Ajker Patrika

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২৩: ৫৭
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৯ মার্চ) রাত ৭টার দিকে ঢাকায় ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগপ্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কবির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতা-কর্মীরা এনায়েতপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন।

নিহত কবির হোসেন এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলের দিকে এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বার (৪৮), এনায়েতপুর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (৪২), এনায়েতপুর থানা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার (৫৬), থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ (৩০), সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তালেব (৪০), কবির হোসেন (৪০) ও মুকুল সিকদার (৫০)।

আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসেনের মৃত্যু হয়।

স্থানীয় বিএনপির নেতারা জানান, মঙ্গলবার এনায়েতপুর করোনা বাজারে ইফতার মাহফিলের আয়োজন করে রওশন আলী মেম্বার। একই সময় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে আব্দুল করিম মোল্লা। দলীয় আধিপত্য নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য একে অপরকে দোষারোপ করছে বিএনপির দুই পক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ে ও সন্তান নেওয়ার উপযুক্ত বয়স কত বলে মনে করে বাংলাদেশিরা

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

সংখ্যালঘুদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

নেত্রকোনায় সেহরির সময় বাড়িতে হামলা, নারী নিহত

আ.লীগ নেতাকে পিটিয়ে আহত, পরে বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত