ষ উদ্যাপন উপলক্ষে ‘বামিহাল সাহিত্য পুরস্কার’ প্রবর্তন ও প্রদান করা হয়। উদ্দেশ্য সত্যিকার সাহিত্যসাধককে সম্মান জানানো। শিল্প-সাধনা ও গৌরবের এই সময়ে এসে গতবারের ন্যায় বামিহাল এবারেও বামিহাল সাহিত্য উৎসব ও পুরস্কার প্রদান অনুষ্ঠান উদ্যাপন অব্যাহত রাখতে বাংলা শিল্প-সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য দুই বিভাগে ৫ ক্যাটাগরিতে ৭ জন সাহিত্যিকের নামে ‘বামিহাল সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করে।
‘বামিহাল সাহিত্য পুরস্কার ২০২৪’ প্রাপ্তরা হলেন কবিতায় খলিল মজিদ, ছোটকাগজ সম্পাদনায় দূরের সাইকেল সম্পাদক হোসেন দেলওয়ার, শিশু সাহিতে শেলী সেনগুপ্তা, গবেষণা-প্রবন্ধে মিজান রহমান ও কথাসাহিত্যে মনি হায়দার। এ ছাড়া প্রতিশ্রুতিশীল দুই তরুণ সাহিত্যিককে বামিহাল তরুণ সাহিত্য পুরস্কারে জন্য মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন কবিতায় রকিব লিখন এবং কথাসাহিত্যে সাগরিকা নাসরিন।
বামিহাল সম্পাদক রনি বর্মণ জানান, আগামী ২৭ ডিসেম্বর দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসবের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানের আয়োজন করা হবে বগুড়ার শেরপুর থানাধীন বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
লাতিন আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্মদিন আজ। ১৯২৭ সালের আজকের এই দিনে, অর্থাৎ ৬ মার্চ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার অ্যারাকাতাকা শহরে জন্মগ্রহণ করেন তিনি। মার্কেজ তাঁর লেখায় ‘নিঃসঙ্গতা’ ফুটিয়ে তোলার জন্য বিখ্যাত।
২৪ দিন আগেআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত হয়েছে ইউনেস্কো বই প্রদর্শনী-২০২৫। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই প্রদর্শনী হয়।
২৭ ফেব্রুয়ারি ২০২৫এহ্সান জন্ম ঢাকার নবাবগঞ্জ উপজেলার করপাড়ায়, বেড়ে ওঠা বারুয়াখালীতে। পড়েছেন মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে, পরে ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। ক্যাম্পাসে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনে। পেশা শুরু এনজিওতে অনুবাদক হিসেবে, বর্তমানে একটি জাতীয় দৈনিকে কর্মরত। অবসরের চর্চার বিষয় জাপানি
২০ ফেব্রুয়ারি ২০২৫অমর একুশে বইমেলা-২০২৫-এ মোড়ক উন্মোচন হলো সরোজ মেহেদীর প্রথম গল্পগ্রন্থ ‘মায়াজাল’-এর। কবি, কথাসাহিত্যিক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সুমন রহমান বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি লেখককে শুভেচ্ছা জানিয়ে ‘মায়াজাল’ বইটি পাঠকের...
১৬ ফেব্রুয়ারি ২০২৫