শাহজাহান সাজু (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের করিমগঞ্জে পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের মাদ্রাসা পড়ুয়া মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার দেহুন্দা ইউনিয়নের চর দেহুন্দা গ্রামে এ ঘটনা ঘাটে। এ ঘটনায় মা স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মাইশা ভাটিয়া বাজার কওমী মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। তাঁর বাবা বাবুল মিয়া ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে নৈশ প্রহরীর চাকরি করেন।
করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, করিমগঞ্জ উপজেলার চরদেহুন্দা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী স্বপ্না আক্তারের সঙ্গে ফাইজুল নামে এক ব্যক্তির দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। বৃহস্পতিবার ভোররাতে ফাইজুল স্বপ্নার বাড়িতে এসে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। এ সময় মেয়ে মাইশা আক্তার দেখে ফেলে প্রতিবাদ করলে প্রেমিকের সহযোগিতায় মাইশাকে গলাটিপে হত্যা করে মা স্বপ্না আক্তার। ঘটনার পর মোটরসাইকেল রেখে পালিয়ে যান ফাইজুল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মাইশার মরদেহ উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার করা হয় মা স্বপ্নাকে। ওই বাড়ি থেকেই উদ্ধার করা হয় পালিয়ে যাওয়া ফাইজুলের মোটরসাইকেলটি। মেয়েটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের কাছে নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন স্বপ্না। অনৈতিক সম্পর্কের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের।
এ ব্যাপারে নিহতের বাবা বাবুল মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাবুল মিয়া আজকের পত্রিকাকে বলেন, `আমার আর কেউ রইল না। আদরের মেয়ে গেছে, বুড়ো বয়সে বউ জেলে যাচ্ছে। আমি কি বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। কার জন্য কান্না করব আর কার বিচার চাইব, আমি কি করব তা ভেবে পাচ্ছি না।'
এ দিকে বর্বরোচিত এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।
কিশোরগঞ্জের করিমগঞ্জে পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের মাদ্রাসা পড়ুয়া মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার দেহুন্দা ইউনিয়নের চর দেহুন্দা গ্রামে এ ঘটনা ঘাটে। এ ঘটনায় মা স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মাইশা ভাটিয়া বাজার কওমী মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। তাঁর বাবা বাবুল মিয়া ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে নৈশ প্রহরীর চাকরি করেন।
করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, করিমগঞ্জ উপজেলার চরদেহুন্দা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী স্বপ্না আক্তারের সঙ্গে ফাইজুল নামে এক ব্যক্তির দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। বৃহস্পতিবার ভোররাতে ফাইজুল স্বপ্নার বাড়িতে এসে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। এ সময় মেয়ে মাইশা আক্তার দেখে ফেলে প্রতিবাদ করলে প্রেমিকের সহযোগিতায় মাইশাকে গলাটিপে হত্যা করে মা স্বপ্না আক্তার। ঘটনার পর মোটরসাইকেল রেখে পালিয়ে যান ফাইজুল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মাইশার মরদেহ উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার করা হয় মা স্বপ্নাকে। ওই বাড়ি থেকেই উদ্ধার করা হয় পালিয়ে যাওয়া ফাইজুলের মোটরসাইকেলটি। মেয়েটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের কাছে নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন স্বপ্না। অনৈতিক সম্পর্কের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের।
এ ব্যাপারে নিহতের বাবা বাবুল মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাবুল মিয়া আজকের পত্রিকাকে বলেন, `আমার আর কেউ রইল না। আদরের মেয়ে গেছে, বুড়ো বয়সে বউ জেলে যাচ্ছে। আমি কি বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। কার জন্য কান্না করব আর কার বিচার চাইব, আমি কি করব তা ভেবে পাচ্ছি না।'
এ দিকে বর্বরোচিত এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী (১৪ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি করবে বাস মালিকেরা। ২৫ মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিটের আওতায় থাকবে। আজ বৃহস্পতিবার ৬ মার্চ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্রে করে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।
৫ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেবুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
২৩ মিনিট আগে