নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলাচলে কঠোর নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র শ্রেণির মানুষেরা। এ অবস্থায় লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও ভাসমান মানুষদের সহায়তায় ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী সব জেলা প্রশাসকের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করেছেন। এই অর্থ জেলাগুলোর জনসংখ্যা এবং ত্রাণের চাহিদার ভিত্তিতে বরাদ্দ করা হয়েছে।
স্থানীয় তালিকা অনুসারে তৃণমূলের অভাবগ্রস্ত ব্যক্তিদের মধ্যে এই তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান ইহসানুল করিম।
করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকমাত্রায় বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল প্রথম গণপরিবহনসহ চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। পরিস্থিতি বিবেচনায় সাত দিনের জন্য ঘৌষিত এই বিধিনিষেধের মেয়াদ আরও দুদিন বাড়ানো হয়। পরে গত ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের `সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করে সরকার। লিখিতভাবে যদিও একে চলাচলে কঠোর বিধিনিষেধ বলা হচ্ছে। এই কঠোর বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।
অবশ্য তার আগেই নতুন করে এই কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল করা হয়েছে। এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন দরিদ্র শ্রেণির মানুষেরা। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত নিম্ন আয়ের মানুষের অনেকেই কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বরাদ্দ করা হয়েছে।
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলাচলে কঠোর নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র শ্রেণির মানুষেরা। এ অবস্থায় লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও ভাসমান মানুষদের সহায়তায় ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী সব জেলা প্রশাসকের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করেছেন। এই অর্থ জেলাগুলোর জনসংখ্যা এবং ত্রাণের চাহিদার ভিত্তিতে বরাদ্দ করা হয়েছে।
স্থানীয় তালিকা অনুসারে তৃণমূলের অভাবগ্রস্ত ব্যক্তিদের মধ্যে এই তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান ইহসানুল করিম।
করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকমাত্রায় বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল প্রথম গণপরিবহনসহ চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। পরিস্থিতি বিবেচনায় সাত দিনের জন্য ঘৌষিত এই বিধিনিষেধের মেয়াদ আরও দুদিন বাড়ানো হয়। পরে গত ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের `সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করে সরকার। লিখিতভাবে যদিও একে চলাচলে কঠোর বিধিনিষেধ বলা হচ্ছে। এই কঠোর বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।
অবশ্য তার আগেই নতুন করে এই কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল করা হয়েছে। এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন দরিদ্র শ্রেণির মানুষেরা। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত নিম্ন আয়ের মানুষের অনেকেই কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বরাদ্দ করা হয়েছে।
আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে, অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ ও পদবিসহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া
২৯ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে একটি ম্যাট্রেস কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
৩৬ মিনিট আগেআবহাওয়া অফিস জানায়, আজ বৃহস্পতিবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল। কিন্তু সকাল ৯টায় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সকালে এ তথ্য নিশ্চিত করেন আবহাওয়াবিদ রাসেল শাহ। তিনি আরও বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল..
৩৯ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ২৭ কর্মচারী প্রায় দেড় বছর ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব কর্মচারী নিয়োগে আড়াই থেকে চার লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিয়োগকারী প্রতিষ্ঠান ঘুষ লেনদেনের বিষয় অস্বীকার করেছে।
১ ঘণ্টা আগে