Ajker Patrika

স্বাস্থ্যের সাবেক গাড়িচালক মালেকের ১৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক আব্দুল মালেককে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক আব্দুল মালেককে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

অবৈধ সম্পদ অর্জনের দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন। পাশাপাশি অবৈধভাবে অর্জিত ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১০ বছর এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের শাস্তির সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে।

দুই ধারার সাজা একত্রে চলবে মর্মে আদালত আদেশ দিয়েছেন। সে ক্ষেত্রে তাকে সর্বোচ্চ ১০ বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি আসাদুজ্জামান রানা।

রায় ঘোষণার সময় মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যাসহ অসাধু উপায়ে অর্জিত ও তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে মালেকের বিরুদ্ধে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি মামলা করেন দুদক কর্মকর্তা নজরুল ইসলাম। একই বছরের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন নজরুল ইসলাম।

২০২২ সালের ১১ মে মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এদিকে একই সময়ে দায়ের করা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম আরেকটি মামলা করেন। ওই মামলাও একই আদালতে রায়ের জন্য তারিখ ধার্য ছিল। রায় প্রস্তুত না হওয়ায় আদালত রায়ের তারিখ পিছিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালে ২০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় আব্দুল মালেককে দুই ধারার অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত। ২০২১ সালে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকটি গাড়ি নিজে ব্যবহার করতেন তিনি। ব্যবসার কাজে লাগাতেন। ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন কর্মচারীর কাছ থেকে ঘুষ নিয়ে বদলি বাণিজ্য করতেন। ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাড়ি-গাড়ি করেছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর তুরাগ থানা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ