Ajker Patrika

গাজীপুরে রাতে সাবেক মন্ত্রীর বাড়িতে আহত ৭ জনকে ঢামেকে ভর্তি

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ১৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত। ছবি: সংগৃহীত
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত। ছবি: সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাঁদের মধ্যে সাতজন হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন—শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭), হাসান (২২), রৌহান আহমেদ (২২), ওমর হামজা (২২), ছাব্বির খান মিলন (২২) নাঈম (২১) ইয়াকিবসহ (২৩) আরও একজন।

হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের বন্ধু পিয়াস আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে যান। এরপর মসজিদের মাইকে মাইকিং করে তাঁদের ওপরে হামলা চালানো হয়। এতে তাঁর বন্ধুসহ অনেকেই আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘আজ সকাল পর্যন্ত গাজীপুর থেকে আহত অবস্থায় ১১ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে সাতজনকে ভর্তি করা হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফুল আলম বলেন, ‘গত রাত থেকে আজ সকাল পর্যন্ত ১১ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে সাতজনকে ভর্তি নেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।’

আরও পড়ুন:–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক প্রকাশ্যে জানালেন, ধূমপান করতে চাচ্ছেন তামিম

রেকর্ড রেমিট্যান্স, তবু প্রবৃদ্ধি নেই রিজার্ভে

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় সালাম দিলেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল

এআই যে তিন পেশাকে হুমকিতে ফেলবে না, জানালেন বিল গেটস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত