নোয়াখালীতে অটোরিকশাচালক হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি
Thumbnail image
প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলার সিএনজিচালিত অটোরিকশাচালক চাঁন মিয়া হত্যার ঘটনায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক জেলা জজ মো. আহসান তারেক শুনানি শেষে এ রায় দেন। রায়ের সময় আসামি সোহেল রানা আদালতে উপস্থিত ছিলেন। অপর ১১ আসামি পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৯ নভেম্বর সকাল ৮টার দিকে চাটখিল উপজেলার নাহারখিল আব্দুল পাটোয়ারী বাড়ি থেকে নিজের অটোরিকশা নিয়ে বের হন চাঁন মিয়া। সেদিন তিনি বাড়ি ফেরেননি। পরদিন বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কুমিল্লা সীমান্ত এলাকার একটি বাড়ির পাশে লাশ পাওয়া যায়। লাশের গলা, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং তাঁর অটোরিকশাটি ছিনতাই হয়েছিল।

এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী নূর জাহান বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সোনাইমুড়ী থানায় একটি মামলা করেন।

আদালত সূত্রে আরও জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। যার মধ্যে আসামি রুবেল ও নাজিম দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। এরই মধ্যে এক আসামি মৃত্যুবরণ করেন। অপর ১২ আসামি আদালতে হাজির হয়ে জামিনে গিয়ে পালিয়ে যান। আজ দুপুরে আসামি সোহেল রানার উপস্থিতিতে অভিযুক্ত ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারক।

বিশেষ দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপক্কার হোসেন মো. খাইরুল ওয়ালা বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার পর আসামি সোহেল রানাকে কারাগারে প্রেরণ ও পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত