জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা দিতে আসা ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে এলে তাঁকে আটক করা হয়। পরে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক শরিফুল ইসলাম সোহান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় শরিফুল ইসলাম সোহানের সক্রিয় অংশগ্রহণ ছিলেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একে একে হামলাকারীদের আইনের হাতে তুলে দিচ্ছি, কিন্তু কোনো এক অদৃশ্য ক্ষমতাবলে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে।
‘হামলাকারীদের পরিচয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছে স্পষ্ট, অথচ দেখা যাচ্ছে অনেক শিক্ষক তাঁদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। ছাত্রদলে অনুপ্রবেশকারী একটা অংশও অপরাধীদের শেল্টার দিচ্ছে। আমরা চাই, ছাত্রলীগের নেতা–কর্মীদের প্রতি সবার যেন জিরো টলারেন্স থাকে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহান আজকে পরীক্ষা দিতে এসেছিল। গত জুলাই মাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আমরা অভিযুক্তদের যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেয়েছি, সেই প্রতিবেদনে তার নাম আছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন–শিক্ষার্থীদের ক্ষোভ ও দাবির প্রেক্ষিতে আমরা তাকে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করেছি। তার বিরুদ্ধে যথাযথ আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা দিতে আসা ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে এলে তাঁকে আটক করা হয়। পরে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক শরিফুল ইসলাম সোহান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় শরিফুল ইসলাম সোহানের সক্রিয় অংশগ্রহণ ছিলেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একে একে হামলাকারীদের আইনের হাতে তুলে দিচ্ছি, কিন্তু কোনো এক অদৃশ্য ক্ষমতাবলে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে।
‘হামলাকারীদের পরিচয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছে স্পষ্ট, অথচ দেখা যাচ্ছে অনেক শিক্ষক তাঁদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। ছাত্রদলে অনুপ্রবেশকারী একটা অংশও অপরাধীদের শেল্টার দিচ্ছে। আমরা চাই, ছাত্রলীগের নেতা–কর্মীদের প্রতি সবার যেন জিরো টলারেন্স থাকে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহান আজকে পরীক্ষা দিতে এসেছিল। গত জুলাই মাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আমরা অভিযুক্তদের যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেয়েছি, সেই প্রতিবেদনে তার নাম আছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন–শিক্ষার্থীদের ক্ষোভ ও দাবির প্রেক্ষিতে আমরা তাকে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করেছি। তার বিরুদ্ধে যথাযথ আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ক্ষমতা হারানো আওয়ামী লীগের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তবে ক্ষমতায় থাকাকালীন যারা হত্যা, খুন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের শাস্তি এবং যারা অন্যায় করে নাই, তাদের বিরুদ্ধে বিএনপির কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।
১২ মিনিট আগেবগুড়ার গাবতলীতে ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগে যুবদল নেতা হৃদয় হোসেন গোলজারসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে গাবতলী থানায় মামলাটি করেন উপজেলার চামুরপাড়া গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান।
৩৪ মিনিট আগেপটুয়াখালীতে তৃষ্ণা বিশ্বাস নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইনসের নারী ব্যারাক ভবনের তৃতীয় তলায় লাশটি পাওয়া যায়।
৪০ মিনিট আগেগত নভেম্বর মাসে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ৩ শতাধিক আহত হয়েছিল। সর্বশেষ আজ রোববারও এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে