নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে বালুমহাল ইজারার দরপত্র দাখিলকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের দোতলায় এসএ শাখার সামনে সংঘর্ষের সূত্রপাত, পরে তা অফিসের সামনের সড়ক পর্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ে।
এই সংঘর্ষে মো. রায়হান নামের এক ব্যক্তি আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি নগরের রাজপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, রায়হান জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকারের সঙ্গে দরপত্র জমা দিতে এসেছিলেন। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বেলা ১টা। সময় পেরিয়ে যাওয়ায় তাঁরা দরপত্র জমা দিতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর বালুমহালগুলো ইজারার দরপত্র দাখিলের শেষ সময় ছিল আজ বেলা ১টা। টেন্ডার বাক্স রাখা ছিল ডিসি অফিসের দোতলায় এসএ শাখার সামনে। বেলা ১টার পরে শামীম সরকার দরপত্র দাখিল করতে গেলে পুলিশ এবং আগেই যাঁরা দরপত্র দাখিল করেন তাঁরা বাধা দেন। এর ফলে শামীম সরকার দরপত্র জমা দিতে না পেরে তাঁর লোকজন নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এরপর গুড়িপাড়া এলাকা থেকে দরপত্র দাখিল করতে আসেন শহীদ হাজি, জহুরুল, নাজির, টিয়া, নুরু ও ফারুকসহ কয়েকজন।
তাঁরা নির্ধারিত সময়ের পরেও জোর করে দরপত্র বাক্সে ফেলে দেন। এ সময় ছাত্রদল নেতা শামীম সরকারের পক্ষের লোকজন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাঁদেরও এখন দরপত্র দাখিল করতে দিতে হবে বলে দাবি তোলেন। তখন গুড়িপাড়ার ওই লোকজনের সঙ্গে শামীমের লোকজনের সংঘর্ষ বেধে যায়। এসএ শাখার সামনেই শামীমের সঙ্গে আসা রায়হানকে পেটানো হয়। পরে দুই গ্রুপের মধ্যে ডিসি অফিসের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. যোবায়ের হোসেন বলেন, ‘মারামারির ঘটনা দেখেছি। তবে কী কারণে সেটা ঘটেছে তা বলতে পারব না।’ নির্ধারিত সময়ের পরেও দরপত্র বাক্সে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ রকম তো আমাকে কেউ বলেনি।’
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আহত রায়হান হাসপাতাল থেকে এসে থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীতে বালুমহাল ইজারার দরপত্র দাখিলকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের দোতলায় এসএ শাখার সামনে সংঘর্ষের সূত্রপাত, পরে তা অফিসের সামনের সড়ক পর্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ে।
এই সংঘর্ষে মো. রায়হান নামের এক ব্যক্তি আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি নগরের রাজপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, রায়হান জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকারের সঙ্গে দরপত্র জমা দিতে এসেছিলেন। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বেলা ১টা। সময় পেরিয়ে যাওয়ায় তাঁরা দরপত্র জমা দিতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর বালুমহালগুলো ইজারার দরপত্র দাখিলের শেষ সময় ছিল আজ বেলা ১টা। টেন্ডার বাক্স রাখা ছিল ডিসি অফিসের দোতলায় এসএ শাখার সামনে। বেলা ১টার পরে শামীম সরকার দরপত্র দাখিল করতে গেলে পুলিশ এবং আগেই যাঁরা দরপত্র দাখিল করেন তাঁরা বাধা দেন। এর ফলে শামীম সরকার দরপত্র জমা দিতে না পেরে তাঁর লোকজন নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এরপর গুড়িপাড়া এলাকা থেকে দরপত্র দাখিল করতে আসেন শহীদ হাজি, জহুরুল, নাজির, টিয়া, নুরু ও ফারুকসহ কয়েকজন।
তাঁরা নির্ধারিত সময়ের পরেও জোর করে দরপত্র বাক্সে ফেলে দেন। এ সময় ছাত্রদল নেতা শামীম সরকারের পক্ষের লোকজন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাঁদেরও এখন দরপত্র দাখিল করতে দিতে হবে বলে দাবি তোলেন। তখন গুড়িপাড়ার ওই লোকজনের সঙ্গে শামীমের লোকজনের সংঘর্ষ বেধে যায়। এসএ শাখার সামনেই শামীমের সঙ্গে আসা রায়হানকে পেটানো হয়। পরে দুই গ্রুপের মধ্যে ডিসি অফিসের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. যোবায়ের হোসেন বলেন, ‘মারামারির ঘটনা দেখেছি। তবে কী কারণে সেটা ঘটেছে তা বলতে পারব না।’ নির্ধারিত সময়ের পরেও দরপত্র বাক্সে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ রকম তো আমাকে কেউ বলেনি।’
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আহত রায়হান হাসপাতাল থেকে এসে থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন অফিসারকে ঈদের আগেই গেজেটভুক্ত করে যোগদান নিশ্চিতকরণের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছে গেজেট বঞ্চিতরা। পথিমধ্যে পদযাত্রায় পুলিশ বাধা প্রদান করে তাদের থামিয়ে দেয়। পরে আন্দোলনকারীদের থেকে পাঁচজন প্রতিনিধিকে মন্ত্রণালয়ে পাঠানো হয়।
৪ মিনিট আগেনীলফামারীর কিশোরগঞ্জে এক নারীসহ থাই জুয়া ও ভিসা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার পুটিমারীর ভেড়ভেড়ী ডাউয়ারতল গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেদিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শীলা খনি থেকে পুনরায় পাথর তোলা শুরু হয়েছে। এক মাস বন্ধ থাকার পর আজ বুধবার সকাল ৭টা থেকে পাথর তোলার কাজ শুরু করেন শ্রমিকেরা। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ ফেব্রুয়ারি খনির ভূগর্ভ থেকে পাথর তুলা বন্ধ হয়ে যায়। বিদেশ থেকে যন্ত্রাংশ এনে স্থাপন করে আবারও পাথর...
১১ মিনিট আগেকমলাপুর রেলস্টেশনে কন্টেইনারবাহী ট্রেনের একটা বগি লাইনচ্যুত হয়ে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ বুধবার সকাল ১১টা ৩৫ মিনিটের লাইনচ্যুতির ঘটনা ঘটে। দুপুর ১টা ১০ মিনিট থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
২৩ মিনিট আগে