ওএমএসের ডিলারের বাড়ি থেকে টিসিবির ১৯২ বোতল তেল ও ৫ বস্তা ডাল জব্দ 

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
Thumbnail image

বরিশালের মুলাদীতে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির এক ডিলারের বাড়ি থেকে ১৯২ বোতল সরকারি সয়াবিন তেল ও ৫ বস্তা মসুর ডাল জব্দ করেছে প্রশাসন। আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের গলইভাঙা গ্রামে ওই ডিলারের বাড়ি থেকে এসব সরকারি পণ্য জব্দ করা হয়।

নাজমুল গাছুয়া ইউনিয়নের ওএমএস কর্মসূচির ডিলার নাজমুল সরদারের বাড়ি ওই একই গ্রামে। তিনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) ডিলার থেকে সরকারের ভর্তুকি মূল্যের পণ্য অবৈধভাবে কিনে মজুত করেছিলেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ ঘটনায় গলইভাঙা গ্রামের জনদের আলী হাওলাদারের ছেলে হাসান হাওলাদার বাদী হয়ে আজ বুধবার সন্ধ্যায় মুলাদী থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে নাজমুল আত্মগোপন করেছেন বলে জানায় উপজেলা প্রশাসন।

তবে নাজমুল উপজেলার কোন টিসিবি ডিলারের কাছ থেকে পণ্যগুলো ক্রয় করেছিলেন তা জানা যায়নি।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার খেজুরতলা বাজারের জনৈক ব্যবসায়ী হাসান ব্যাপারী বাজারের পাইকারি মূল্যের চেয়ে কমদামে সয়াবিন তেল ও মসুর ডাল খুচরায় বিক্রি করেন। এতে অন্য ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা হাসান ব্যাপারীর মালামাল ক্রয়ের বিষয়ে খোঁজ নেন। পরে ব্যবসায়ীরা জানতে পারেন, হাসান ওএমএসের ডিলার নাজমুলের কাছ থেকে অপেক্ষাকৃত কমদামে টিসিবির তেল ও ডাল কেনেন। ব্যবসায়ী ও স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পুলিশে সংবাদ দিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

ওই সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা ও মুলাদী থানার উপপরিদর্শক হারুন অর রশিদ অভিযান চালিয়ে নাজমুলের বাড়িসহ তাঁর প্রতিবেশী অপু হাওলাদার ও সিদ্দিক হাওলাদারের ঘর থেকে টিসিবির লেবেল লাগানো দুই লিটারের ১২৯ বোতল এবং এক লিটারের ৬২ বোতল সয়াবিন তেল জব্দ করেন। এ সময় তাদের বাসা থেকে ৫ বস্তা মসুর ডাল পাওয়া যায়।

মামলার বাদী হাসান হাওলাদার বলেন, টিসিবি পণ্য সাধারণ মানুষকে না দিয়ে ডিলারেরা অবৈধভাবে বিক্রি করেছেন। নাজমুল সেই পণ্য কিনে ডিলারদের সহযোগিতা করায় জনস্বার্থে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা বলেন, টিসিবির পণ্য সংশ্লিষ্ট ডিলার ব্যতীত অন্য কারও দখলে থাকতে পারে না। পণ্যগুলো ভোক্তাদের না দিয়ে অবৈধভাবে বিক্রি করা হয়েছে। টিসিবির ডিলার এবং নাজমুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, সরকারের ভর্তুকি মূল্যের পণ্য জব্দের ঘটনা নিয়মিত মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে টিসিবির ডিলারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত