টাঙ্গাইলে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি 
Thumbnail image
প্রতীকী ছবি

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে ওই ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিচতলার গাইনি ওয়ার্ড থেকে একজনের মোবাইল ফোন চুরি করার সময় ধরা পড়েন। এ সময় উপস্থিত জনতা তাঁকে পেটাতে পেটাতে হাসপাতালের বাইরে নিয়ে যায়। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার তদন্তসহ নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত