বিএনপি নেতার বাড়ি থেকে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, আটক ১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জহিরুল হক জুরু মিয়ার বাড়ি থেকে ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় শাহিন (৩২) নামের একজনকে আটক করা হয়েছে। আটক শাহিন ঘোলখার গ্রামের মৃত গোলাপ খানের ছেলে। 

আজ সোমবার দুপুরের দিকে ৫ হাজার সয়াবিন তেল জব্দ করার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সরকার। এর আগে গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে ধরখার পুলিশ ফাঁড়ির সহযোগিতায় ঢাকার রূপগঞ্জ থানা-পুলিশ তেলগুলো জব্দ করে। 

এ বিষয়ে ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ আলম বলেন, ‘রাতে গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় আমরা রূপগঞ্জ থানা-পুলিশকে সহযোগিতা করেছি।’ 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, ‘ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি চুরির মামলার ঘটনায় চুরি যাওয়া ৫ হাজার লিটার সয়াবিন তেল, ধরখার ইউনিয়নের বিএনপি নেতা জহিরুল হক জুরু মিয়ার বাড়ি থেকে জব্দ করা হয়েছে। আমরা রূপগঞ্জ থানা-পুলিশকে সহযোগিতা করেছি মাত্র।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত