ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বোয়ালিয়া গ্রামের বিআরবি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটার করাতকল ও ৩ লাখ কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর উপজেলার আরও দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে।
অভিযানে হরিণাকুণ্ডু উপজেলার সহকারী কমিশনার ভূমি ইষিতা আক্তার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাছির রহমান, পরিদর্শক আশরাফ আলীসহ বিভিন্ন কর্মকর্তা অভিযানের সময় উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ আইন অমান্য করে ভাটাই করাতকল স্থাপনের ঘটনায় ‘চিমনির পাশেই করাতকল, ভাটায় দিনে পোড়ানো হচ্ছে ৭ শতাধিক মণ কাঠ’ শিরোনামে আজকের পত্রিকা অনলাইনে গত ১১ জানুয়ারি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর আজ বুধবার ভাটায় অভিযান চালায়।
অভিযানের সময় আইন না মেনে ভাটায় করাতকল স্থাপন করে সেখান থেকে কাঠ ফাড়াই করে ভাটায় দেওয়া হতো। এরপর সেই কাঠে আগুন দিয়ে পোড়ানো হতো ইট। এ ছাড়া ভাটায় বিভিন্ন এলাকা থেকে এনে ৭ শতাধিক মণ কাঠ পোড়ানো হয় প্রতিদিন। এতে কমছে গাছের সংখ্যা, ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবেশ।
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাছির রহমান বলেন, আইন না মেনে করাতকল স্থাপন ও পরিবেশ ধ্বংসের বিষয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে আসে। পরবর্তীতে এই ঘটনায় বিআরবি ভাটায় অভিযান চালিয়েছি। এ সময় করাতকল ও যন্ত্রপাতি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সঙ্গে তিন লাখ কাচা ইট ভেঙে দেওয়া হয়েছে এবং আইন অমান্য করাই জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।
মুনতাছির রহমান আরও বলেন, এই ভাটার সঙ্গে উপজেলার ভাই ভাই ব্রিকস ও আরাফ ব্রিকসে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বোয়ালিয়া গ্রামের বিআরবি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটার করাতকল ও ৩ লাখ কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর উপজেলার আরও দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে।
অভিযানে হরিণাকুণ্ডু উপজেলার সহকারী কমিশনার ভূমি ইষিতা আক্তার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাছির রহমান, পরিদর্শক আশরাফ আলীসহ বিভিন্ন কর্মকর্তা অভিযানের সময় উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ আইন অমান্য করে ভাটাই করাতকল স্থাপনের ঘটনায় ‘চিমনির পাশেই করাতকল, ভাটায় দিনে পোড়ানো হচ্ছে ৭ শতাধিক মণ কাঠ’ শিরোনামে আজকের পত্রিকা অনলাইনে গত ১১ জানুয়ারি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর আজ বুধবার ভাটায় অভিযান চালায়।
অভিযানের সময় আইন না মেনে ভাটায় করাতকল স্থাপন করে সেখান থেকে কাঠ ফাড়াই করে ভাটায় দেওয়া হতো। এরপর সেই কাঠে আগুন দিয়ে পোড়ানো হতো ইট। এ ছাড়া ভাটায় বিভিন্ন এলাকা থেকে এনে ৭ শতাধিক মণ কাঠ পোড়ানো হয় প্রতিদিন। এতে কমছে গাছের সংখ্যা, ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবেশ।
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাছির রহমান বলেন, আইন না মেনে করাতকল স্থাপন ও পরিবেশ ধ্বংসের বিষয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে আসে। পরবর্তীতে এই ঘটনায় বিআরবি ভাটায় অভিযান চালিয়েছি। এ সময় করাতকল ও যন্ত্রপাতি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সঙ্গে তিন লাখ কাচা ইট ভেঙে দেওয়া হয়েছে এবং আইন অমান্য করাই জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।
মুনতাছির রহমান আরও বলেন, এই ভাটার সঙ্গে উপজেলার ভাই ভাই ব্রিকস ও আরাফ ব্রিকসে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘জুলাই-আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যারা ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে, তাদের বিচার হবে।’
২ মিনিট আগেযশোর শহরে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান যুবদলের নেতা-কর্মীরা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেলে গিয়ে এগুলো বন্ধ দেখা যায়। প্রতিষ্ঠানগুলো হলো ঈগল পরিবহনের মনিহার টিকিট কাউন্টার এবং ঈগল পরিবহনের স্বত্বাধিকারী পবিত্র কাপুড়িয়ার মালিকানাধীন এম কে মোটরস ও দাউদ খানের খান মোটরস। গত সোমবার সন্ধ্যায়
১২ মিনিট আগেচট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) থেকে অন্তত ১০ কোটি টাকা লুটপাটের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ নুরুল ইসলা
১৯ মিনিট আগেপদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ছয়জন কর্মকর্তা। ১২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে তাঁদের নামে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২৫ মিনিট আগে