অনলাইন ডেস্ক
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে রাজধানীর বনানী ১২ নম্বর সড়কে তাঁর ওপর হামলা হয়। এতে তিনিসহ তার গাড়িচালক আহত হন। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর গাড়িও ভাঙচুর করে।
জানা গেছে, বুধবার বিকেলে মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস থেকে বের হয়ে গুলশানে যাচ্ছিলেন। এ সময় তাঁকে অনুসরণ করে একদল দুর্বৃত্ত। তাঁর ব্যক্তিগত গাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে গাড়ির চালক আহত হন, গাড়িও ভাঙচুর করা হয়। এরপরে বদিউজ্জামান দিদারের ওপর হামলা চালায় দুর্বত্তরা।
রাতে এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, নগদের এক কর্মকর্তার গাড়িতে হাতুড়ি দিয়ে হামলা ও ভাঙচুর করার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। দুজন দুর্বৃত্ত তাঁর গাড়িতে হামলা চালায়। সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশ জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। তবে এ ঘটনার পর রাত ৯টা পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ করেনি কেউ।
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে রাজধানীর বনানী ১২ নম্বর সড়কে তাঁর ওপর হামলা হয়। এতে তিনিসহ তার গাড়িচালক আহত হন। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর গাড়িও ভাঙচুর করে।
জানা গেছে, বুধবার বিকেলে মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস থেকে বের হয়ে গুলশানে যাচ্ছিলেন। এ সময় তাঁকে অনুসরণ করে একদল দুর্বৃত্ত। তাঁর ব্যক্তিগত গাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে গাড়ির চালক আহত হন, গাড়িও ভাঙচুর করা হয়। এরপরে বদিউজ্জামান দিদারের ওপর হামলা চালায় দুর্বত্তরা।
রাতে এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, নগদের এক কর্মকর্তার গাড়িতে হাতুড়ি দিয়ে হামলা ও ভাঙচুর করার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। দুজন দুর্বৃত্ত তাঁর গাড়িতে হামলা চালায়। সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশ জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। তবে এ ঘটনার পর রাত ৯টা পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ করেনি কেউ।
ডুমুরিয়া খর্নিয়া ও আটলিয়া ইউনিয়নে পাউবোর বিকল্প বেড়িবাঁধ ভেঙে হরি নদীর জোয়ারের পানিতে শতাধিক বসতবাড়ি প্লাবিত হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে এ অবস্থার সৃষ্টি হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তৃত এলাকা প্লাবিত হয়েছে।
১৪ মিনিট আগেকুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অটোরিকশা আটকে দম্পতিকে হয়রানির অভিযোগে হওয়া মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী এক ছাত্র প্রতিনিধিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে সংগঠনের জেলা শাখার দপ্তর সেলের সম্পাদক লোকমান হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে কুড়িগ্রা
৩১ মিনিট আগেরাজধানীর মতিঝিলে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে কমলাপুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৪ মিনিট আগেইউনূস সাব যেই কথাটা কইতে পারে না, ওই কথাটা কওয়ায় ভদ্রমহিলা রিজওয়ানা হাসানকে দিয়া। উনি কয়েক দিন পরে গলা টান দিয়া কইছে—স্যার কইছে, ইলেকশন ডিসেম্বর মাসে দিবে। তবে ছয় মাস দেরি করে জুন মাসে হইতে পারে। জুন মাস যখন হয়ে যাবে, তখন বলবে, আরে, জুন মাসে তো আওয়ামী লীগের জন্মদিন।
৩৭ মিনিট আগে