ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩

ময়মনসিংহ প্রতিনিধি
Thumbnail image
রহমতপুর বাইপাস আজহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড ঘটে। গতকাল তোলা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস আজহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ তোফাজ্জল হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকার চালকসহ মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ ৫ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আব্দুল কুদ্দুস নামে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান। বর্তমানে দগ্ধ দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি ৪ জন আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন—প্রাইভেটকার চালক সদর উপজেলার কিছমত গ্রামের জামাল উদ্দিনের ছেলে হিমেল মুন্সী (২৫), রহমতপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (২৯), সদর উপজেলার আব্দুস সালামের ছেলে তোফাজ্জল হোসেন (৪৫)।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান তোফাজ্জল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সময় ঢাকা থেকে আনা একটি এলপিজি গ্যাসের ট্রাংক লড়ি থেকে গ্যাস নামানো হচ্ছিল। একটু দূরেই একটি প্রাইভেটকারে গ্যাস দেওয়া হচ্ছিল। এ সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলে ৭টি গাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এর মধ্যে একটি প্রাইভেটকার, তিনটি সিএনজিসহ অন্যান্য গাড়ি রয়েছে।

এ সময় ভস্মীভূত প্রাইভেটকার থেকে হিমেল নামের এক অগ্নিদগ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ ৭ জন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। এর আগে ওই দিন বেলা আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত