নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুজন প্রকল্প পরিচালকের (পিডি) দুটি দরপত্র প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই শতাধিক ঠিকাদার। জানা গেছে, দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে তাঁরা কয়েক হাজার শিডিউল কিনেছিলেন। প্রতিটি শিডিউলের মূল্য ছিল এক হাজার টাকা। এই টাকা আর ফেরত পাবেন না তাঁরা। সব মিলিয়ে এসব ঠিকাদারের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ-দ্বিতীয় পর্যায়’ প্রকল্পের পরিচালক নাজিরুল ইসলাম সম্প্রতি ২৬টি লটে একটি দরপত্র আহ্বান করেছিলেন। প্রতিটি লটে ২৭ লাখ ৫৬ হাজার ৭১২ টাকার কাজ ছিল। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিল পুনঃখননের এই কাজ করার কথা ছিল। প্রতিটি লটে দরপত্রে অংশ নিতে ঠিকাদারদের এক হাজার টাকা মূল্যের শিডিউল কিনতে হয়েছিল। ২৬ লটের এক সেট শিডিউলের মূল্য ছিল ২৬ হাজার টাকা। কাজ পাওয়ার আশায় অনেক ঠিকাদার তিন-চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্সে কয়েক সেট করে দরপত্র কিনেছিলেন। ২৭ জানুয়ারি পর্যন্ত ই-জিপিতে দরপত্র দাখিল করার সময় ছিল। কিন্তু গত রোববার ঠিকাদারেরা জানতে পারেন, দরপত্র প্রক্রিয়া স্থগিত করে দিয়েছেন পিডি নাজিরুল ইসলাম। এ খবর জানাজানির পর ঠিকাদারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
জানা গেছে, এই টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়ে প্রায় ১৫০ ঠিকাদারের
এক কোটি টাকার ক্ষতি হয়েছে। বিএমডিএর একজন ঠিকাদার বলেন, ‘পিডি নাজিরুল টাকা নিয়ে কাজ দেন। এবার হয়তো টাকার হিসাবটি ঠিকমতো মেলেনি। ফলে তিনি কাউকেই কাজ না দিয়ে স্থগিত করে দিয়েছেন।’
এদিকে বিএমডিএর ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের পিডি শহীদুর রহমান সম্প্রতি বিএমডিএর গভীর নলকূপের পাইপলাইন সম্প্রসারণকাজের দরপত্র আহ্বান করেছিলেন। ৯৫টি লটে মোট ১৯ কোটি টাকার এই কাজের দরপত্র আহ্বান করা হয়। প্রতিটি লটে কাজ ছিল ২০ লাখ টাকার। প্রতিটি লটেরই কাজের শিডিউল মূল্য ছিল এক হাজার টাকা। বেশির ভাগ ঠিকাদার সব কটি লটের জন্য ৯৫ হাজার টাকা দিয়ে শিডিউল কিনেছিলেন। একাধিক লাইসেন্সে অনেকে কয়েক সেট শিডিউল কেনেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই দরপত্র আহ্বান করার পরই ৫ জানুয়ারি রাজশাহীর প্রয়াত এক জামায়াত নেতার ছেলে তাঁর অনুসারীদের নিয়ে পিডির কার্যালয়ে যান। তাঁদের কাজ দেওয়ার জন্য চাপ দেন। পিডি বলেছিলেন, ই-জিপি সিস্টেমে কাউকে কাজ দেওয়ার ক্ষমতা তার নেই। পরে তাঁকে লাঞ্ছিত করা হয়। দপ্তরে ভাঙচুরও করা হয়। পরে গত বৃহস্পতিবার দরপত্র প্রক্রিয়া স্থগিত করেন পিডি।
শহীদুর বলেন, ‘টেন্ডার আবার করা হবে। কাজ চলছে।’ তিনি জানান, এবার আর ই-জিপি প্রক্রিয়ায় নয়, লটারিতে কাজ দেওয়া হবে। এটা মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া হয়েছে। তাঁকে লাঞ্ছিত করার কারণেই লটারির প্রক্রিয়ায় যাওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকটা সে রকমই।’
পিডি নাজিরুল ইসলাম স্বেচ্ছাচারিতার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার প্রকল্প রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায়। দরপত্রে শুধু এই তিন জেলার ঠিকাদারদেরই অংশ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বিএমডিএর কার্যক্রম চলে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায়। ঠাকুরগাঁও-দিনাজপুরের লোকজন দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে না পেরে ক্ষুব্ধ হয়েছেন। তাঁরা আন্দোলন করার হুমকি দিচ্ছেন। তাই দরপত্র স্থগিত করা হয়েছে।’
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুজন প্রকল্প পরিচালকের (পিডি) দুটি দরপত্র প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই শতাধিক ঠিকাদার। জানা গেছে, দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে তাঁরা কয়েক হাজার শিডিউল কিনেছিলেন। প্রতিটি শিডিউলের মূল্য ছিল এক হাজার টাকা। এই টাকা আর ফেরত পাবেন না তাঁরা। সব মিলিয়ে এসব ঠিকাদারের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ-দ্বিতীয় পর্যায়’ প্রকল্পের পরিচালক নাজিরুল ইসলাম সম্প্রতি ২৬টি লটে একটি দরপত্র আহ্বান করেছিলেন। প্রতিটি লটে ২৭ লাখ ৫৬ হাজার ৭১২ টাকার কাজ ছিল। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিল পুনঃখননের এই কাজ করার কথা ছিল। প্রতিটি লটে দরপত্রে অংশ নিতে ঠিকাদারদের এক হাজার টাকা মূল্যের শিডিউল কিনতে হয়েছিল। ২৬ লটের এক সেট শিডিউলের মূল্য ছিল ২৬ হাজার টাকা। কাজ পাওয়ার আশায় অনেক ঠিকাদার তিন-চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্সে কয়েক সেট করে দরপত্র কিনেছিলেন। ২৭ জানুয়ারি পর্যন্ত ই-জিপিতে দরপত্র দাখিল করার সময় ছিল। কিন্তু গত রোববার ঠিকাদারেরা জানতে পারেন, দরপত্র প্রক্রিয়া স্থগিত করে দিয়েছেন পিডি নাজিরুল ইসলাম। এ খবর জানাজানির পর ঠিকাদারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
জানা গেছে, এই টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়ে প্রায় ১৫০ ঠিকাদারের
এক কোটি টাকার ক্ষতি হয়েছে। বিএমডিএর একজন ঠিকাদার বলেন, ‘পিডি নাজিরুল টাকা নিয়ে কাজ দেন। এবার হয়তো টাকার হিসাবটি ঠিকমতো মেলেনি। ফলে তিনি কাউকেই কাজ না দিয়ে স্থগিত করে দিয়েছেন।’
এদিকে বিএমডিএর ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের পিডি শহীদুর রহমান সম্প্রতি বিএমডিএর গভীর নলকূপের পাইপলাইন সম্প্রসারণকাজের দরপত্র আহ্বান করেছিলেন। ৯৫টি লটে মোট ১৯ কোটি টাকার এই কাজের দরপত্র আহ্বান করা হয়। প্রতিটি লটে কাজ ছিল ২০ লাখ টাকার। প্রতিটি লটেরই কাজের শিডিউল মূল্য ছিল এক হাজার টাকা। বেশির ভাগ ঠিকাদার সব কটি লটের জন্য ৯৫ হাজার টাকা দিয়ে শিডিউল কিনেছিলেন। একাধিক লাইসেন্সে অনেকে কয়েক সেট শিডিউল কেনেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই দরপত্র আহ্বান করার পরই ৫ জানুয়ারি রাজশাহীর প্রয়াত এক জামায়াত নেতার ছেলে তাঁর অনুসারীদের নিয়ে পিডির কার্যালয়ে যান। তাঁদের কাজ দেওয়ার জন্য চাপ দেন। পিডি বলেছিলেন, ই-জিপি সিস্টেমে কাউকে কাজ দেওয়ার ক্ষমতা তার নেই। পরে তাঁকে লাঞ্ছিত করা হয়। দপ্তরে ভাঙচুরও করা হয়। পরে গত বৃহস্পতিবার দরপত্র প্রক্রিয়া স্থগিত করেন পিডি।
শহীদুর বলেন, ‘টেন্ডার আবার করা হবে। কাজ চলছে।’ তিনি জানান, এবার আর ই-জিপি প্রক্রিয়ায় নয়, লটারিতে কাজ দেওয়া হবে। এটা মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া হয়েছে। তাঁকে লাঞ্ছিত করার কারণেই লটারির প্রক্রিয়ায় যাওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকটা সে রকমই।’
পিডি নাজিরুল ইসলাম স্বেচ্ছাচারিতার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার প্রকল্প রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায়। দরপত্রে শুধু এই তিন জেলার ঠিকাদারদেরই অংশ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বিএমডিএর কার্যক্রম চলে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায়। ঠাকুরগাঁও-দিনাজপুরের লোকজন দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে না পেরে ক্ষুব্ধ হয়েছেন। তাঁরা আন্দোলন করার হুমকি দিচ্ছেন। তাই দরপত্র স্থগিত করা হয়েছে।’
পাবনা সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জামুয়া গুচ্ছগ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৬০টি ঘর গুঁড়িয়ে দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, স্থানীয় জামায়াত ও বিএনপি-সমর্থিত কিছু লোক ঘর স্থাপন করা ওই জমি নিজেদের দাবি করে পরিবারগুলোকে জোর করে তুলে দিয়েছে। একই সঙ্গে ঘর ভেঙে সবকি
৩ ঘণ্টা আগেবাবা আনারুল ইসলাম খেতে দিনমজুরের কাজ করেন। শারীরিকভাবেও অসুস্থ। মা শিল্পী খাতুন বাড়িতে হাঁস-মুরগি ও ছাগল পালন করেন। এভাবেই চলছে সংসার। এই পরিবারের সন্তান মো. মেহেদী হাসান অভাব-অনটন জয় করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তাঁর সাফল্যে পরিবারে খুশির বন্যা বয়ে গেলেও পড়াশোনার খরচ চালিয়ে নে
৩ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি প্রকল্পে ব্যবহারের অজুহাতে কুশিয়ারা নদীতে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে অবাধে চলছে বালু উত্তোলন; যা অন্য জায়গায় বিক্রি করার অভিযোগ উঠেছে। অতিরিক্ত বালু তোলার ফলে হুমকির মুখে পড়েছে ফসল রক্ষা বেড়িবাঁধ, ফসলি জমি, ঘরবাড়িসহ ১৫০ কোটি টাকার রানীগঞ্জ সেতু।
৩ ঘণ্টা আগেবৈঠকে প্রতিশ্রুতি দিয়েও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্বউচনা ঘোনাপাড়া সীমান্তের খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ। গতকাল মঙ্গলবার ভোর থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া ২৮১ নম্বর পিলার এলাকায় সীমান্তের শূন্যরেখার ২০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ।
৪ ঘণ্টা আগে