Ajker Patrika

নিলামের আগে কনটেইনারের হুইলচেয়ার হয়ে গেল ইট

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফাইল ছবি
ফাইল ছবি

চার বছর আগে চীন থেকে হুইলচেয়ার ঘোষণায় আনা তিন কনটেইনার পণ্য আমদানি করেছিল রাজধানীর তোপখানা রোডের লোটাস সার্জিক্যাল নামে একটি প্রতিষ্ঠান। আমদানিকারকেরা খালাস না করে চালানটি চট্টগ্রাম বন্দরে ফেলে রাখে। আজ রোববার সেই চালানের তিন কনটেইনার খুলে পাওয়া গেছে নির্মাণ উপকরণ ইট।

কাস্টমস কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে চালানটি খালাস না করায় সেগুলো নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছিল। এ জন্য কনটেইনারে কী পণ্য আছে, তা দেখে খাতায় তুলতে হয়। কনটেইনার খুলে কাস্টমস কর্মকর্তারা বিস্মিত হন। কেননা হুইলচেয়ার ঘোষণায় আনা হলেও তিন কনটেইনারের দুটিতেই কি না কাগজের কার্টনে ছিল ইট। তবে একটিতে ৩৯টি হুইলচেয়ারের অংশ এবং কিছুসংখ্যক ইট ছিল।

কাস্টমস সূত্র জানায়, ২০১৯ সালের এপ্রিলে আমদানিকারক পণ্য চালানটির নথিপত্র অনলাইনে জমা দেন। সেখানে চীনের গুয়াংডং থেকে গুয়াংডং সেইলিং ট্রেড গ্রুপ থেকে চালানটি আমদানির কথা বলা হয়। চালানের ইনভয়েস মূল্য ছিল ৭১ হাজার মার্কিন ডলার। পণ্যের তালিকায় ছিল হুইলচেয়ার, কমোড হুইলচেয়ার, হ্যান্ড ক্রাচ ইত্যাদি।

জানতে চাইলে চালানটি আর নিলামে তোলার সুযোগ নেই বলে জানান চট্টগ্রাম কাস্টমের উপকমিশনার সাইদুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চালানটি জব্দ করা হয়েছে। মিথ্যা ঘোষণার কারণে আমদানিকারকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত