সিলেটে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল শনিবার

সিলেট প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২২: ১২
Thumbnail image
সিলেটের এই মঞ্চে কাল আলোচনা করবেন আজহারী। ছবি: সংগৃহীত

সিলেটে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। আগামীকাল শনিবার সিলেটের এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিন সন্ধ্যায় আলোচনা করবেন তিনি।

আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘সিলেট বিভাগের বন্ধুরা, ইনশা আল্লাহ আগামীকাল থাকব সিলেটের এমসি কলেজ ময়দানে, আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী তাফসির মাহফিলে প্রথমবারের মতো বক্তব্য দেবেন আজহারী। এর আগে গ্রেপ্তার হওয়ার আগপর্যন্ত এই মাহফিলে টানা ৩৫ বছর বক্তব্য দিয়েছেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।

সিলেটের এই মঞ্চে কাল আলোচনা করবেন আজহারী। ছবি: সংগৃহীত
সিলেটের এই মঞ্চে কাল আলোচনা করবেন আজহারী। ছবি: সংগৃহীত

আঞ্জুমানে খেদমতে কোরআনের কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম বাবুল বলেন, মাহফিলে ১০ লাখের বেশি মানুষের সমাগম হতে পারে। লক্ষ লক্ষ লোকসমাগমের কথা চিন্তা করে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনভোগান্তি এড়াতে এবং মাহফিলে আসা মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। পাশাপাশি আয়োজকদের পক্ষে মাঠে আড়াই হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, ‘তাফসির মাহফিল ঘিরে আমাদের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা রয়েছে। সাত শর বেশি পুলিশ সদস্য মাঠে রয়েছেন। আমরা বাইরে থেকে অতিরিক্ত ২০০ ফোর্স এনেছি। আশা করছি, তিন দিনব্যাপী মাহফিল সুশৃঙ্খলভাবে সমাপ্ত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত