এম আবদুল আলীম
বিদ্যাসাগরচরিত রচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছিলেন, ‘মাঝে মাঝে বিধাতার নিয়মের এরূপ আশ্চর্য ব্যতিক্রম হয় কেন, বিশ্বকর্মা যেখানে চার কোটি বাঙালি নির্মাণ করিতেছিলেন, সেখানে হঠাৎ দুই-একজন মানুষ গড়িয়া বসেন কেন, তাহা বলা কঠিন।’ বঙ্গবন্ধুচরিত সম্পর্কেও এ কথা খাটে। বিধাতার নিয়মের আশ্চর্য ব্যতিক্রম হিসেবে পূর্ববঙ্গের সাত কোটি বাঙালির মধ্যে শেখ মুজিবের মতো মহান ব্যক্তির আবির্ভাব ঘটেছে। যাঁর নেতৃত্বে বহু শতাব্দীর পরাধীনতার শৃঙ্খল ভেঙে এ অঞ্চলের মানুষ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করেছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এ পথ সহজ ছিল না। যুগে যুগে এ মাটিতে অনেক বিপ্লবী ও জাতীয়তাবাদী নেতার আবির্ভাব ঘটেছে। তাঁদের ত্যাগ ও সংগ্রামের কথা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে। কিন্তু বাঙালির জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার গৌরব কেউ অর্জন করতে পারেননি। এখানেই বঙ্গবন্ধু তাঁদের থেকে আলাদা। ভাষার লড়াই থেকে স্বাধিকার-সংগ্রাম, অতঃপর মুক্তিযুদ্ধ; অবর্ণনীয় কষ্ট ও দীর্ঘ সংগ্রামের পথ অতিক্রম করে, রক্তসমুদ্র পাড়ি দিয়ে তিনি বাঙালিকে এনে দিয়েছেন লাল-সবুজের পতাকাসংবলিত স্বাধীন ভূখণ্ড। কেবল স্বাধীনতা অর্জনই নয়, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের পাশাপাশি উপহার দিয়েছেন একটি আদর্শ সংবিধান। আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিষ্ঠা করেন দেশের উজ্জ্বল ভাবমূর্তি। এই মহান নেতাকে নিয়ে রচিত ও সম্পাদিত হয়েছে অসংখ্য গ্রন্থ। যার মধ্যে ড. মযহারুল ইসলামের বৃহৎকলেবর গ্রন্থ বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু-তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত কয়েক সহস্র পৃষ্ঠার পাকিস্তানি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনও রয়েছে। তাঁর জন্মশতবর্ষ-স্মরণে প্রকাশিত হয়েছে শত শত বই। তবে সেগুলোর অধিকাংশেই তথ্যবিভ্রাট, স্তুতি-বন্দনা এবং পুনরাবৃত্তির গোলকধাঁধায় বঙ্গবন্ধুর মহাজীবনকে যেন পাওয়া যাচ্ছিল না। দরকার ছিল এমন একটি গ্রন্থের, যাতে ইতিহাসের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর জীবন সামগ্রিকভাবে ধরা পড়বে। অবশেষে সেই অভাব পূরণ করতে হিস্ট্রি এন্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি প্রকাশ করেছে মুজিবপিডিয়া নামক মহাগ্রন্থ। গ্রন্থটির প্রধান সম্পাদক কামাল চৌধুরী, সম্পাদক ফরিদ কবির, নির্বাহী সম্পাদক আবু মো. দেলোয়ার হোসেন। ডিমাই সাইজের দুই খণ্ডের বইটির পৃষ্ঠাসংখ্যা দুই হাজার। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী আনিসুজ্জামান সোহেল। মূল্য আট হাজার টাকা।
প্রায় এক শ জন গবেষকের ৫৯১টি ভুক্তি এবং সাড়ে সাত শ আলোকচিত্র ও মনোগ্রাম দ্বারা গ্রন্থটি বিন্যস্ত। গ্রন্থের ভুক্তিগুলো রচনা করেছেন বাংলাদেশের খ্যতিমান গবেষক, ইতিহাসবিদ, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ; যেগুলো পাঠে বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। সম্পাদনাতেও রয়েছে দক্ষতা ও প্রজ্ঞার ছাপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিজীবন ও পরিবারসংক্রান্ত ভুক্তিগুলো সম্পাদনা ও সংশোধন করেছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ গ্রন্থে ১৯২০ থেকে ১৯৭৫ সাল অবধি বঙ্গবন্ধুর জীবন, সমকালের প্রধান প্রধান রাজনৈতিক ঘটনাবলি এবং তৎকালীন ইতিহাসের কীর্তিমান ব্যক্তিদের প্রসঙ্গও স্থান পেয়েছে।
ইতিহাসের খলনায়কদের কর্মকাণ্ডও বাদ যায়নি। বঙ্গবন্ধুকে আবর্তিত করে বাংলাদেশের যে ইতিহাস গড়ে উঠেছে, সেই ইতিহাসের অনুপুঙ্খ বয়ান এ গ্রন্থে হাজির করা হয়েছে। বলা চলে, বিশাল ক্যানভাসে ধরা হয়েছে বঙ্গবন্ধুর জীবনকে। তথ্যের প্রাচুর্য, অনুসন্ধানের ব্যাপ্তি, পর্যবেক্ষণের গভীরতায় মুজিবপিডিয়া হয়ে উঠেছে মহাজীবনের মহাগ্রন্থ। বোদ্ধা পাঠক এবং গবেষকদের অনুসন্ধিৎসু মনের খোরাক জোগানোর পাশাপাশি গ্রন্থটি নতুন প্রজন্মেকে দেবে বস্তুনিষ্ঠ ইতিহাসের সন্ধান।
বিদ্যাসাগরচরিত রচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছিলেন, ‘মাঝে মাঝে বিধাতার নিয়মের এরূপ আশ্চর্য ব্যতিক্রম হয় কেন, বিশ্বকর্মা যেখানে চার কোটি বাঙালি নির্মাণ করিতেছিলেন, সেখানে হঠাৎ দুই-একজন মানুষ গড়িয়া বসেন কেন, তাহা বলা কঠিন।’ বঙ্গবন্ধুচরিত সম্পর্কেও এ কথা খাটে। বিধাতার নিয়মের আশ্চর্য ব্যতিক্রম হিসেবে পূর্ববঙ্গের সাত কোটি বাঙালির মধ্যে শেখ মুজিবের মতো মহান ব্যক্তির আবির্ভাব ঘটেছে। যাঁর নেতৃত্বে বহু শতাব্দীর পরাধীনতার শৃঙ্খল ভেঙে এ অঞ্চলের মানুষ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করেছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এ পথ সহজ ছিল না। যুগে যুগে এ মাটিতে অনেক বিপ্লবী ও জাতীয়তাবাদী নেতার আবির্ভাব ঘটেছে। তাঁদের ত্যাগ ও সংগ্রামের কথা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে। কিন্তু বাঙালির জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার গৌরব কেউ অর্জন করতে পারেননি। এখানেই বঙ্গবন্ধু তাঁদের থেকে আলাদা। ভাষার লড়াই থেকে স্বাধিকার-সংগ্রাম, অতঃপর মুক্তিযুদ্ধ; অবর্ণনীয় কষ্ট ও দীর্ঘ সংগ্রামের পথ অতিক্রম করে, রক্তসমুদ্র পাড়ি দিয়ে তিনি বাঙালিকে এনে দিয়েছেন লাল-সবুজের পতাকাসংবলিত স্বাধীন ভূখণ্ড। কেবল স্বাধীনতা অর্জনই নয়, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের পাশাপাশি উপহার দিয়েছেন একটি আদর্শ সংবিধান। আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিষ্ঠা করেন দেশের উজ্জ্বল ভাবমূর্তি। এই মহান নেতাকে নিয়ে রচিত ও সম্পাদিত হয়েছে অসংখ্য গ্রন্থ। যার মধ্যে ড. মযহারুল ইসলামের বৃহৎকলেবর গ্রন্থ বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু-তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত কয়েক সহস্র পৃষ্ঠার পাকিস্তানি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনও রয়েছে। তাঁর জন্মশতবর্ষ-স্মরণে প্রকাশিত হয়েছে শত শত বই। তবে সেগুলোর অধিকাংশেই তথ্যবিভ্রাট, স্তুতি-বন্দনা এবং পুনরাবৃত্তির গোলকধাঁধায় বঙ্গবন্ধুর মহাজীবনকে যেন পাওয়া যাচ্ছিল না। দরকার ছিল এমন একটি গ্রন্থের, যাতে ইতিহাসের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর জীবন সামগ্রিকভাবে ধরা পড়বে। অবশেষে সেই অভাব পূরণ করতে হিস্ট্রি এন্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি প্রকাশ করেছে মুজিবপিডিয়া নামক মহাগ্রন্থ। গ্রন্থটির প্রধান সম্পাদক কামাল চৌধুরী, সম্পাদক ফরিদ কবির, নির্বাহী সম্পাদক আবু মো. দেলোয়ার হোসেন। ডিমাই সাইজের দুই খণ্ডের বইটির পৃষ্ঠাসংখ্যা দুই হাজার। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী আনিসুজ্জামান সোহেল। মূল্য আট হাজার টাকা।
প্রায় এক শ জন গবেষকের ৫৯১টি ভুক্তি এবং সাড়ে সাত শ আলোকচিত্র ও মনোগ্রাম দ্বারা গ্রন্থটি বিন্যস্ত। গ্রন্থের ভুক্তিগুলো রচনা করেছেন বাংলাদেশের খ্যতিমান গবেষক, ইতিহাসবিদ, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ; যেগুলো পাঠে বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। সম্পাদনাতেও রয়েছে দক্ষতা ও প্রজ্ঞার ছাপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিজীবন ও পরিবারসংক্রান্ত ভুক্তিগুলো সম্পাদনা ও সংশোধন করেছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ গ্রন্থে ১৯২০ থেকে ১৯৭৫ সাল অবধি বঙ্গবন্ধুর জীবন, সমকালের প্রধান প্রধান রাজনৈতিক ঘটনাবলি এবং তৎকালীন ইতিহাসের কীর্তিমান ব্যক্তিদের প্রসঙ্গও স্থান পেয়েছে।
ইতিহাসের খলনায়কদের কর্মকাণ্ডও বাদ যায়নি। বঙ্গবন্ধুকে আবর্তিত করে বাংলাদেশের যে ইতিহাস গড়ে উঠেছে, সেই ইতিহাসের অনুপুঙ্খ বয়ান এ গ্রন্থে হাজির করা হয়েছে। বলা চলে, বিশাল ক্যানভাসে ধরা হয়েছে বঙ্গবন্ধুর জীবনকে। তথ্যের প্রাচুর্য, অনুসন্ধানের ব্যাপ্তি, পর্যবেক্ষণের গভীরতায় মুজিবপিডিয়া হয়ে উঠেছে মহাজীবনের মহাগ্রন্থ। বোদ্ধা পাঠক এবং গবেষকদের অনুসন্ধিৎসু মনের খোরাক জোগানোর পাশাপাশি গ্রন্থটি নতুন প্রজন্মেকে দেবে বস্তুনিষ্ঠ ইতিহাসের সন্ধান।
আকাশি রঙের বাড়ি। দোতলায় দুটি কক্ষে আলো জ্বলছে। সন্ধ্যার আবছা আঁধারে ছেয়ে আছে বাড়িটির চারদিকের গাছগুলো। সন্ধ্যার নীল আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো মেঘ। বাড়ির সামনে ল্যাম্পপোস্টের আলোয় জলাশয়ে প্রকৃতির এই মোহনীয় ছবি প্রতিফলিত হয়েছে।
২ দিন আগেচারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।
১৩ দিন আগেআপনি যে বয়সেরই হোন না কেন, এই বই পড়লে তারুণ্যশক্তিকে অনুভব করবেন, অনুপ্রাণিত হবেন। নতুন শুরুর একটা তাগিদ পাবেন। এই তরুণদের প্রত্যেকের মতো আপনিও বলে উঠবেন—সব সম্ভব! এই বইয়ে দেশের বিভিন্ন স্থানে জন্ম নেওয়া অবহেলিত অবস্থা থেকে সাফল্যের শীর্ষে যাওয়ার পথচলার গল্প উঠে এসেছে। প্রায় চার শ পৃষ্ঠার বইটির দাম
২০ দিন আগেপ্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার দুই যুগের পথচলা (২০০০-২০২৪) স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে দশ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব ২০২৪’ আয়োজন করেছে। আজ ২ নভেম্বর শনিবার বেলা ১১টায় যৌথভাবে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট লেখক-গবেষক শারমিন আহমদ এবং তরুণ
২০ দিন আগে