দেবাশীষ দত্ত, কুষ্টিয়া
ক্ষমতার দৃশ্যপটে নেই আওয়ামী লীগ। তবে এখনো বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নিয়ন্ত্রণ করছে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, কৃষি উপকরণ বিতরণকারী প্রতিষ্ঠানটির অধিকাংশ ডিলার সিন্ডিকেটের কাছে অসহায়। গত ৫ আগস্টের পর ওই সিন্ডিকেটের বাইরে গুদাম থেকে কোনো ডিলার ধানবীজ উত্তোলন করতে পারছেন না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে বিএডিসির পুনর্নির্ধারিত দরের ধানবীজ ডিলারদের মধ্যে বরাদ্দ দেয় বিএডিসি। কিন্তু ওই বীজের নিয়ন্ত্রণ নেয় ফরহাদের সিন্ডিকেট।
বিএডিসির আওয়ামীপন্থী কর্মকর্তাদের যোগসাজশে প্রায় ২ হাজার টন পুনর্নির্ধারিত দরের বীজ ওই সিন্ডিকেট উত্তোলন করে কালোবাজারে বিক্রি করেছে।
কুষ্টিয়া জেলা বিএডিসির বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান সাঈদী সাগর বলেন, ‘বর্তমানে ডিলাররা চুয়াডাঙ্গা গুদাম থেকে কোনো বীজ উত্তোলন করতে পারছেন না। ডিলারদের হাজার হাজর টন ধানবীজ বিএডিসির কতিপয় কর্মকর্তার যোগসাজশে সাবেক মন্ত্রীর লোকজন উত্তোলন করে নিয়েছেন। ৫ আগস্টের পরে স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে বিএডিসিতে ভয়াবহ অবস্থা তৈরি করেছে ওই সিন্ডিকেট।’
সূত্রে জানা যায়, দেশের সর্ববৃহৎ বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র চুয়াডাঙ্গায় অবস্থিত। এ ছাড়া বিএডিসির একাধিক প্রকল্প রয়েছে কুষ্টিয়ায়। সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী সৈয়দা মোনালিসা ও ভাই সরফরাজ হোসেন মৃদুলের সিন্ডিকেট পুরো বিএডিসিকে নিয়ন্ত্রণ করত। আর ওই সিন্ডিকেটের হোতা ছিলেন বিএডিসির একসময়ের লেবার ঠিকাদার চুয়াডাঙ্গার শামসুর রশিদ দিপু। আওয়ামী লীগ সরকারের পতনের পর ফরহাদ, তাঁর স্ত্রী ও ভাই মৃদুল কারাগারে রয়েছেন। বর্তমানে সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন দিপু।
বিএডিসির একাধিক সূত্র নিশ্চিত করেছে, আওয়ামী লীগপন্থী বিএডিসির কৃষিবিদ সমিতির কেন্দ্রীয় কমিটির ২০২২-২৩ মেয়াদে নির্বাহী সদস্য ছিলেন বর্তমানে ঢাকা কৃষি ভবনের মহাব্যবস্থাপক (বীজ) আবীর হোসেন ও একই কমিটির নির্বাহী সদস্য বর্তমানে অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ বিতরণ) সেলিম হায়দার। এই দুই কর্মকর্তা সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সিন্ডিকেটকে নানা কৌশলে সহযোগিতা করে সক্রিয় করে রেখেছেন।
অভিযোগের বিষয়ে কৃষি ভবনের অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ বিতরণ) সেলিম হায়দার বলেন, ‘আমি মিটিংয়ে আছি। এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।’
বিএডিসির চুয়াডাঙ্গা অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে চুয়াডাঙ্গা বিএডিসির প্রোসেসিং সেন্টারে প্রায় ১ হাজার ৯০০ টন ও অধিক বীজ উৎপাদন কেন্দ্রে প্রায় ৯০০ টন বোরো ধানবীজ মজুত ছিল। মজুতকৃত বীজের মধ্যে সর্বোচ্চ ছিল খুলনা অঞ্চলের ডিলারদের জন্য বরাদ্দ। প্রসেসিং সেন্টার ও অধিক বীজের গুদামে শুধু খুলনা জেলার ডিলারদের বীজ ছিল প্রায় ১ হাজার ৩০০ টন। বাকি বীজ ছিল কুষ্টিয়া, ঢাকা, জয়পুরহাট, ফরিদপুর, রাজশাহী, যশোর, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও পাবনা জেলাসহ ২২ জেলার। ২ মার্চ ঢাকা কৃষি ভবনের মহাব্যবস্থাপক (বীজ) আবীর হোসেন স্বাক্ষরিত পত্রে মজুতকৃত বীজের দাম কমিয়ে নতুন দর নির্ধারণ করেন। ওই পত্রের সঙ্গে একটি সংযুক্তিপত্রে পুনর্নির্ধারিত দরে বোরো বীজ বিক্রির সময়াবদ্ধ ও কর্মপরিকল্পনা নির্ধারণ করে দেওয়া হয়।
ডিলারদের অভিযোগ, মাঠপর্যায়ে ওই পত্রের কোনো কার্যকারিতা ছিল না। ঢাকার আওয়ামীপন্থী বিএডিসির কর্মকর্তারা অঞ্চলের কর্মকর্তাদের কাছে মৌখিকভাবে আওয়ামী সিন্ডিকেটকে বীজ দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। যার কারণে কয়েকজন ডিলার ছাড়া কোনো ডিলার বীজ উত্তোলন করতে পারেননি। সিন্ডিকেট বিপুল পরিমাণ ধানবীজ উত্তোলন করে কালোবাজারে বিক্রি করেছে বলে জানান ডিলাররা।
অভিযোগ অস্বীকার করে দিপু বলেন, ‘আমরা ব্যবসা করি। সবার সঙ্গেই আমার সম্পর্ক আছে। আমি ডিলারদের মাল বিক্রি করি। অফিসে খোঁজ নিয়ে দেখেন সব জানতে পারবেন।’
চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘বাইরে কী হচ্ছে আমি জানি না। আঞ্চলিক বীজ বিপণন দপ্তর থেকে যাঁরা মেমো নিয়ে আসছেন, তাঁদেরই বীজ দেওয়া হচ্ছে।’
আরও খবর পড়ুন:
ক্ষমতার দৃশ্যপটে নেই আওয়ামী লীগ। তবে এখনো বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নিয়ন্ত্রণ করছে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, কৃষি উপকরণ বিতরণকারী প্রতিষ্ঠানটির অধিকাংশ ডিলার সিন্ডিকেটের কাছে অসহায়। গত ৫ আগস্টের পর ওই সিন্ডিকেটের বাইরে গুদাম থেকে কোনো ডিলার ধানবীজ উত্তোলন করতে পারছেন না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে বিএডিসির পুনর্নির্ধারিত দরের ধানবীজ ডিলারদের মধ্যে বরাদ্দ দেয় বিএডিসি। কিন্তু ওই বীজের নিয়ন্ত্রণ নেয় ফরহাদের সিন্ডিকেট।
বিএডিসির আওয়ামীপন্থী কর্মকর্তাদের যোগসাজশে প্রায় ২ হাজার টন পুনর্নির্ধারিত দরের বীজ ওই সিন্ডিকেট উত্তোলন করে কালোবাজারে বিক্রি করেছে।
কুষ্টিয়া জেলা বিএডিসির বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান সাঈদী সাগর বলেন, ‘বর্তমানে ডিলাররা চুয়াডাঙ্গা গুদাম থেকে কোনো বীজ উত্তোলন করতে পারছেন না। ডিলারদের হাজার হাজর টন ধানবীজ বিএডিসির কতিপয় কর্মকর্তার যোগসাজশে সাবেক মন্ত্রীর লোকজন উত্তোলন করে নিয়েছেন। ৫ আগস্টের পরে স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে বিএডিসিতে ভয়াবহ অবস্থা তৈরি করেছে ওই সিন্ডিকেট।’
সূত্রে জানা যায়, দেশের সর্ববৃহৎ বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র চুয়াডাঙ্গায় অবস্থিত। এ ছাড়া বিএডিসির একাধিক প্রকল্প রয়েছে কুষ্টিয়ায়। সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী সৈয়দা মোনালিসা ও ভাই সরফরাজ হোসেন মৃদুলের সিন্ডিকেট পুরো বিএডিসিকে নিয়ন্ত্রণ করত। আর ওই সিন্ডিকেটের হোতা ছিলেন বিএডিসির একসময়ের লেবার ঠিকাদার চুয়াডাঙ্গার শামসুর রশিদ দিপু। আওয়ামী লীগ সরকারের পতনের পর ফরহাদ, তাঁর স্ত্রী ও ভাই মৃদুল কারাগারে রয়েছেন। বর্তমানে সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন দিপু।
বিএডিসির একাধিক সূত্র নিশ্চিত করেছে, আওয়ামী লীগপন্থী বিএডিসির কৃষিবিদ সমিতির কেন্দ্রীয় কমিটির ২০২২-২৩ মেয়াদে নির্বাহী সদস্য ছিলেন বর্তমানে ঢাকা কৃষি ভবনের মহাব্যবস্থাপক (বীজ) আবীর হোসেন ও একই কমিটির নির্বাহী সদস্য বর্তমানে অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ বিতরণ) সেলিম হায়দার। এই দুই কর্মকর্তা সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সিন্ডিকেটকে নানা কৌশলে সহযোগিতা করে সক্রিয় করে রেখেছেন।
অভিযোগের বিষয়ে কৃষি ভবনের অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ বিতরণ) সেলিম হায়দার বলেন, ‘আমি মিটিংয়ে আছি। এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।’
বিএডিসির চুয়াডাঙ্গা অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে চুয়াডাঙ্গা বিএডিসির প্রোসেসিং সেন্টারে প্রায় ১ হাজার ৯০০ টন ও অধিক বীজ উৎপাদন কেন্দ্রে প্রায় ৯০০ টন বোরো ধানবীজ মজুত ছিল। মজুতকৃত বীজের মধ্যে সর্বোচ্চ ছিল খুলনা অঞ্চলের ডিলারদের জন্য বরাদ্দ। প্রসেসিং সেন্টার ও অধিক বীজের গুদামে শুধু খুলনা জেলার ডিলারদের বীজ ছিল প্রায় ১ হাজার ৩০০ টন। বাকি বীজ ছিল কুষ্টিয়া, ঢাকা, জয়পুরহাট, ফরিদপুর, রাজশাহী, যশোর, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা ও পাবনা জেলাসহ ২২ জেলার। ২ মার্চ ঢাকা কৃষি ভবনের মহাব্যবস্থাপক (বীজ) আবীর হোসেন স্বাক্ষরিত পত্রে মজুতকৃত বীজের দাম কমিয়ে নতুন দর নির্ধারণ করেন। ওই পত্রের সঙ্গে একটি সংযুক্তিপত্রে পুনর্নির্ধারিত দরে বোরো বীজ বিক্রির সময়াবদ্ধ ও কর্মপরিকল্পনা নির্ধারণ করে দেওয়া হয়।
ডিলারদের অভিযোগ, মাঠপর্যায়ে ওই পত্রের কোনো কার্যকারিতা ছিল না। ঢাকার আওয়ামীপন্থী বিএডিসির কর্মকর্তারা অঞ্চলের কর্মকর্তাদের কাছে মৌখিকভাবে আওয়ামী সিন্ডিকেটকে বীজ দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। যার কারণে কয়েকজন ডিলার ছাড়া কোনো ডিলার বীজ উত্তোলন করতে পারেননি। সিন্ডিকেট বিপুল পরিমাণ ধানবীজ উত্তোলন করে কালোবাজারে বিক্রি করেছে বলে জানান ডিলাররা।
অভিযোগ অস্বীকার করে দিপু বলেন, ‘আমরা ব্যবসা করি। সবার সঙ্গেই আমার সম্পর্ক আছে। আমি ডিলারদের মাল বিক্রি করি। অফিসে খোঁজ নিয়ে দেখেন সব জানতে পারবেন।’
চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘বাইরে কী হচ্ছে আমি জানি না। আঞ্চলিক বীজ বিপণন দপ্তর থেকে যাঁরা মেমো নিয়ে আসছেন, তাঁদেরই বীজ দেওয়া হচ্ছে।’
আরও খবর পড়ুন:
মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের কাজ হচ্ছে দুটি প্যাকেজে। একটি সিভিল ওয়ার্ক বা অবকাঠামো নির্মাণকাজ, অন্যটি ইলেকট্রোমেকানিক্যাল বা অপারেশনসংশ্লিষ্ট সংকেত ব্যবস্থাসহ অন্যান্য টেকনিক্যাল কাজ।
১২ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় নিয়োগ-দুর্নীতিসহ নানা অভিযোগ উঠেছে সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জামাল আহমেদ মোল্লার বিরুদ্ধে। এ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার চার মাসেও কোনো অগ্রগতি দেখা যায়নি। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তদন্তকারী কর্মকর্তা বলছেন, কর্মজটের কারণে তদন্ত শুরু করা সম্ভব হয়নি...
২৫ মিনিট আগেসুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যাত্রীবাহী নৌকা ডুবে শিশু ও নারীসহ অন্তত চারজনের মৃত্যুর হয়েছে। গতকাল শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বেহেলী ইউনিয়নের আহসানপুর এলাকায় বৌলাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এতথ্য জানান...
১ ঘণ্টা আগেআগামী ৮ এপ্রিল পর্যন্ত অবস্থান কর্মসূচি বিরতি ঘোষণা দিয়েছেন শ্রম ভবনের সামনে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা। শনিবার রাতে এ ঘোষণা দেন শ্রমিক নেতারা। এ দিন বিকেলে শ্রম মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকের পর ইফতারের পর আলোচনায় বসেন শ্রমিক নেতারা...
২ ঘণ্টা আগে