Ajker Patrika

গাজীপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ২

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় আজ রোববার সকালে সড়ক দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় আজ রোববার সকালে সড়ক দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে তাকওয়া পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল ইসলাম। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে তাকওয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে এসে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এম আশরাফুল ইসলাম বলেন, বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। যাত্রীদের অপর দুজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ মরদেহ উদ্ধার করে তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত