নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চার বছর আগে চীন থেকে হুইলচেয়ার ঘোষণায় আনা তিন কনটেইনার পণ্য আমদানি করেছিল রাজধানীর তোপখানা রোডের লোটাস সার্জিক্যাল নামে একটি প্রতিষ্ঠান। আমদানিকারকেরা খালাস না করে চালানটি চট্টগ্রাম বন্দরে ফেলে রাখে। আজ রোববার সেই চালানের তিন কনটেইনার খুলে পাওয়া গেছে নির্মাণ উপকরণ ইট।
কাস্টমস কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে চালানটি খালাস না করায় সেগুলো নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছিল। এ জন্য কনটেইনারে কী পণ্য আছে, তা দেখে খাতায় তুলতে হয়। কনটেইনার খুলে কাস্টমস কর্মকর্তারা বিস্মিত হন। কেননা হুইলচেয়ার ঘোষণায় আনা হলেও তিন কনটেইনারের দুটিতেই কি না কাগজের কার্টনে ছিল ইট। তবে একটিতে ৩৯টি হুইলচেয়ারের অংশ এবং কিছুসংখ্যক ইট ছিল।
কাস্টমস সূত্র জানায়, ২০১৯ সালের এপ্রিলে আমদানিকারক পণ্য চালানটির নথিপত্র অনলাইনে জমা দেন। সেখানে চীনের গুয়াংডং থেকে গুয়াংডং সেইলিং ট্রেড গ্রুপ থেকে চালানটি আমদানির কথা বলা হয়। চালানের ইনভয়েস মূল্য ছিল ৭১ হাজার মার্কিন ডলার। পণ্যের তালিকায় ছিল হুইলচেয়ার, কমোড হুইলচেয়ার, হ্যান্ড ক্রাচ ইত্যাদি।
জানতে চাইলে চালানটি আর নিলামে তোলার সুযোগ নেই বলে জানান চট্টগ্রাম কাস্টমের উপকমিশনার সাইদুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চালানটি জব্দ করা হয়েছে। মিথ্যা ঘোষণার কারণে আমদানিকারকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
চার বছর আগে চীন থেকে হুইলচেয়ার ঘোষণায় আনা তিন কনটেইনার পণ্য আমদানি করেছিল রাজধানীর তোপখানা রোডের লোটাস সার্জিক্যাল নামে একটি প্রতিষ্ঠান। আমদানিকারকেরা খালাস না করে চালানটি চট্টগ্রাম বন্দরে ফেলে রাখে। আজ রোববার সেই চালানের তিন কনটেইনার খুলে পাওয়া গেছে নির্মাণ উপকরণ ইট।
কাস্টমস কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে চালানটি খালাস না করায় সেগুলো নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছিল। এ জন্য কনটেইনারে কী পণ্য আছে, তা দেখে খাতায় তুলতে হয়। কনটেইনার খুলে কাস্টমস কর্মকর্তারা বিস্মিত হন। কেননা হুইলচেয়ার ঘোষণায় আনা হলেও তিন কনটেইনারের দুটিতেই কি না কাগজের কার্টনে ছিল ইট। তবে একটিতে ৩৯টি হুইলচেয়ারের অংশ এবং কিছুসংখ্যক ইট ছিল।
কাস্টমস সূত্র জানায়, ২০১৯ সালের এপ্রিলে আমদানিকারক পণ্য চালানটির নথিপত্র অনলাইনে জমা দেন। সেখানে চীনের গুয়াংডং থেকে গুয়াংডং সেইলিং ট্রেড গ্রুপ থেকে চালানটি আমদানির কথা বলা হয়। চালানের ইনভয়েস মূল্য ছিল ৭১ হাজার মার্কিন ডলার। পণ্যের তালিকায় ছিল হুইলচেয়ার, কমোড হুইলচেয়ার, হ্যান্ড ক্রাচ ইত্যাদি।
জানতে চাইলে চালানটি আর নিলামে তোলার সুযোগ নেই বলে জানান চট্টগ্রাম কাস্টমের উপকমিশনার সাইদুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চালানটি জব্দ করা হয়েছে। মিথ্যা ঘোষণার কারণে আমদানিকারকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
একটি বিয়েকে কেন্দ্র করে ১৯টি মামলা। বিয়ের আগে এবং বিচ্ছেদের পরে মামলাগুলো হয়েছে। বিচ্ছেদে যাওয়া স্বামী করেছেন ৭টি মামলা, আর স্ত্রী করেছেন ১২টি। এ ঘটনা ঘটেছে রাজশাহী নগরে। ভুক্তভোগীরা হলেন রাজশাহীর ছাপাখানা ব্যবসায়ী আবুল কালাম আজাদ রিংকু (২৮) এবং তাঁর সাবেক স্ত্রী প্রিয়া খাতুন (২১)। মামলার তথ্য...
৩ ঘণ্টা আগেসড়কের উপরিভাগের কোথাও ছোট-বড় গর্ত, আবার কোথাও উঠে গেছে পিচ। কোথাও পিচ জড়ো হয়ে সৃষ্টি হয়েছে উঁচু ঢিবি। অসহনীয় ধুলার যন্ত্রণার মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও যাত্রী-সাধারণ। এ চিত্র যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা এলাকার। শুধু এ স্থানই নয়; এই সড়কের যশোর অংশের ১০ কিলোমিটারই বেহাল।
৩ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ বরমী-গফরগাঁও আঞ্চলিক সড়কে যান চলাচলের জন্য গাজীপুরের শ্রীপুরে মাটিকাটা নদীতে রয়েছে সরু একটি সেতু। তবে বরমী বাজারের পাশের এ সেতুতে দুটি গাড়ি পাশাপাশি যেতে না পারায় দুই প্রান্তে সব সময় যানজট লেগেই থাকে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের নতুন ব্রিজ মোড় থেকে টাইগারপাস পর্যন্ত ১৭ নম্বর রুটে বৈধ-অবৈধ মিলিয়ে সাড়ে ৩ শ অটোটেম্পো চলাচল করে। দীর্ঘ সময় ধরে এগুলো নিয়ন্ত্রণ করছে চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন। বিভিন্ন সময় সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠলেও ৫ আগস্ট পর্যন্ত তাঁদের কিছুই হয়নি।
৩ ঘণ্টা আগে