নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার এক হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে সাবেক এই সংসদ সদস্যকে আবদুর রউফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে মিরপুর পশ্চিম থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে মহিউদ্দিনের আইনজীবী জামিনের আবেদন করেন এবং রিমান্ড বাতিল চান। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল বুধবার বিকেলে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত বছর ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন আব্দুর রউফ। উত্তরা পশ্চিম থানা এলাকার বিএনএসের পাশে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় আব্দুর রউফের ভাই মো. সাকিব হাসান বাদী হয়ে গতকাল বুধবার উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৭৬ জনকে আসামি করা হয়।
মামলায় বলা হয়, শেখ হাসিনা, শেখ রেহানা এবং আওয়ামী লীগের নেতাদের নির্দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের সহযোগিতায় গুলি করে তাঁর ভাইকে হত্যা করেছেন।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আসামির বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডে অংশগ্রহণের তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে তিনি অর্থের জোগানদাতা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পেছনে যাঁরা রয়েছেন, ঘটনার সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন।
উল্লেখ্য, শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত। তিনি এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি।
ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার এক হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে সাবেক এই সংসদ সদস্যকে আবদুর রউফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে মিরপুর পশ্চিম থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে মহিউদ্দিনের আইনজীবী জামিনের আবেদন করেন এবং রিমান্ড বাতিল চান। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল বুধবার বিকেলে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত বছর ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন আব্দুর রউফ। উত্তরা পশ্চিম থানা এলাকার বিএনএসের পাশে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় আব্দুর রউফের ভাই মো. সাকিব হাসান বাদী হয়ে গতকাল বুধবার উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৭৬ জনকে আসামি করা হয়।
মামলায় বলা হয়, শেখ হাসিনা, শেখ রেহানা এবং আওয়ামী লীগের নেতাদের নির্দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের সহযোগিতায় গুলি করে তাঁর ভাইকে হত্যা করেছেন।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আসামির বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডে অংশগ্রহণের তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে তিনি অর্থের জোগানদাতা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পেছনে যাঁরা রয়েছেন, ঘটনার সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন।
উল্লেখ্য, শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত। তিনি এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি।
মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চবিদ্যালয়ে পরীক্ষায় ফেল করাদের টাকার বিনিময়ে উত্তীর্ণ করা, শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণ, ভবন নির্মাণে দুর্নীতি, আসবাব কেনাকাটায় অনিয়মসহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগেমৌলভীবাজারের কাউয়াদীঘি হাওর অধ্যুষিত রাজনগর ও সদর উপজেলায় পানিসংকটের কারণে ধান উৎপাদন অর্ধেকে নেমেছে। এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে মনু নদ সেচ প্রকল্প খনন না করায়। ভুক্তভোগী কৃষকদের দাবি, ১০৫ কিলোমিটার দীর্ঘ এই সেচনালা ধীরে ধীরে ভরাট হয়ে উঁচু হয়ে গেছে।
২ ঘণ্টা আগেকক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবনে গোলাম রব্বানী টিপু (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের হোটেল সি-গালসংলগ্ন সৈকততীরে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
২ ঘণ্টা আগেউত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাত ১১টার দিকে উত্তরা পূর্ব থানায় জড়ো হওয়া শুরু করেন। এ সময় তাঁরা ওসিকে গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম দেন।
২ ঘণ্টা আগে