রোহিঙ্গা ক্যাম্পের টয়লেটে পড়ে ছিল মা-মেয়ের লাশ

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের একই টয়লেট থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মধুরছড়া ৩ নম্বর ক্যাম্পের এফ-৭৫ ব্লক থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—ওই ক্যাম্পের বাসিন্দা রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও তাঁর মেয়ে সুবাইদা বেগম (১৮)।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ সিরাজ আমীন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় কারা জড়িত এবং কেন তাদের খুন করা হয়েছে, তা নিয়ে কাজ করছে পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে। মা-মেয়ের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত