Ajker Patrika

জাবি শিক্ষার্থী রাচি নিহতের ঘটনায় অটোরিকশা চালক গ্রেপ্তার

জাবি প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৩: ৫০
গ্রেপ্তার রিকশাচালক আরজু মিয়া। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার রিকশাচালক আরজু মিয়া। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় ওই রিকশাচালকের বাসা থেকে তাঁকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই দিন রাত ২টার দিকে আশুলিয়া থানা-পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, আমরা রিকশাচালককে গ্রেপ্তার করেছি এবং তাঁকে আদালতে সোপর্দ করেছি। এ ঘটনায় আমরা তদন্ত প্রতিবেদন জমা দেব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা পুলিশের সহায়তায়, গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং আমাদের তদন্ত কমিটির তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে এই রিকশাচালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছি। তাকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা কারিম রাচি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাচি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত