Ajker Patrika

সমকামিতাসহ নানা অভিযোগ: ইবি শিক্ষকের কুশপুত্তলিকা দাহ, বিক্ষোভ

ইবি প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৭: ৩৬
সমকামিতাসহ নানা অভিযোগ: ইবি শিক্ষকের কুশপুত্তলিকা দাহ, বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘোরেন শিক্ষার্থীরা।

প্রধান ফটকে অবস্থান নিয়ে ফটকে কুশপুত্তলিকা টানিয়ে জুতা নিক্ষেপ করা হয়। পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অভিযুক্ত শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।

বিভিন্ন সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য ও হুমকির অভিযোগ এনে ওই শিক্ষকের পদত্যাগ দাবি করেন তাঁরা। শিক্ষার্থীদের অভিযোগ, সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম নারী শিক্ষার্থীদের পোশাক, পরিবার ও চেহারা নিয়ে প্রতিনিয়ত বাজে মন্তব্য করেন।

এ বিষয়ে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর ইসলাম বলেন, ‘বিভাগের শিক্ষার্থীদের মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। তিনি সমকামিতা সাপোর্ট করেন। অনেক শিক্ষার্থীকে তাঁর বাসায় ডেকে অফার করা হয়েছে। আমরা তাঁর বহিষ্কার চাই।’

ইবি-৩এর আগে গত ৮ অক্টোবর এসব অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে দশ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত