নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইফতারে অনেকেরই চাই প্রাণ জুড়ানো লাচ্ছি। কারও কারও আবার যেনতেন লাচ্ছি হলে চলবে না। সেটা আসতে হবে পুরান ঢাকার জনপ্রিয় বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা থেকে! আবার কেউ আবদার করতে পারেন ‘চা অ্যান্ড চিল’-এর এক কাপ চায়ের জন্য। এক ছাদের নিচে এ রকম নানান রুচির মানুষের সাধ মেটাতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর মাঠে শুরু হয়েছে ‘ফুডি ইফতার ও সেহরি ফেস্ট’।
পুরান ঢাকাসহ রাজধানীর ৩০টি জনপ্রিয় খাবারের আউটলেট নিয়ে বনানীতে ২০ মার্চ থেকে শুরু হয়েছে ইফতার ও সেহরির খাদ্যসামগ্রীর এ উৎসব। চলবে ২৯ মার্চ পর্যন্ত। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও রয়েছে হাঁড়ি, ওয়াফেল আপ, মোস্তাকিম ভ্যারাইটিজ কাবাব অ্যান্ড সুপ, ডিসেন্ট হালিম, বিরিয়ানি বাজার, সামশাদ বার্গার, ঢাকা মেট্রো রেস্টুরেন্ট, ট্রি স্টেট ইটারি, ক্যাপ্টেনস ওয়ার্ল্ডের মতো জনপ্রিয় সব খাবারের আউটলেট। এখানে পছন্দের সব মজার খাবার দিয়ে ইফতার ও সেহরি করার সুযোগ পাওয়া যাচ্ছে।
উৎসবের আয়োজক ফুডি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ মান্নান বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে এক জায়গায় বিভিন্ন আউটলেটের খাবার উপভোগের এটা একটা দারুণ সুযোগ। শুধু এখানে এসেই খাওয়া যাবে তা নয়; অর্ডার করে ডেলিভারিও নেওয়া যাবে। একা বা পরিবারসহ এসে এসব খাবারের স্বাদ নেওয়ার সুযোগ আছে।’
শাহনেওয়াজ মান্নান জানালেন, পরিবার বা বন্ধুদের মিলনমেলাও করা যাবে এখানে। একসঙ্গে এক শ মানুষ বসে খেতে পারবে। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে ২৬ মার্চ থেকে থাকছে চার দিনব্যাপী বিশেষ মেহেদি উৎসব। ইফতার ও সেহরির খাবার কেনার ওপর থাকছে কুপন। এ কুপন থাকলে বিনা মূল্যে মেহেদি উৎসবে অংশগ্রহণ করা যাবে।
ফুডির ইফতার ও সেহরি ফেস্টে ‘পাওয়ার্ড বাই’ পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), হাইজিন পার্টনার ডেটল ও আইসক্রিম পার্টনার সেভয়।
ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান ফুডি বাংলাদেশ। এটি ডেলিভারিভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি খাদ্যবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক খাবার সরবরাহকারী এই প্ল্যাটফর্ম শিক্ষিত তরুণদের দক্ষ কর্মীতে পরিণত করার ব্যাপারে প্রত্যয়ী। ফুডি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি তারা সর্বোত্তম সেবা প্রদান এবং নতুন নতুন উদ্ভাবনে বদ্ধপরিকর। আর এ লক্ষ্যে সেবা গ্রহণকারীদের জন্য রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে কাজ করে যাচ্ছে তারা।
ইফতারে অনেকেরই চাই প্রাণ জুড়ানো লাচ্ছি। কারও কারও আবার যেনতেন লাচ্ছি হলে চলবে না। সেটা আসতে হবে পুরান ঢাকার জনপ্রিয় বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা থেকে! আবার কেউ আবদার করতে পারেন ‘চা অ্যান্ড চিল’-এর এক কাপ চায়ের জন্য। এক ছাদের নিচে এ রকম নানান রুচির মানুষের সাধ মেটাতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর মাঠে শুরু হয়েছে ‘ফুডি ইফতার ও সেহরি ফেস্ট’।
পুরান ঢাকাসহ রাজধানীর ৩০টি জনপ্রিয় খাবারের আউটলেট নিয়ে বনানীতে ২০ মার্চ থেকে শুরু হয়েছে ইফতার ও সেহরির খাদ্যসামগ্রীর এ উৎসব। চলবে ২৯ মার্চ পর্যন্ত। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও রয়েছে হাঁড়ি, ওয়াফেল আপ, মোস্তাকিম ভ্যারাইটিজ কাবাব অ্যান্ড সুপ, ডিসেন্ট হালিম, বিরিয়ানি বাজার, সামশাদ বার্গার, ঢাকা মেট্রো রেস্টুরেন্ট, ট্রি স্টেট ইটারি, ক্যাপ্টেনস ওয়ার্ল্ডের মতো জনপ্রিয় সব খাবারের আউটলেট। এখানে পছন্দের সব মজার খাবার দিয়ে ইফতার ও সেহরি করার সুযোগ পাওয়া যাচ্ছে।
উৎসবের আয়োজক ফুডি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ মান্নান বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে এক জায়গায় বিভিন্ন আউটলেটের খাবার উপভোগের এটা একটা দারুণ সুযোগ। শুধু এখানে এসেই খাওয়া যাবে তা নয়; অর্ডার করে ডেলিভারিও নেওয়া যাবে। একা বা পরিবারসহ এসে এসব খাবারের স্বাদ নেওয়ার সুযোগ আছে।’
শাহনেওয়াজ মান্নান জানালেন, পরিবার বা বন্ধুদের মিলনমেলাও করা যাবে এখানে। একসঙ্গে এক শ মানুষ বসে খেতে পারবে। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে ২৬ মার্চ থেকে থাকছে চার দিনব্যাপী বিশেষ মেহেদি উৎসব। ইফতার ও সেহরির খাবার কেনার ওপর থাকছে কুপন। এ কুপন থাকলে বিনা মূল্যে মেহেদি উৎসবে অংশগ্রহণ করা যাবে।
ফুডির ইফতার ও সেহরি ফেস্টে ‘পাওয়ার্ড বাই’ পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), হাইজিন পার্টনার ডেটল ও আইসক্রিম পার্টনার সেভয়।
ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান ফুডি বাংলাদেশ। এটি ডেলিভারিভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি খাদ্যবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান। অনলাইনভিত্তিক খাবার সরবরাহকারী এই প্ল্যাটফর্ম শিক্ষিত তরুণদের দক্ষ কর্মীতে পরিণত করার ব্যাপারে প্রত্যয়ী। ফুডি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি তারা সর্বোত্তম সেবা প্রদান এবং নতুন নতুন উদ্ভাবনে বদ্ধপরিকর। আর এ লক্ষ্যে সেবা গ্রহণকারীদের জন্য রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে কাজ করে যাচ্ছে তারা।
এস আলম গ্রুপের ২০১ শতক সম্পত্তি (ভবনসহ জমি) নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। গ্রুপটির অঙ্গপ্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে প্রায় ২ হাজার ৭৩৮ কোটি টাকা পাওনা খেলাপি হওয়ায় ব্যাংকটির খাতুনগঞ্জ শাখা এ নিলাম আহ্বান করে।
১ মিনিট আগেকিছু দিন পর পবিত্র ঈদুল ফিতর। এ জন্য মানবিক সহায়তা কর্মসূচির (ভিজিএফ) আওতায় সরকার দরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করছে। অন্যদের মতো সেই চাল নিতে গিয়েছিলেন বৃদ্ধ এছাদ্দিন আলী (৮০)। কিন্তু চাল নিয়ে তাঁর আর বাড়ি ফেরা হয়নি। ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে উপজেলা
৬ মিনিট আগেঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী দুই আসামির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একজনের মরদেহ মর্গে রয়েছে
১০ মিনিট আগেঢাকার আশুলিয়ায় মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য ভাসমান দোকান ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।
২০ মিনিট আগে