নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএসএমএমইউর (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক ডা. অনিন্দিতা দত্তকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত একদল লোক অনিন্দিতা দত্তকে ক্যানসার ভবনে তাঁর কার্যালয়ে আটকে রাখেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সূত্রে জানা যায়, ডা. অনিন্দিতাকে সেনাবাহিনীর সদস্যরা অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে গেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ সাংবাদিকদের জানান, ডা. অনিন্দিতাকে ক্যানসার ভবনে কয়েকজন ব্যক্তি অবরুদ্ধ করে রেখেছিল। তবে কী কারণে তাঁকে অবরুদ্ধ করা হয়েছিল, তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
রেজিস্ট্রার কার্যালয় বলছে, ডা. অনিন্দিতা দত্ত বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। বিভাগটি বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে (ক্যানসার ভবন)। তাঁর বাবা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপাচার্য ছিলেন। ২০২১ সালে তিনি কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।
কয়েকজন চিকিৎসক জানান, ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় কয়েকটি মামলা হয়েছে। সেসব মামলায় অনিন্দিতা দত্তকেও আসামি করা হয়েছে বলে তাঁরা শুনেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনিন্দিতা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন না। দুদিন ধরে তিনি আসা শুরু করেছিলেন। সকালে একদল লোক এসে ক্যানসার ভবনের চারতলার একটি কক্ষে অনিন্দিতাকে আটকে রাখেন। খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ এবং বেলা দেড়টার দিকে সেনাসদস্যরা ঘটনাস্থলে আসেন।
বিএসএমএমইউর (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক ডা. অনিন্দিতা দত্তকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত একদল লোক অনিন্দিতা দত্তকে ক্যানসার ভবনে তাঁর কার্যালয়ে আটকে রাখেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সূত্রে জানা যায়, ডা. অনিন্দিতাকে সেনাবাহিনীর সদস্যরা অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে গেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ সাংবাদিকদের জানান, ডা. অনিন্দিতাকে ক্যানসার ভবনে কয়েকজন ব্যক্তি অবরুদ্ধ করে রেখেছিল। তবে কী কারণে তাঁকে অবরুদ্ধ করা হয়েছিল, তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
রেজিস্ট্রার কার্যালয় বলছে, ডা. অনিন্দিতা দত্ত বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। বিভাগটি বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে (ক্যানসার ভবন)। তাঁর বাবা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপাচার্য ছিলেন। ২০২১ সালে তিনি কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।
কয়েকজন চিকিৎসক জানান, ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় কয়েকটি মামলা হয়েছে। সেসব মামলায় অনিন্দিতা দত্তকেও আসামি করা হয়েছে বলে তাঁরা শুনেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনিন্দিতা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন না। দুদিন ধরে তিনি আসা শুরু করেছিলেন। সকালে একদল লোক এসে ক্যানসার ভবনের চারতলার একটি কক্ষে অনিন্দিতাকে আটকে রাখেন। খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ এবং বেলা দেড়টার দিকে সেনাসদস্যরা ঘটনাস্থলে আসেন।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যকার নৌপথে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। পারাপারের জন্য চলাচল করবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ।
১৩ মিনিট আগেরাজশাহীতে তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম লিটন সরদার (৪০)। গতকাল রোববার সন্ধ্যায় বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে থানা-পুলিশে সোপর্দ করা হয়।
১৫ মিনিট আগেবগুড়ার শেরপুরে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনজনের বাড়িই মির্জাপুর ইউনিয়নের বিরইল পূর্বপাড়া গ্রামে।
৩০ মিনিট আগেবরগুনায় এক শিশুকে ধর্ষণ এবং তার বাবাকে হত্যা করা পরিবারটির খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি আজ সোমবার সকালে ভুক্তভোগীদের বাড়িতে যান এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির এসব কথা বলেন।
৩৬ মিনিট আগে