নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদ হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নি এ রায় দেন।
দণ্ডিতরা হলেন কাজী আহসান তাকবীর, কাজল ও লাল চান। আসামিদের মধ্যে কাজলকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। সাজা পরোয়ানা দিয়ে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।
অপর দুই আসামি পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
আদালত রায়ে উল্লেখ করেছেন, আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে। পলাতকেরা গ্রেপ্তার হওয়ার পর অথবা দেশের কোনো আদালতে আত্মসমর্পণের পর দণ্ড কার্যকর হবে। ঢাকা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ইকবাল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে জাহিদ হোসেনের পূর্ব থেকে শত্রুতা ছিল। এরই জেরে ২০১৩ সালের ১৭ জুলাই বেলা আড়াইটার দিকে লাল চান তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সাভার থানার আড়াপাড়ার হিজলা পাড়া হেলালের বাড়ির সামনে নিয়ে আসামিরাসহ আরও পাঁচ-সাতজন জাহিদ হোসেনকে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন উদ্ধার করে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ হোসেন।
এ ঘটনায় তাঁর বাবা মো. আনোয়ার হোসেন সাভার থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ঢাকা জেলার গোয়েন্দা শাখা উত্তরের এসআই জাহিদুল ইসলাম ২০১৫ সালের ৩০ আগস্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
ঢাকার সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদ হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নি এ রায় দেন।
দণ্ডিতরা হলেন কাজী আহসান তাকবীর, কাজল ও লাল চান। আসামিদের মধ্যে কাজলকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। সাজা পরোয়ানা দিয়ে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।
অপর দুই আসামি পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
আদালত রায়ে উল্লেখ করেছেন, আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে। পলাতকেরা গ্রেপ্তার হওয়ার পর অথবা দেশের কোনো আদালতে আত্মসমর্পণের পর দণ্ড কার্যকর হবে। ঢাকা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ইকবাল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে জাহিদ হোসেনের পূর্ব থেকে শত্রুতা ছিল। এরই জেরে ২০১৩ সালের ১৭ জুলাই বেলা আড়াইটার দিকে লাল চান তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সাভার থানার আড়াপাড়ার হিজলা পাড়া হেলালের বাড়ির সামনে নিয়ে আসামিরাসহ আরও পাঁচ-সাতজন জাহিদ হোসেনকে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন উদ্ধার করে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ হোসেন।
এ ঘটনায় তাঁর বাবা মো. আনোয়ার হোসেন সাভার থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ঢাকা জেলার গোয়েন্দা শাখা উত্তরের এসআই জাহিদুল ইসলাম ২০১৫ সালের ৩০ আগস্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
বরিশাল নগরীর ওপর দিয়ে যাওয়া মহাসড়কের অংশ দখল করে নির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্ক’ অবশেষে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি ভেঙে ফেলতে আজ বৃহস্পতিবার দরপত্র আহ্বান করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
৩ মিনিট আগেসাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার বেলা ১টা ৪৫ মিনিটের দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বের হন। এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের...
১০ মিনিট আগেরাজশাহীর সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন আত্মগোপনে। নগরের উপশহরে তাঁর বাড়িটির দরজা-জানালাও খুলে নেওয়া হয়েছে। পরিত্যক্ত সেই বাড়িতে এক কলেজছাত্রকে আটকে রেখে চার তরুণ দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২৩ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ চরঘেরা ও বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো সাগরপাড়ে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ও গুলিয়াখালী ঘাটে মৎস্য দপ্তর ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
৩৮ মিনিট আগে