জয়পুরহাট সীমান্তে আজ সকালে বেড়া নির্মাণ, কালই তুলে নেবে বিএসএফ

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২০: ৩৬
Thumbnail image
আজ মঙ্গলবার সকালে জয়পুরহাটের পাঁচবিবির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে বিজিবি সদস্যরা অবস্থান নেন। ছবি সংগৃহীত

জয়পুরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোর থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া ২৮১ নম্বর পিলার এলাকায় সীমান্তের শূন্যরেখার ২০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ।

বিষয়টি প্রথমে স্থানীয়দের নজরে আসে। পরে তাঁরা বিজিবিকে জানান। বিজিবি সদস্যদের হস্তক্ষেপে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহান জানান, খবর পেয়ে আজ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ করতে বলা হয়। তাঁরা কাজ বন্ধ করে চলে গেছেন।

তিনি আরও জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজ বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে। কিন্তু বিএসএফ সদস্যরা সে আইন উপেক্ষা করে এ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেন।

সীমান্ত এলাকার বাসিন্দা সোহরাব হোসেন জানান, তাঁরা আজ ভোরে লক্ষ্য করেন বিএসএফ শূন্যরেখার ভেতরে কাঁটাতারের বেড়া দিচ্ছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যদের জানানো হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৪টার দিকে সীমান্তের শূন্য রেখায় দুই দেশের ক্যাম্প কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই পতাকা বৈঠকে বিজিবির হাটখোলা বিওপির কমান্ডার শাহজাহান এবং বিএসএফের চকগোপাল ক্যাম্পের কোম্পানি কমান্ডার দিপক সিং উপস্থিত ছিলেন।

ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার সকালে নতুন করে যে খুঁটি ও কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, তা আগামীকাল বুধবারের মধ্যে তুলে নেবে বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহ জাহান সাংবাদিকদের জানান, পতাকা বৈঠকে ভারতীয় চকগোপাল ক্যাম্পের কমান্ডার দিপক সিং প্রতিশ্রুতি দেন, আজ সকালে তাঁরা সীমান্তে খুঁটিসহ কাঁটাতারের যতটুকু বেড়া দিয়েছেন, আগামীকাল বুধবারের মধ্যেই সেটুকু তুলে নেবেন।

এ বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, খবর পাওয়ামাত্র বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ সদস্যদের বাধা দেন। পরে তাঁরা কাজ বন্ধ করে চলে যান। এ নিয়ে বিজিবি–বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় সীমান্তে গ্রামবাসীও এতে যোগ দিলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান। বিএসএফ আপাতত বেড়া নির্মাণ বন্ধ রাখতে সম্মত হয়। সর্বশেষ গত ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই পারে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করে যা বললেন সারজিস

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চূড়ায় ঝুলছিল লাশ

সাইফের ওপর হামলার সন্দেহভাজন সাজ্জাদকে ছেলে দাবি করলেন ঝালকাঠির রুহুল আমিন

যৌন সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি: আজিজুল হক কলেজের শিক্ষক নেতাকে বদলি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত