Ajker Patrika

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ আসামির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী দুই আসামির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একজনের মরদেহ মর্গে রয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার সকাল ৮টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা হাফিজুর রহমান নামের এক আসামিকে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং খোরশেদ (৬৭) নামের আরও একজন চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, কেন্দ্রীয় কারাগারের দুই বন্দী ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর মধ্যে হাফিজুরের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং খোরশেদের মরদেহ মর্গে রয়েছে।

কারা সূত্রে জানা গেছে, মৃত হাফিজুরের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বৈষ্ণপুর গ্রামে। বাবার নাম আলিম উদ্দিন শেখ। দারুস সালাম থানায় হত্যা মামলার আসামি ছিলেন। তাঁর হাজতি নম্বর ৫৯৮ /এ।

আরও জানা গেছে, খোরশেদের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার মরজাল গ্রামে। বাবার নাম চান মিয়া। গত ৫ মার্চ তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে কারারক্ষীরা ঢামেকে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সোয়া ১২টার দিকে মারা যায়। তবে তার মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তাঁর হাজতি নম্বর ৯৫৬৮ / ২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

কালো টাকা সাদা করেছেন সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

চেয়ার দখল করে চাকরি হারালেন বিএমডিএ প্রকৌশলী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত