কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ: যুবকের মারধরে চাচা নিহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
Thumbnail image
প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়ায় ভাতিজার মারধরের শিকার হয়ে আমজাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বালাপালা ইউনিয়নের গের্দ্দবালাপাড়া চান্দের ভিটা এলাকায় মারধরের এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন উপজেলার শহীদবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বুদ্ধিরবাজার এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। তা ছাড়া তিনি শহীদবাগ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রোমান আহমেদের বাবা।

নিহত ব্যক্তির মামাতো ভাই ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাজু মিয়া বলেন, আমজাদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাঁর ভাতিজা শহিদুলের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে শহিদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোর করে ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করেন। এ সময় আমজাদ বাধা দিলে উভয় পক্ষে বাগ্‌বিতণ্ডা হয়।

রাজু মিয়া আরও বলেন, একপর্যায়ে শহিদুল ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র দিয়ে ওপর হামলা করলে আমজাদ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।

জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতে বিরোধপূর্ণ জমিতে মাটি উত্তোলনকে কেন্দ্র করে মারামারির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত ব্যক্তির বড় ছেলে রায়হান বাদী হয়ে শহিদুলসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করে যা বললেন সারজিস

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চূড়ায় ঝুলছিল লাশ

সাইফের ওপর হামলার সন্দেহভাজন সাজ্জাদকে ছেলে দাবি করলেন ঝালকাঠির রুহুল আমিন

যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত