বেনাপোল (যশোর) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ হত্যা মামলার আসামি রহমতউল্লাহ ওরফে জাহিদ ওরফে বুরহান ওরফে সুরাত আলীকে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। রহমতউল্লাহ ভারতে অনুপ্রবেশের অভিযোগে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে এত দিন কারাগারে ছিলেন।
ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বেনাপোল সীমান্তে ট্রাভেল পারমিটে রহমতউল্লাহকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় সমুদ্রপথে মৎস্য আহরণের সময় সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়া পাঁচ জেলে এবং কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক এক নারীকেও ফেরত দিয়েছে দেশটির পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ২০১২ সালের ২ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় এবং ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল থানায় সন্ত্রাসবিরোধী মামলায় যেসব আসামি ছিলেন, তাঁদের মধ্যে একজন রহমতউল্লাহ। জঙ্গি ছিনতাইয়ে পুলিশ হত্যার ঘটনার পর তিনি পালিয়ে ভারতে চলে যান। পরে সেখানে অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান।
ওসি রাসেল মিয়া বলেন, দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাঁকে ফেরত আনা হয়েছে। রহমতউল্লাহকে সংশিষ্ট থানায় সোপর্দ করা হবে। এ ছাড়া যে ছয় বাংলাদেশি নাগরিককে ভারতীয় পুলিশ ফেরত দিয়েছে, তাঁদেরকে এনজিওর হাতে তুলে দেওয়া হবে।
পুলিশ সূত্র বলেছে, ২০১২ সালের ২ এপ্রিল ঢাকা-ময়মনসিংহ সড়কে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে গুলি ও বোমা হামলা চালিয়ে তিন জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যান তাঁদের সহযোগীরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন এক উপপরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য। ছিনিয়ে নেওয়া তিনজনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য।
ময়মনসিংহের ত্রিশালে তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ হত্যা মামলার আসামি রহমতউল্লাহ ওরফে জাহিদ ওরফে বুরহান ওরফে সুরাত আলীকে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। রহমতউল্লাহ ভারতে অনুপ্রবেশের অভিযোগে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে এত দিন কারাগারে ছিলেন।
ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বেনাপোল সীমান্তে ট্রাভেল পারমিটে রহমতউল্লাহকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় সমুদ্রপথে মৎস্য আহরণের সময় সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়া পাঁচ জেলে এবং কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক এক নারীকেও ফেরত দিয়েছে দেশটির পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ২০১২ সালের ২ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় এবং ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল থানায় সন্ত্রাসবিরোধী মামলায় যেসব আসামি ছিলেন, তাঁদের মধ্যে একজন রহমতউল্লাহ। জঙ্গি ছিনতাইয়ে পুলিশ হত্যার ঘটনার পর তিনি পালিয়ে ভারতে চলে যান। পরে সেখানে অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান।
ওসি রাসেল মিয়া বলেন, দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাঁকে ফেরত আনা হয়েছে। রহমতউল্লাহকে সংশিষ্ট থানায় সোপর্দ করা হবে। এ ছাড়া যে ছয় বাংলাদেশি নাগরিককে ভারতীয় পুলিশ ফেরত দিয়েছে, তাঁদেরকে এনজিওর হাতে তুলে দেওয়া হবে।
পুলিশ সূত্র বলেছে, ২০১২ সালের ২ এপ্রিল ঢাকা-ময়মনসিংহ সড়কে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে গুলি ও বোমা হামলা চালিয়ে তিন জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যান তাঁদের সহযোগীরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন এক উপপরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য। ছিনিয়ে নেওয়া তিনজনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য।
অমর একুশে বইমেলা ২০২৫-এর স্টল বরাদ্দের তালিকা প্রকাশিত হয়েছে। তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, একটি পক্ষের কথিত কালোতালিকাভুক্তদের কম জায়গা বরাদ্দ পাওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল, বাস্তবেও অনেকটা তাই হয়েছে। এ নিয়ে প্রকাশকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। প্রকাশকদের কেউ কেউ বিগত আওয়ামী সরকারের আমলের সুবিধাভ
৬ ঘণ্টা আগেবছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটনের ভরা মৌসুম। এই সময়ে পরিবার-পরিজন নিয়ে অনেকে ঘুরতে বের হন; বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারি—দুই মাসে পর্যটকের বেশ চাপ থাকে কক্সবাজারের বিভিন্ন পর্যটনকেন্দ্রে। তবে এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় যাতায়াত সুবিধা নিয়ে। ভ্রমণপিয়াসি মানুষের দুর্ভোগ লাঘব
৬ ঘণ্টা আগেএকসময়ের উত্তাল খড়িয়া নদী এখন স্রোতহীন। দখল-দূষণে গতিহারা ময়মনসিংহের ফুলপুরের এই নদী। এর দুই পাশে এখন ফসল এবং মাঝখানে কচুরিপানায় ভরা। প্রতিনিয়ত ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। নদীর জায়গায় গড়ে তোলা হচ্ছে দোকানপাট, ঘরবাড়িসহ বহুতল ভবন। বছরের পর বছর ধরে চলা এই ‘নির্যাতনে’ নিজস্বতা হারিয়েছে নদীটি।
৬ ঘণ্টা আগেসাতক্ষীরা সদরে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বেতনা নদীর সাড়ে ৪ কিলোমিটার অংশ খননের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ওলামা লীগের এক নেতা নদী দখল করে মাছের ঘের করায় কামারডাঙ্গায় আটকে যায় ২৭০ মিটার অংশের খননকাজ। এর জেরে গত বর্ষা মৌসুমে অতিবৃষ্টির পানি নদী দিয়ে সরতে না পারায় জলাবদ্ধতার কবলে পড়েন চার উপজেলার দেড় লক্ষা
৭ ঘণ্টা আগে