নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পাহাড় কাটা নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেলতে পারবেন না বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, পাহাড় কাটা বন্ধে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। এটা নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেললে চলবে না। পাহাড় কেটে পুনরায় সৃষ্টি করা সম্ভব নয়।
চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে আজ রোববার (১৯ জানুয়ারি) পলিথিনবিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
সভায় পাহাড় কাটার বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘চট্টগ্রামের পাহাড় কাটা নিয়ে আমরা গতকাল জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলেছি। পাহাড় কাটে, আমি আসি আর বন্ধ করি। এভাবে টম অ্যান্ড জেরি আমি আর খেলতে পারব না। আমি আসব, ফোন করব, আপনি যাবেন, পাহাড় কাটা বন্ধ হবে, কাল আবার পাহাড় কাটবে। এসব চলতে পারে না।’
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা একটা তালিকা নিয়েছি। তালিকায় মালিকদের নাম দেওয়ার কথা বললেও, তাঁরা দেননি। দুটা মালিককে গ্রেপ্তার করেন, পাহাড় কাটা বন্ধ হবে। আপনি গাছ কাটলে গাছ লাগাতে পারবেন, পাহাড় কেটে পাহাড় সৃষ্টি করার জাদু নেই। যদি জাদু না থাকে, তাহলে পাহাড় কাটতে দেওয়া যাবে না।’
পলিথিনের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘পলিথিন শপিং ব্যাগের বিরোধিতা আমাদের সময়ে শুরু হয়নি। এটি ২০০২ সালে নিষিদ্ধ হয়েছে। আজ ২০২৫ সালে এসে এটি বাস্তবায়নের কথা আমরা বলছি। কতটা দুর্ভাগ্য আমাদের। জনগণের স্বার্থেই পলিথিন বন্ধ করা হয়েছিল।’
পলিথিন কারখানা বন্ধ হলে মালিকেরা ক্ষতিপূরণ দেবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘গার্মেন্টস বন্ধ হলে মালিক শ্রমিকদের ক্ষতিপূরণ দিয়ে থাকে। তাহলে পলিথিন কারখানা বন্ধ হলে শ্রমিকদের ক্ষতিপূরণ মালিকই দেবে। কারণ সে তার শ্রমিককে অনিরাপদ কর্মস্থলে কাজ করিয়েছে।’
শব্দদূষণ রোধে চট্টগ্রামে ক্যাম্পেইন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আপনি হর্ন বাজানো বন্ধ করলে শব্দদূষণ বন্ধ হবে। হর্নের বিরুদ্ধে আমরা শিগগিরই একটা ক্যাম্পেইন শুরু করে দেব।’
সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।
পাহাড় কাটা নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেলতে পারবেন না বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, পাহাড় কাটা বন্ধে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। এটা নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেললে চলবে না। পাহাড় কেটে পুনরায় সৃষ্টি করা সম্ভব নয়।
চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে আজ রোববার (১৯ জানুয়ারি) পলিথিনবিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
সভায় পাহাড় কাটার বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘চট্টগ্রামের পাহাড় কাটা নিয়ে আমরা গতকাল জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলেছি। পাহাড় কাটে, আমি আসি আর বন্ধ করি। এভাবে টম অ্যান্ড জেরি আমি আর খেলতে পারব না। আমি আসব, ফোন করব, আপনি যাবেন, পাহাড় কাটা বন্ধ হবে, কাল আবার পাহাড় কাটবে। এসব চলতে পারে না।’
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা একটা তালিকা নিয়েছি। তালিকায় মালিকদের নাম দেওয়ার কথা বললেও, তাঁরা দেননি। দুটা মালিককে গ্রেপ্তার করেন, পাহাড় কাটা বন্ধ হবে। আপনি গাছ কাটলে গাছ লাগাতে পারবেন, পাহাড় কেটে পাহাড় সৃষ্টি করার জাদু নেই। যদি জাদু না থাকে, তাহলে পাহাড় কাটতে দেওয়া যাবে না।’
পলিথিনের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘পলিথিন শপিং ব্যাগের বিরোধিতা আমাদের সময়ে শুরু হয়নি। এটি ২০০২ সালে নিষিদ্ধ হয়েছে। আজ ২০২৫ সালে এসে এটি বাস্তবায়নের কথা আমরা বলছি। কতটা দুর্ভাগ্য আমাদের। জনগণের স্বার্থেই পলিথিন বন্ধ করা হয়েছিল।’
পলিথিন কারখানা বন্ধ হলে মালিকেরা ক্ষতিপূরণ দেবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘গার্মেন্টস বন্ধ হলে মালিক শ্রমিকদের ক্ষতিপূরণ দিয়ে থাকে। তাহলে পলিথিন কারখানা বন্ধ হলে শ্রমিকদের ক্ষতিপূরণ মালিকই দেবে। কারণ সে তার শ্রমিককে অনিরাপদ কর্মস্থলে কাজ করিয়েছে।’
শব্দদূষণ রোধে চট্টগ্রামে ক্যাম্পেইন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আপনি হর্ন বাজানো বন্ধ করলে শব্দদূষণ বন্ধ হবে। হর্নের বিরুদ্ধে আমরা শিগগিরই একটা ক্যাম্পেইন শুরু করে দেব।’
সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।
ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার নগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেযশোরের মনিরামপুরে জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের ঘেরের মাছ মনে করে লুট করা হয় বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১১ মিনিট আগেচট্টগ্রামের চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলকারীরা জসীমের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল ও প্রভাব বিস্তারের অভিযোগে তাঁর বিচার দাবি করেছেন।
১৫ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সার্টিফিকেট তুলতে এসে এক ছাত্রী হেনস্তার শিকার হয়েছেন। একদল শিক্ষার্থী তাঁকে ধরে প্রক্টর অফিসে নিয়ে গেলে কোনো অভিযোগ না পাওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ওই ছাত্রী ছাত্রলীগের সঙ্গে জড়িত এবং ছাত্র আন্দোলনে বিরোধিতা করেছিলেন। তবে অভিযোগ অস্বীক
২৪ মিনিট আগে